চীন: নোবেল শান্তি পুরষ্কার কি আমাদের ভাবনাকে আহত করবে?

এর চেয়ে আর বেশী খারাপ হতো না যখন গাও জিংজিয়ানকে ২০০০ সালে সাহিত্যে নোবেল পুরষ্কার দেয়া হয় আর উইকিপিডিয়া জানিয়েছিল যে নোবেল পুরষ্কারের ১০০ তম বার্ষিকিতে তার তা জেতা চীনা সাহিত্যের জন্য খুশির খবর, যদিও তার কাজ চীনে নিষিদ্ধ। ভূতপূর্ব ‌এই চীনা নাগরিককে সেই সময়ে ঝু রোংজি অভিবাদন জানিয়েছিল।

এখন ২০০৮ সালে হু জিয়ার কথা শোনা যাচ্ছে নোবেল শান্তি পুরষ্কারের একজন বড় প্রতিদ্বন্দ্বী হিসাবে। খবরটা মাত্র রিপোর্ট করা হয়েছে, যদিও দ্রুতই তাকে মুছে দেয়া হয়েছে শুধুমাত্র লিউ জিয়ান চাও এর সহ্য করার মত কথাগুলো রেখে যে হু এর জন্য নোবেল পুরষ্কার কোন সন্দেহ ছাড়া চীনাদের কষ্টের কারন হবে, আর এর গুজবেই সেই কষ্ট শুরু হয়ে গেছে।

অ্যন্টি_সিএনএন সাইটের সংশ্লিষ্ট লেখা, যেটায় একটা ডয়েচে ওয়েলের রিপোর্ট উদ্ধৃত করা হয়েছে, এখনো আছে কিছু মন্তব্যসহ:

“诺贝尔和平奖”已经成了一个笑话。囧

নোবেল শান্তি পুরষ্কার এখন একটা ঠাট্টার বিষয়:

现在是谁反华最凶,谁得诺贝尔和平奖,这个由西方国家控制的国际著名奖项的针对性还真强啊,我们中国想崛起太不容易了,希望祖国加油,她们越这样做,我们应该更团结。

এখন যে সব থেকে বেশী চীনা বিরোধী সেই নোবেল শান্তি পুরষ্কার পাবে। এই বিশিষ্ট আন্তর্জাতিক পুরষ্কার যা পশ্চিমা বিশ্ব দ্বারা নিয়ন্ত্রিত, অবশ্যই অনেকের লক্ষ্যে পরিণত হয়। চীন উঠে দেখতে চায় আমাদেরকে কতো পরিশ্রম করতে হবে। জিআউ, মাতৃভূমি, তারা যতবেশী এমন কাজ করবে, আমরা তত একত্রিত হব।

过于愤怒?是严重鄙视吧!sb们爱咋地咋地。

বেশী ক্ষুব্ধ? বেশী ঘৃণা করার মতো! এই বোকারা যা খুশি তাই করুক।

是真的鄙视…
这个和平,让我再一次看到了虚伪…

সত্যিকারের ঘৃণ্য…
এটাকে যদি আপনি শান্তি বলেন, তাহলে আমি এতে আরো বেশী ভন্ডামি দেখি…

若贝尔奖已经变异!变成反华奖!真是笑话!

নোবেল পুরষ্কার বিচ্যুত হয়েছে! এটা এখন চীনা বিরোধী পুরষ্কারে পরিণত হয়েছে! কি মজা!

回应它作甚?记住就是了.DLLM不是20年前就得了,搞3.14的暴徒就是他,自己扇了主子的大嘴巴.

এটার প্রতি সাড়া দেয়ার কি দরকার আছে? শুধু খেয়াল করেন যেন এটা ভুলে না যান। দালাই লামা এটা ২০ বছর আগে জেতেননি? উনি এই বছরের লাসা অধিকারের পিছনে ছিলেন, তার বড় বড় কথা দিয়ে উশকিয়ে দিয়ে।

真令人怀疑,若贝尔和平奖评审人员是不是被阉割过??怎么这么荒唐呀??!!

আসলেই ভাবতে বাধ্য করে, নোবেল শান্তি পুরষ্কারের বিচারকদের কি খোঁজা করা হয়েছে নাকি? কি করে তারা এমন অযৌক্তিক হলো??!!

若贝尔和平奖=阴谋 颠覆 政府奖?

নোবেল শান্তি পুরষ্কার = সরকার উৎখাতের প্লটের পুরষ্কার?

西方人真正是掩耳盗铃啊,一边还幻想中国去救市一边还对中国说三道四的,难道我们中国人好欺负吗

পশ্চিমারা নিজেদেরকে বোকা বানাচ্ছে! একদিকে তারা কল্পনা করে যে চীন এগিয়ে আসবে তাদের বাজারকে উদ্ধার করতে, আর অন্য দিকে তারা চীনকে বলে কি করতে হবে আর কিভাবে করতে হবে। তারা কি আসলেই মনে করে যে আমরা চীনারা এতো সহজে ভয় পাই?

আর আরো বেশী প্রভাবশালী মেসেজ বোর্ড পাওওয়াং এ, মন্তব্য করেছে লিউ জিয়াঞ্চাও ‘ আহত মনোভাব’ বিষয়ে:

# 怪不得最近老生病,原来中了诺贝尔病毒- <0 byte(s)> 徐九十五 2008-09-26 15:35:17 (26)

কোন অবাক করার ব্যাপার না যে সম্প্রতি আমি এতো অসুস্থ ছিলাম, মনে হচ্ছে আমি নোবেল ভাইরাসে আক্রান্ত হয়েছি।

# 请把和平奖颁发给我- <0 byte(s)> 莫烦 2008-09-26 15:33:54 (23)

আপনারা দয়া করে শান্তি পুরষ্কারটা আমাকে দিতে পারেন

# 中国真的强大起来了
提交者 : 草草收场 于 泡网俱乐部 (http://paowang.com/) 北京时间 2008-09-26 15:19:48
答 复 : 外交部回应和平奖 提交者 : 弗洛伊德 于 北京时间 2008-09-26 13:17:56
强大到可以因为别人把屎拉在人家自己手上而我们的感情却收到了伤害

চীন আসলেই এখন এতো শক্তিশালী।
এতো শক্তিশালী যে কেউ আমাদের হাতে ময়লা ফেললে, আমরা কষ্ট পাই

# 我被伤害了?
提交者 : 霜冷铁衣寒 于 泡网俱乐部 (http://paowang.com/) 北京时间 2008-09-26 15:07:54
答 复 : 外交部回应和平奖 提交者 : 弗洛伊德 于 北京时间 2008-09-26 13:17:56
咋没感觉呢?

কি, আমি আহত হয়েছি?
আমি তাহলে কিছু বোধ করিনা কেন?

# Re: 我被伤害了?
提交者 : cowbman 于 泡网俱乐部 (http://paowang.com/) 北京时间 2008-09-26 16:22:04
答 复 : 我被伤害了? 提交者 : 霜冷铁衣寒 于 北京时间 2008-09-26 15:07:54
又被人代表着,被伤害了一次

@ কি, আমি আহত হয়েছি?
আমরা আবার প্রতিনিধিত্ব করছি, আর আহত হচ্ছি, আবার

# 笑
提交者 : 猫瓜 于 泡网俱乐部 (http://paowang.com/) 北京时间 2008-09-26 16:48:05
答 复 : Re: 我被伤害了? 提交者 : cowbman 于 北京时间 2008-09-26 16:22:04
反正不被人戴三个红表,就被人戴三个西表,都习惯了

@ কি, আমি আহত হয়েছি?
যাইহোক, যদি আমাদেরকে তিনটা লাল ঘড়ি পরতে বাধ্য না করা হয়, অন্য কেউ আমাদেরকে বাধ্য করছে তিনটা পশ্চিমা ঘড়ি পরতে, এতদিনে এতে অভ্যস্ত হওয়ার কথা।

# 强烈要求中国外交部停止伤害中国人民的感情- <0 byte(s)> 小天 2008-09-26 14:52:19 (30)

আমি কঠিনভাবে দাবি করি যে চীনা পররাষ্ট্র মন্ত্রানলয় চীনাদের ভাবনাকে কষ্ট দেয়া বন্ধ করুক।

# 我是不是已经遍体鳞伤了- <0 byte(s)> 我乃朝廷名官岂可降尔反贼! 2008-09-26 14:41:56 (24)

আমার মনে হয় এতক্ষনে আমার সারা শরীরে ব্যাথা শুরু হয়েছে

# md,又被强奸一次。。。- <0 byte(s)> 鸡排骨 2008-09-26 14:10:33 (40)

ধুত্তোরী, আমাদেরকে আবার ধর্ষন করা হয়েছে…

# 又受到伤害了。。
提交者 : 鼻涕耷不流 于 泡网俱乐部 (http://paowang.com/) 北京时间 2008-09-26 13:26:38
答 复 : 外交部回应和平奖 提交者 : 弗洛伊德 于 北京时间 2008-09-26 13:17:56
这得要多脑残才有这待遇啊

ওহ, আমরা আবার আহত হয়েছি…
কতটা পক্ষঘাতগ্রস্ত হলে কারো সাথে এমন ব্যবহার করা যায়??

# 中国人民的感情比身体重要啊- <0 byte(s)> 能不爱江南? 2008-09-26 13:25:49 (58)

চীনাদের মনোভাব তাদের শরীরের থেকে গুরুত্বপূর্ণ!

# 不是Yang佳么.- <18 byte(s)> 枯影 2008-09-27 05:21:32 (87)

ইয়াং জিয়া হওয়া উচিত ছিলনা?

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .