মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা: শোয়াইন ফ্লু কি শূকরকে ছুঁলে ছড়ায়?

ইসলাম ধর্মে শুকরের মাংস খাওয়া নিষিদ্ধ করার ১৪ শতকের বেশী সময় পরে এই প্রাণী আবার শিরোমানে আসছে আরব বিশ্ব জুড়ে- এইবারে টুইটের আকারে।

জর্ডান থেকে রোবা আল আসি এই রোগ সম্পর্কে মানুষের প্রতিক্রিয়া দেখে বিষ্মিত:

roba

আশ্চর্য লাগে যে আমার আশেপাশের অনেকেই বিশ্বাস করে যে শুকরকে ছুঁলে শোয়াইন ফ্লু ছড়ায়।

মিশরে শূকর নিধনের সিদ্ধান্তের ব্যাপারে ওপুসপি মন্তব্য করেছেন:

Opusp

শোয়াইন ফ্লু প্রতিরোধে মিশর দেশের সব শুকর হত্যার নির্দেশ দিয়েছে। না মোটেই বাড়াবাড়ি মনে হচ্ছে না (ব্যাঙ্গার্থে)।

সিরিয়ার আলিপ্পো থেকে আলানা খুশী কারন ওই দেশে এই রোগ এখনো পাওয়া যায়নি:

aaalana

হেহ! সিরিয়াতে শোয়াইন ফ্লু নেই।

এরই মধ্যে লেবানিজ হাবিব এই রোগকে ছদ্মবেশে থাকা আশীর্বাদ হিসাবে দেখছেন এই আশায় যে এটা কিছু প্রথা বাদ দেওয়াবে, যেমন মানুষের সাথে দেখা হলে চুমা দেয়া:

habibh

চুমোয় ভরা অভিবাদন আর নয় সিরিয়ায়। আমার খালাদের এই খবর কেউ যদি পাঠায়।

লেবানন থেকে কিফানাবকি ও সোয়াইন ফ্লুকে বড় কোন চিন্তার বিষয় না বলে বাতিল করেছেন:

qifa

লেবাননে শোয়াইন ফ্লু? কোন ব্যাপার না। যদি ওয়াইন ফ্লু হত তাহলে চিন্তার ব্যাপার ছিল।

আর এই পোস্ট সম্পূর্ণ হবে না, যদি ইজরায়েল- ফিলিস্তিনি বিরোধ এই বিষয়ে টেনে আনা না যায়।

নিউজএটইলেভেন মজা করেছেন:

news@11

ইজরায়েলে শোয়াইন ফ্লুর প্রকোপ। ধারণা করা হচ্ছে ফিলিস্তিনিরা শুকর ভর্তি মিসাইল দেগেছে জেরুজালেমে। এগারোটার সংবাদ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .