মিশর: ন্যাশনাল থিয়েটার জ্বলছে

মনে হচ্ছে মিশরীয়রা তাদের জীবনে নীরোকে ফিরিয়ে আনতে সফল হল। আর এই মিশরীয় নীরো, যে জায়গাগুলি পোড়াতে চান, তার তালিকাটি বেশ দীর্ঘ। কয়েক সপ্তাহ আগে তিনি মিশরের সংসদকে দিয়ে এই পোড়াবার কাজটি শুরু করেছেন, – আর এবার মিশরের জাতীয় নাট্যশালার (ন্যাশনাল থিয়েটার) পালা।

মিশরীয় ব্লগার এল-হানেম আজকের দুর্যোগের ভয়াবহতা সম্পর্কে এখানে লিখেছেন। তিনি বলেছেন,(মূল লেখাটি আরবীতে):

شب حريق في صالة العرض بالمسرح القومي بوسط القاهرة مساء اليوم السبت في وقت يسود فيه الهدوء التام مع استعداد المسلمين لتناول طعام الإفطار بعد غروب الشمس.
وقالت مصدر بالإدارة العامة للدفاع المدني والإطفاء إن النيران بدأت في الاشتعال في نحو الخامسة وخمس وثلاثين دقيقة بتوقيت القاهرة وبدأت بستارة المسرح واستمرت نحو ساعتين ولم تؤد إلى وقوع إصابات باستثناء بعض حالات الاختناق المحدودة.
وأضاف أن أكثر من 30 سيارة إطفاء انتقلت إلى المسرح المشتعل الذي يقع في ميدان العتبة حيث توجد الإدارة الرئيسية للحماية المدنية بالعاصمة.
ورجح أن الحريق نتج عن تماس كهربائي تلاه انفجار بعض أجهزة التكييف داخل قاعة المسرح وهو ما أدى إلى انهيار جزء من ديكورات وواجهات المسرح المطلة على ميدان العتبة.

আজ বিকেল পাঁচটায় কায়রোর কেন্দ্রীয় এবং ব্যস্ততম অঞ্চলে অবস্থিত ন্যাশনাল থিয়েটারের একটি হলে আগুন লাগে। এখন পবিত্র রমজান মাস চলছে, তাই তখন শহর ছিল শান্ত, মুসলিমেরা তাঁদের উপবাস ভঙ্গের জন্য প্রস্তুত হচ্ছিলেন। মিশরের অগ্নি নিবারক দপ্তর জানাচ্ছেন, কায়রোর স্থানীয় সময় বিকেল ৫-৩৫ মিনিটে আগুন লাগে …থিয়েটারের পর্দা পুড়ে যায়, দুই ঘণ্টা ধরে এই অগ্নিলীলা চলতে থাকে। সৌভাগ্যবশত: হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে কয়েকজনের সামান্য ক্ষতি হয়েছে। এল আট্টাবা স্কোয়ারে অবস্থিত এই থিয়েটার কায়রোর অগ্নি নিবারক দপ্তরের প্রধান অফিসের রাস্তাতেই পড়ে। সেখান থেকে ৩৫টিরও বেশি ট্রাক থিয়েটারে পাঠানো হয়।

খুব সম্ভবত, বৈদ্যুতিক স্ফুলিঙ্গ থেকেই আগুনটা লেগেছে। আগুন লাগার পর প্রথমে থিয়েটারের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিস্ফোরণ হয়। এই বিপত্তিতে থিয়েটার হলের সাজসজ্জার বেশ কিছু অংশ পুড়ে নষ্ট হল।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .