গৌরভ মিশ্রার সাথে ভারতে ডিজিটাল এ্যাক্টিভিজম এবং সোস্যাল মিডিয়া নিয়ে ভিডিও সাক্ষাৎকার

এই পোস্টটি গ্লোবাল ভয়েস এ্যাডভোকেসীর অংশ হিসেবে আগামী কয়েক মাসে করা হবে এমন সিরিজের অর্ন্তভুক্ত দ্বিতীয় পোস্ট। আমরা শুরু করেছিলাম ইন্টারনেটে স্বাধীনতা প্রসঙ্গে রবার্ট গুয়েরার সাথে ইন্টারভিউ দিয়ে যিনি ফ্রিডম হাউজের গ্লোবাল ইন্টারনেট ফ্রিডম প্রোগ্রামের প্রোজেক্ট ডাইরেক্টর।

এবারের ভিডিওটিতে আমি ইন্টারভিউ করেছি গৌরভ মিশ্রাকে, গ্লোবাল ভয়েসে যিনি আমাদের কর্মসঙ্গী এবং ২০০৮-০৯ এর আর্ন্তজাতিক মান, যোগাযোগ, প্রযুক্তির এবং গ্লোবাল ইন্টারনেট বিষয়ে জর্জটাউন ইউনিভার্সিটির ইয়াহু! ফেলো। তার সাথে কথা হয় ভারতে ডিজিটাল এ্যাক্টিভিজমে সোস্যাল মিডিয়ার ভূমিকা নিয়ে।

ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী শিবসেনার অর্কুট ক্যাম্পেইন থেকে শুরু করে উদারমনা পিঙ্ক চাড্ডি ফেইসবুক ক্যাম্পেইন – এসব কিছুই উঠে এসেছে এই সাক্ষাৎকারে যেখানে গৌরভ ব্যাখ্যা করেছেন দেশটির ধর্মনিরপেক্ষ অবস্থান থাকা সত্ত্বেও কিভাবে ধর্মীয় সংঘাত অনলাইনে প্রতিফলিত হচ্ছে, এমন এক দেশে যেখানে জাতি, গোত্র এবং ধর্মের বিভাজন এখনও খুব স্পষ্ট।

প্রতিটি ভিডিওর শুরুতে যে থ্রিডি এনিমেটেড গ্রাফিক্স রয়েছে তা আমার বন্ধু তিওনিসিয়া থেকে আসট্রুবাল-এর সৌজন্যে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .