মিশরে পর্নো সাইটের উপর নিষেধাজ্ঞা

মিশরে আজ [৭ই নভেম্বর, ২০১২] ঘোষনা [আরবি] দেওয়া হয়েছে যে সব ধরণের পর্ণো সাইটে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হবে। এটা নিয়ে নেট নাগরিকরা টুইটারে আলোচনা করেছেন, মানুষের বাক স্বাধীনতার ক্ষেত্রে যেকোন ধরনের সেন্সরশিপের ফলাফল হবে ভয়ানক – কারন এটি কর্তৃপক্ষের ক্ষমতা অপব্যবহার করার দরজা খুলে দেয় এবং অনলাইনের কন্ঠ গুলোকে স্তব্ধ করে দেয়।

সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রফেসর রাশা আব্দুল্লাহ ঘোষণা করেছেনঃ

النائب العام يطالب الجهات المختصة بتنفيذ حكم”إغلاق المواقع الإباحية”

@রাশাআব্দুল্লাহঃ পর্ণোগ্রাফি সাইটগুলো বন্ধ করে দেওয়ার যে আদেশ জারি হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তার বাস্তবায়ন চেয়েছেন সরকারি অভিযোক্তারা।

মোহাম্মাদ হেনদাউয়ি নোট লিখেছেনঃ

@দ্যা_হেনদাউয়িঃ এটা শুরু হয় পর্ণো দিয়ে। তারপর অন্যসব কিছু..

এবং @লুলুডেরাভেন ব্যাখ্যা করেছেন [আরবি]:

قرار حجب المواقع الاباحية= حجب اي حاجة مش عاجباهم علنيت.. سياسية ادبية تاريخة فنية . معارضة. مدونات. مواقع تواصل اجتماعي ..

@লুলুডেরাভেনঃ পর্ণো সাইট নিষিদ্ধের সিদ্ধান্ত = ইন্টারনেটে যেকোন কিছু সেন্সর করা যা তাদের পছন্দ নয়- এটি হতে পারে রাজনীতি সম্পর্কিত, অথবা শিল্প, সাহিত্য অথবা ইতিহাস.. বিরোধী দল.. ব্লগ.. সামাজিক যোগাযোগের সাইটগুলো।

এবং এ ধরণের একটি পদক্ষেপের সমাধানের জন্য তারেক সালাবি প্রস্তুত রয়েছেনঃ

@তারেকসালাবিঃ কীভাবে এটা পাশ কাটিয়ে যাওয়া যায় তা আমি একটি ব্লগ পোস্ট টিউটরিয়্যাল তৈরী করে দেখাবো।

গুয়েবারা মন্তব্য করেছেনঃ

عايزين تصرفوا فلوس على حجب مواقع إباحية ومش عايزين تصرفوا نفس الفلوس على كوادر الأطباء

@গুয়ে৩বারাঃ পর্ণো সাইট নিষিদ্ধ করতে আপনারা টাকা খরচ করতে চান এবং একই টাকা কি ডাক্তারদের জন্য খরচ করতে চান?

অমল জানতে চেয়েছেনঃ

محدش هيعمل وقفة عشان المواقع الاباحية والا ايه؟ يا عيني على اللي مالوش ضهر في البلد دي

@অমলইজিপ্টঃ কেউ কি পর্ণো সাইটের সমর্থন করবে? অথবা এটা পৃষ্ঠপোষকতা ছাড়া একটি কারণ?

এবং @নারমো তিক্ততার সাথে বলেছেনঃ

المواقع الإباحية أوسخ من التعذيب في الأقسام وأوسخ من الفساد والسرقة والقتل وهي سبب الإنفلات الامني في سينا وبعد قفلها كل مشاكلنا هاتتحل

@নারমোঃ পুলিশ স্টেশনে হয়রানি, দূর্নীতি, চুরি ও হত্যার চেয়েও পর্ণো সাইটগুলো বেশি বিরক্তিকর এবং সিনাইতে নিরাপত্তার অভাবের একটি বড় কারন। একবার পর্ণো সাইটগুলো বন্ধ করে দিলে আমাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .