জাপান: নাটকের চেয়েও বেশি কিছু এক টিভি অনুষ্ঠান নির্মাণ

টেলিভিশনের কিছু অনুষ্ঠান ফ্যাশন বা পোশাক সংস্কৃতির একটা ধারা তৈরি করে (যেমন সেক্স এন্ড দি সিটি) কিন্তু কেউ কি কল্পনা করতে পারে যে পোশাক বিক্রির জন্য অনুষ্ঠান নির্মাণ করা হতে পারে?

যখন টেলিভিশন স্টেশন বা কেন্দ্রগুলো অর্থনৈতিক মন্দায় আক্রান্ত এবং বিজ্ঞাপনের মধ্যমে আসা আয়ের পরিমাণ কমে আসছে, তখন কানাসাই টেলিভিশন চ্যানেল এক নতুন ধরনের অনুষ্ঠান নিয়ে পরীক্ষা করছে। এই এক ফ্যাশান মূলক নাটক রিয়াল ক্লথস [জাপানী ভাষায়] নামক অনুষ্ঠানে দর্শকদের নাটক দেখার ও জামা এবং পোশাক কেনার সুযোগ ঘটবে। এই নাটকে রয়েছে জনপ্রিয় অভিনেত্রী হিতোমি কারুকি এবং কারিনা।

টোকিও গ্রাফ অনুষ্ঠানের সারাংশ তুলে ধরছে:

এই নাটক সাতরু মাকিমারুর মাঙ্গা (কার্টুন গল্প) থেকে নেওয়া হয়েছে। মাঙ্গা ও নাটকের নাম একই। এই নাটকে কারিনা নামক অভিনেত্রী কিনুয়ের ভূমিকায় অভিনয় করছে। কিনুয়ে একটি ডিপার্টমেন্ট স্টোর বা বড় দোকানে ফুটন বা বিছানার (সাধারণত) জন্য ব্যবহৃত কাপড় বিভাগে কাজ করে। সাদামাটা পোশাক ও গরিবী রুপচর্চা সত্বেও তাকে মেয়েদের পোশাক বিক্রি হয় যে শাখায়, সেখানে তাকে বদলি করা হয়। সেখানে সে তার মাত্রাতারিক্ত ফ্যাশান বা পোশাক সচেতন বসের (কারুকি) হাতে প্রশিক্ষণ প্রাপ্ত হয়।

রেডপেন ব্লগ পুরো ব্যবস্থার এক ব্যবচ্ছেদ করেছে এই শিরোনামে যে “ ‘রিয়াল ক্লথ’ নাটকের মাধ্যমে বিজ্ঞাপন ও অনুষ্ঠানের সীমা রেখা ভেঙ্গে গেল”।(崩れ始める広告とコンテンツの境界線、「リアル・クローズ」):

フ ジテレビは2009年10月13日(22:10~)より、関西テレビ制作のドラマ「リアル・クローズ」の放映を開始します。放送と同時に俳優が身につけて いる服やアクセサリーをネット経由で購入できる、いわゆるEC連動型番組ですが、公共電波を独占的、排他的に利用しているテレビ局のあこぎな商売として非 難する声も上がっています。(参照:「主役が着た服、ドラマHPで即通販番組?広告?境界は」)

অক্টোবরের ১৩ তারিখ থেকে রাত ১০.১০ মিনিটে ফুজি টিভি কানসাই টিভির তৈরি রিয়াল ক্লথ নাটক প্রচার করা শুরু করছে। এটা একটা ই-কমার্স বা ইলেকট্রনিক বাণিজ্য নামক অনুষ্ঠান, যেখানে দর্শকরা অনলাইনে প্রবেশ করে এই নাটকের অভিনেতা অভিনেত্রীরা নাটকে যে সমস্ত জামা ও পোশাক পরে সেগুলো কিনতে পারবে। এখন জনগণের দর্শনের একচেটিয়া সুযোগ নিয়ে বাণিজ্যিক ভাবে টেলিভিশন স্টেশনে এ রকম অনুষ্ঠান প্রচারের কারণে চ্যানেল গুলোর নিন্দা শুরু হয়েছে।

リアル・クローズ は電子番組表Gガイドを提供するインタラクティブ・プログラム・ガイドが開発したシステム「オンエアリンク」利用の第一号。出演者が着用した衣装やアクセ サリーなどのアイテムや商品がテレビ番組のストーリーに連動して、ECサイトにアップされ、オンタイムで同じ商品が購入できるシステムです。出演者が着用 している商品情報と番組メタデータをデータベース上でひも付け、タイムコードに合わせて配信・管理できます。

রিয়াল ক্লথ প্রথম সরাসরি এক যোগাযোগ ব্যবস্থা মূলক বা মিথস্ক্রীয়তামুলক অনুষ্ঠান যা টিভিতে প্রচার হয়, যেখানে দর্শকরা অনুষ্ঠান দেখতে পারে এবং সেই অনুষ্ঠানে অংশ নিতে পারে, এই অনুষ্ঠানকে এ রকম মিথস্ত্রীয় এক অনুষ্ঠান হিসেবে তৈরি করা হয়েছে। এই ইলেকট্রনিক টিভির জন্য তালিকাভূক্ত অনুষ্ঠান তৈরি করেছে জি গাইড। অভিনেতা ও অভিনেত্রীরা এই নাটকে যে সমস্ত পোশাক পরে তা ই-কমার্স সাইটে রাখ হয় এবং দর্শকরা অনুষ্ঠান চলাকালীন সময়ে যে সমস্ত পোশাক দেখানো হয় সেগুলো কিনতে পারে। অনুষ্ঠানের মেটাডাটা বা সকল তথ্য একটি তথ্যকন্দ্রের সাথে যুক্ত থাকে এবং এই পদ্ধতি সময় কোড বা সঙ্কেত অনুসারে বিতরণ এবং ব্যবস্থাপনা বিভাগের সাথে একে যুক্ত করতে সমর্থ।

ব্লগার মাসিহিকো মনে করেন সমর্থকদের জন্য বিষয়টি ঠিক আছে:

ド ラマで使われた洋服やアクセサリーが通販で買えるというのは、昔からあった試みかもしれませんが、もう少し洗練させればテレビとネットを繋ぐ良いコンテン ツになるのではないかと思います。[…] 批判的な見解もあるようですが、番組や特定の俳優・女優のファンであれば、同じアイテムを欲しくなる人もいるだろうし、そういった洋服が着たいと思ってい る人に商品を販売するのは良いと思います。

টিভি নাটকের মাধ্যমে কিছু সময়ের জন্য পোশাক বিক্রির সুযোগ ঘটেছে, তবে যদি এই পরিকল্পনা আরো সুনির্দিষ্ট ভাবে করার প্রয়োজন হয়, তা হলে এই সমস্ত অফার বা সুযোগ আরো কৌতূহলজনক ভাবে তৈরি করতে হবে। এ ক্ষেত্রে টেলিভিশন ও ইন্টারনেটেকে এক সাথে আনতে হবে […]। মনে হচ্ছে এই উদ্যোগের কারণে বেশ কিছু নেতিবাচক মন্তব্য এসেছে, তবে আমি মনে করি এই এই অনুষ্ঠানের যারা বিশেষ সমর্থক, তারা হয়ত অভিনেতারা যে পোশাক পরছে ঠিক সেই পোশাক পরতে চাইবে। এই সমস্ত লোকদের কাছে এই রকম পোশাক বিক্রি করায় কোন অসুবিধা নাই।

জেনেটা আইওয়ামাটো বিষয়টি মেনে নিয়েছেন:

私はこれは良いと思います。
ってゆうか、こういう方法以外にテレビ局がスポンサーからの収入を
確保する方法ってないんじゃないかな。
少なくても私はこれより良い案ってなかなか思いつきません。

আমি মনে করি এটা একটা ভালো চিন্তা, একটি টিভি স্টেশন বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে এতে নিশ্চিত ভাবে আয় করার উপায় বের করতে পারে। এর আর কোন বিকল্প নেই। আমি অন্তত এর চেয়ে ভালো কোন উপায় খুঁজে পাচ্ছি না…..

কিরাকিরা হিকারু ব্লগ এই অনুষ্ঠানের প্রশংসা করছে:

このドラマ、あんまり視聴率良くないみたいだけど、私は女性にはオススメ
出演者達の洋服を観るだけでも楽しい
ストレスがたまったり、悩み事があるとす~ぐ洋服やアクセサリー買ってしまう私^^;
まぁ、O型だから仕方あるまい。(血液型のせいかw)
でも、男性であまりお洒落な人と結婚するのはオススメしないww
女性の皆様。みんなで美しくなりましょね♪

আমি শুনেছি এই অনুষ্ঠানের রেটিং বা জনপ্রিয়তার ক্ষেত্রে অর্জিত নম্বর তেমন ভালো নয়, কিন্তু আমি মেয়েদের এই অনুষ্ঠান দেখতে বলব। এই অনুষ্ঠানে যে সমস্ত ফ্যাশন বা পোশাক দেখানো হয় তাতে অনেক মজা থাকে! এই অনুষ্ঠানের পর আমি বাইরে যাব এবং জামা বা পোশাক কিনে আনবো^^; এখানে জানানো ভাল, যে আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ (এর জন্য আমি আমার রক্তের ধরণকে দোষী করতে পারি না…)।

তবে আমি কোন ধোপদুরস্ত কোন পুরুষকে বিয়ে করার জন্য কাউকে বলব না! ভদ্রমহাদোয়াগণ, চল আমরা আরো বেশি সুন্দরী হয়ে উঠি!!!

এই অনুষ্ঠানে যে সমস্ত পোশাক পরা হয় তার বিক্রি খারাপ না, অথবা মোটামুটি। সাইজো উওমেন জানাচ্ছে:

初 回放送時は同ドラマのホームページにアクセスが集中し、サーバがダウン。関西テレビコンプライアンス推進局企業広報部の大平雄司氏は、「初回放送終了後、 翌朝10時までに約350点、第3回放送終了後24時までの累計で約2,400点の購入があった。1週間の売上の6~7割が放送当日及び翌日に集中してい る」と話す。

প্রদর্শনীর প্রথম দিনেই এই নাটকের জন্য নির্মিত ওয়েবসাইটে এত মানুষ প্রবেশ করার চেষ্টা করে যে এর সার্ভার অকার্যকর হয়ে পরতে বাধ্য হয়। কানসাই টেলিভিশনের গণসংযোগ কর্মকর্তা ইয়ুজি ওহিরা বলেন, “প্রথম পর্ব প্রচারিত হবার পরের দিন সকাল ১০.০০ টার মধ্যে আমরা ৩৫০ রকমের সামগ্রী বিক্রি করেছি, এবং তৃতীয় পর্ব প্রচারের পর ২৪০০ টি পণ্য বিক্রি হয়েছে।এই নাটক প্রচারিত হবার দিন বা তার পরের দিন ৬০-৭০ শতাংশ পরিমাণ বেশি বিক্রি হয়”।

অভিনেতা বা অভিনেত্রীদের উপর এর প্রভাব কি রকম? আবার রেডপেন জানাচ্ছে:

最 近でこそ状況は少しずつ変わりつつありますが、第一線で活躍する俳優は企業のテレビCMには登場しても、通販番組に登場しませんでした。今回のリアル・ク ローズは香里奈さんや黒木瞳さんがドラマ仕立ての通販番組に登場するようなもの。色がつくのを極端に嫌う俳優に対する出演料は通常より高く設定しなけれ ば、事務所側も納得できないはず。とはいえ、番組制作費に下げ圧力がかかっていますから、断り切れない事情もあるでしょう。こうした手法がドラマで普及し 始めれば、俳優の賞味期限は加速度的に早まっていくことだけは確かです。

এ ভাবে ভাবতে কেউ অভ্যস্ত নয় যে প্রথম শ্রেণীর অভিনেতা/অভিনেত্রীরা পণ্য বিক্রির জন্য কোন টিভি নাটকের মাধ্যমে তৈরি বিজ্ঞাপনে উপস্থিত হতে পারে। রিয়াল ক্লথ একটি টেলিশপিং বা টেলিভিশনের মাধ্যমে বেচা যায়-এমন এক একটা নাটক, যেখানে কারিনা সান এবং কুরোকি সান অভিনয় করেছে। তাদের এজেন্সি বা প্রতিষ্ঠান সেখানে তাদেরকে অভিনয় করতে দিত না, যদি সেখানে অভিনয় করে ভালো অনেক বেশি টাকা না যেত। কারণ, এখানে অভিনয় করে অনেকে নিন্দার মুখোমুখি হতে পারে। অন্যদিকে অনুষ্ঠান তৈরিতে কম ব্যয়ের ফলে যে চাপ তৈরি হয়, তা নিয়ে প্রতিষ্ঠান ভিন্নভাবে আলোচনা করতে পারে। যদি এই পদ্ধতি নাটকের ক্ষেত্রে জনপ্রিয়তা তৈরি করে, তা হলে এ সব নাটকে অভিনেতার আয়ু দ্রুতই কমে আসতে থাকবে।

সর্বোপরি টিভি স্টেশনের এখনো টেলিভিশন ও ইন্টারনেট মাঝে উপযুক্ত জায়গা খুজে বের করা এবং অনুষ্ঠান জনতার মাঝে প্রচার করা ও বিজ্ঞাপনের ক্ষেত্রে প্রচুর কাজ করার আছে। এ ব্যাপারে একটি ভালো সংবাদ রয়েছে, মনে হচ্ছে যে জনতা এই ধরনের পরীক্ষামূলক পদ্ধতির সাথে স্বেচ্ছায় যেতে আগ্রহী। তবে অবশ্যই বিষয়টি কিভাবে নেওয়া হবে তার উপর অনেক খানি নির্ভর করছে, যেমনটা মাশাহিকো রিয়াল ক্লথের মূল বাণী বা শ্লোগানের কথা উল্লেখ করে বলছেন, “ যদি আপনি বিরক্তিকর কাপড় পরেন, তা হলে আপনি এক বিরক্তিকর জীবন যাপন করেন”।

(つまらない洋服を着てると、つまらない人生になるわよ),
ফ্যাশান ব্লগ ইলাস্টিকে একজন মন্তব্যকারী ওরইয়াইলাই যুক্তি দেখাচ্ছেন:

リアルクローズの意味を知っている人は買わないでしょうね

সত্যিকার পোশাকের অর্থ যাদের কাছে পরিষ্কার, তারা এইভাবে পোশাক কিনবে না।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .