চায়নাঃ প্রধানমন্ত্রী ওয়েনের সাথে প্রশ্নোত্তর

এ সপ্তাহের প্রথম দিকে ৫.১২ স্কেলের ভূমিকম্পে হতাহতদের স্মরণে চীনে তিনদিনের শোক পালন করা হয়। এর ফলে সে দেশে ইন্টারনেট সেবা প্রদান বন্ধ থাকায় অনেক প্রশ্নই পড়ে থাকে উত্তরের অপেক্ষায়।

এখন প্রশ্নের জবাব মিলছে। ফিনিক্স টিভির প্রতিবেদক এবং সম্পাদক রোজ লুকিউ এর সুযোগ ঘটেছিল চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওকে কিছু প্রশ্ন করার যখন তিনি এ সপ্তাহে সিচুয়ানের পেংঝউ শহরে ভুমিকম্পে বিপর্যস্তদের দেখতে গিয়েছিলেন এবং তার মাই১৫১০ ব্লগে ২৪ শে মে’র একটা পোস্ট “প্রধানমন্ত্রী ওয়েনের সাথে প্রশ্নোত্তর” এ পুরোটুকু তুলে দেওয়ার জন্য সেগুলো বেশ যথেষ্ট ছিলঃ

1。能不能告诉我们,灾后重建从那几个方面展开?

১. আপনি কি আমাদের বলতে পারবেন বিপর্যয় পরবর্তী পুনঃনির্মাণ কিভাবে করা হচ্ছে?

摆在我们面前最紧迫的任务,就是灾民的安置,首先是灾民的安置。灾民的安置目前突出三件事情,第一件事情就是住的问题,因为吃的问题和使用洁净水的问题我们还能够解决,但是住的问题,老实讲我们比较困难。因为房屋倒塌,已经超过一千六百万间,需要大量的帐篷,而且从长远考虑,光靠帐篷还不行,因为还有县,乡的搬迁,因为地震的原因,不能在那里再建乡镇,以至于县,就像北川,你们都去过。这就需要给我们时间,群众也需要有一个安居的时间,所以我们在建活动板房,这个图纸你也看到了,活动板房的设计师非常周到的,考虑到全部生活的需要,你比如说大家非常关心的,一千套活动板房要建一所学校,这个学校,活动板房是按教室设计的。两千套活动板房要建一所中学,每五十套活动板房要建一个厕所,一个垃圾站,所有的活动板房都要通电,这样所有的居民就可以居住在那里一年,两年,以至于三年。我们做最困难的准备,我们调集了各方面的力量,集中来建活动板房,初步计划是用三个月的时间。向灾区运送到一百万套,第一批六千套已经运到了,现在每天都在生产,如果在其间还能够扩大生产能力,我们还要增加。这是第一事情,第二件事情,就是确保灾后无大疫,这不仅是我们关心的,也是世界关心的,确保灾后无大疫,就需要做好两方面的工作,一个方面就是要配备足够的防疫人员,不仅有喷洒药物的一般的防疫人员,我指的,最重要的,是技术人员和督导员。这个已经派了三千五百人了,视情况,如果不够,还要派,这是一,第二,使药品。药品,你知道,是缺的,特别是杀菌的,灭菌的药剂,量太大了。第三,难度最大的一个项目工作,就是切断污染源。切断污染源我们要依法办事,所以就要清理那些产生污染的场地。现在北川已经开始喷洒药物了,就不让人进了。这也是国际惯例,也是为了人的安全。如果不把污染源清理了,水流经下来,它还是会带来病菌的。第三件工作,可能你不够熟悉,那就是昨天我们连夜研究到很晚,就是这次地震,造成次生灾害最大的,就是堰塞湖。堰塞湖不是所有的湖都具有威胁性,但是还是有部分的具有威胁性。其中最大的一个就是唐家山,就是在北川西北边。这个湖里,已经出水量超过一亿方,它形成的岩石的垮坝,或者叫做天然坝,相当之大,多大?六百米乘八百米,三十二万立方米的方石量,因此必须做好两个方案,一个方案,就是科学的施工促险方案,一个方案是就是下游人民移民避险方案,这样才能够把这一亿立方米以上的水,把它排下去。我觉得这三项工作是我们在居民安置工作中具体碰到的。

这段时期,应该说是最困难的时期,如果说前一阶段,任务重大紧迫,那末这段就是繁重艰巨,而且时间会很长,很多矛盾问题会暴露,时间久了,群众的情绪也会发生变化,所以作为记者,要给与理解,同情,同时给政府时间。

এ মুহূর্তে আমরা সবচেয়ে জরুরী যে কাজের সম্মুখীন হচ্ছি তার মধ্যে প্রথমতঃ হচ্ছে ভূমিকম্প বিধ্বস্তদের দিকে দৃষ্টি দেয়া। বিপর্যস্তদের দিকে দৃষ্টি দেয়ার তিনটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। প্রথম দিক হচ্ছে আবাসন, কারণ খাদ্য ও পরিষ্কার পানি সরবরাহ করতে আমরা সক্ষম হলেও সত্যি কথা বলতে কি আবাসন সমস্যা সমাধানে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। কারণ এক কোটি ষাট লাখের মত ভবন ধ্বংস হয়েছে। আমাদের দরকার দীর্ঘ সময়ের জন্য অসংখ্য পরিমাণ তাবু এবং শুধুমাত্র তাবুর উপরে নির্ভর করলে চলবে না, কারণ এমন কিছু জেলা রয়েছে যার পুরোটাই স্থানান্তর করা প্রয়োজন। ভূমিকম্প বিধ্বস্ত এইসব শহরতলী এবং গ্রাম নতুন করে সেখানে নির্মাণ করা সম্ভবও নয়, যেমন যেখানে আপনার গিয়েছিলেন সেই বেইচুয়ান জেলাতেও না। এজন্য আমাদের সময় দিতে হবে এবং মানুষের স্থির হতে সময়ও লাগবে। আমরা এখন বহনযোগ্য ঘর তৈরী করছি, সেগুলোর ডিজাইন আপনারা দেখেছেন, সবার জীবন-ব্যবস্থার দিকে খেয়াল রেখে ডিজাইনে অনেক চিন্তাভাবনার সমন্বয় করা হয়েছে। যেমন গভীর মনযোগ প্রদান করা হচ্ছে যে প্রতি হাজার বহনযোগ্য ঘরের জন্য একটা প্রাথমিক বিদ্যালয় তৈরী করা হবে; বহনযোগ্য শ্রেণী কক্ষের ডিজাইনও করা হয়েছে। প্রতি হাজারের জন্য একটা উচ্চমাধ্যমিক বিদ্যালয় নির্মাণ করা হবে। প্রতি পঞ্চাশটা বাড়ীর জন্য একটা পায়খানা এবং একটা ময়লা ফেলার জায়গা এবং প্রতি ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। অধিবাসীরা এক, দুই বা তিন বৎসর এখানে বসবাস করতে পারবেন ভালাভাবে। এর জন্য আমাদের সবচেয়ে জটিল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে; বহনযোগ্য ঘর তৈরীর জন্য সমস্ত সহায়ক শক্তি এখন হাতের মুঠোয়। তিন বছর মেয়াদী প্রাথমিক পরিকল্পনা চুড়ান্ত করা হয়েছে। বিপর্যস্ত এলাকায় লাখ লাখ বহনযোগ্য ঘর প্রেরণ করা হবে, প্রথম চালানের ছয় হাজার ঘর ইতোমধ্যে চলে এসেছে। প্রতিদিন আরো অসংখ্য নির্মিত হচ্ছে। যদি এই সময়ের মধ্যে উৎপাদন সক্ষমতা আরো বৃদ্ধি পায় ঘর তৈরীর পরিমাণ আরো বেড়ে যাবে। এই হচ্ছে প্রথম বিষয়।

দ্বিতীয়তঃ আমরা নিশ্চিত করছি যেন কোন মহামারি না দেখা দেয়। এটা শুধু আমাদের বিষয়ই নয়, বিশ্বও এর সাথে জড়িত। বিপর্যয় পরবর্তী মহামারীর প্রাদুর্ভাব প্রতিরোধ করার জন্য দুটো কাজ করতে হচ্ছে। একটা হচ্ছে মহামারী প্রতিরোধক্ষম লোকবলের ব্যাপক সংস্থাপন। সংক্রমণ প্রতিরোধে স্প্রে করতে সক্ষম লোকবল নয়, আমি বুঝিয়েছি প্রয়োজনীয় কারিগরী দক্ষতা সম্পন্ন ও পর্যবেক্ষণ পারঙ্গম লোকবল। ইতোমধ্যে সাড়ে তিন হাজার কর্মী নিয়োগ করা হয়েছে। যদি দেখা যায় এই পরিমাণ যথেষ্ট নয়, আমরা আরো কর্মী পাঠাতে প্রস্তুত। এর পরের বিষয় হচ্ছে “ঔষধ”। আপনারা জানেন ঔষধ বিশেষতঃ স্টারিলাইজেশন ঔষধ এখন অনেক বেশী পরিমাণে দরকার।

তৃতীয়তঃ সবচেয়ে কঠিন প্রকল্প হচ্ছে দূষণের উৎস গুলো বন্ধ করা। আইনানুযায়ী দূষণ উৎপন্নের জায়গাগুলো আমরা বন্ধ বা পরিষ্কার করবো। বেইচুয়ানে রাসায়নিক স্প্রে করা হচ্ছে, যেজন্য মানুষজন এখন ভেতরে প্রবেশ করতে পারছে না। মানুষজনের সুরক্ষার জন্য এটা একটা মানসম্মত আন্তর্জাতিকভাবে স্বীকৃত চর্চা। দূষণ মুক্ত না হলে পানি চুবিয়ে পড়তে পড়তে অনিষ্টকর ব্যাকটরিয়ার সৃষ্টি করবে। এই তৃতীয় কাজটি সন্বন্ধে আপনারা তেমন পরিচিত নাও থাকতে পারেন, কিন্তু গত রাত্র পর্যন্ত এ নিয়ে গবেষণা হয়েছে যে ভূমিকম্পে লেকগুলো অবরুদ্ধ হয়ে পড়ায় দ্বিতীয় সর্বোচ্চ বিপর্যয় ঘটেছে। এমন নয় এ সব অবরুদ্ধ লেকই ভীতিকর; তবে কিছু আছে এমন যা আসলেই হুমকিসরূপ। বেইচুয়ানের ঠিক উত্তরে তানজিয়া মাউন্টেনের লেক এগুলোর মধ্যে। এই লেক থেকে পানি নির্গমনের মাত্রা ইতোমধ্যে ১০০ মিলিয়ন কিউব ছাড়িয়ে গেছে এবং পাথরের বাঁধ অথবা যাকে প্রাকৃতিক বাঁধ বলা যেতে পারে তার মধ্যে তুলনামূলকভাবে অনেক বড় একটা ভাঙনের সৃষ্টি হয়েছে। কত বড়? ছয়শ মিটার পূরণ আটশ মিটার তারমানে পাথরের ৩.২ মিলিয়ন কিউবিক মিটার। এজন্য আমাদের দুটো পরিকল্পনা নিয়ে এগুতে হচ্ছে, একটা হচ্ছে নদীর পাদতলে বসবাসকারী মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া যা আমাদের একশ মিলিয়ন কিউবিক মিটার পানি অপসারণের সুযোগ করে দেবে। এই তিনটা প্রকল্প নিয়ে অত্র অঞ্চলের অধিবাসীদের দিকে আমাদের দৃষ্টি দিতে হচ্ছে।

এইসময়টাকে অবশ্যই সবচেয়ে দুরূহ বলতে হবে। যদি পূর্ববর্তী পর্যায়গুলো ব্যাপকভাবে ও জরুরীভিত্তিতে সমাধা করতে হয় তাহলে পরবর্তী এই কাজ গুলো আরো ব্যাপক হবে এবং এর জন্য যে সময় লাগবে তাও কম নয়। অনেক সংঘর্ষমুখর সমস্যা তৈরী হবে এবং সময়ের সাথে সাথে মানুষের ধারণাও পরিবর্তন হয়ে যাবে। সুতরাং একজন সাংবাদিক হিসাবে সরকারকে আপনাদের উপলব্ধি, সহানুভূতি এবং একই সাথে সময় দিতে হবে।

2。那怎末确保善款和救灾物资不出现贪污的情况?

২. দান হিসাবে প্রদত্ত তহবিল এবং সামগ্রী নিয়ে কোনরূপ দুর্নীতির ঘটনা যে ঘটছে না সেটা কিভাবে নিশ্চিত করছেন?

对,这我很早就注意到了。现在说,估计国外和国内的捐款达到一百六十亿,昨天的数字,实际到位数字没有这末多。我们必须保证,所有的款项全部用在救灾上。这件事情不能等救灾以后再去查,必须做在前头,因此由中纪委,监察部,财政部,民政部,审计署五家,下发了一个救灾款物的管理办法,我们不仅下达通知,而且派出若干个审计检查组,开始检查物品,资金发放和使用的情况,这也是对我们各级政府,非常重要的考验。

হ্যা, আমি এটা বেশ আগে থেকেই নজরে রেখেছি। গতকাল পর্যন্ত হিসাব করে দেখেছি অভ্যন্তরীণ ও বিদেশী সাহায্য মিলে ১৬ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে। বাস্তবে অবশ্য এত হবে না। আমরা অবশ্যই নিশ্চিত করবো যেন সমস্ত তহবিল বিপর্যস্ত অঞ্চলে ত্রাণের কাজে ব্যবহৃত হয়। তদন্তের জন্য উদ্ধার তৎপরতা শেষ হওয়া অবধি অপেক্ষা করে থাকলে চলবে না। এটা প্রথম দিকেই করতে হবে। কেন্দ্রীয় শৃঙ্খলা ও অনুসন্ধান কমিটি, পর্যবেক্ষণ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, অসামরিক বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় হিসাব নিরীক্ষা দপ্তর – এই পাঁচটি সংস্থা দান তহবিল ও সামগ্রীর সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য একটা নীতিমালা প্রণয়ন করেছে। আমরা কেবল একটা বিজ্ঞপ্তি পাঠিয়ে বসে নেই, অনেক নিরীক্ষক নিয়োগ করেছি। মালামাল ও অর্থ কিভাবে ছাড়করণ ও বিতরণ চলছে তার বিস্তারিত বিবরণী নিরীক্ষা করছি। সরকারের সব বিভাগের জন্যই এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা।

3。可以看到这次很多民间的团体和个人积极地参与,对于他们的这些爱心,政府是怎样的态度?特别是现在政府要求指定的机构来做,但是一些民间人士还是不太放心,钱到哪里去了,政府怎样让大家放心?

৩. সুশীল সমাজ ও ব্যক্তিদের দেখা যাচ্ছে এখন সক্রিয়ভাবে অংশ নিতে, তাদের সমবেদনা প্রসঙ্গে সরকারের দৃষ্টিভঙ্গি কি? যখন সরকারের দরকার কেবল মাত্র নিদৃষ্ট কিছু সংস্থাকে দিয়ে কাজ করানো? সুশীল সমাজের অন্তর্ভূক্ত কেউ কেউ নিশ্চিত হতে পারছেন না তহবিলের গন্তব্য সম্পর্কে। সরকার কিভাবে সবাইকে নিশ্চয়তা প্রদান করছে?

对,我们对民间人士献爱心,搞捐助活动,我们非常感谢,这体现,大灾无情,人有情。我们在感谢的同时,一定要把他们的捐款使用好。而且有的还要特别照顾他们的意愿,比如有些捐助大笔的款项想用在建学校,还比如有的捐助大笔的款项想用在给残疾人买轮椅,我们尽量照顾他们。而且我们将来,要一笔一笔,把他们的钱是怎样花的,要给他们一个回复,看到他们的钱所起的作用。这项工作,也是我们执政能力,和公信力的考验。

ঠিক, তহবিল তৈরীতে সহায়তা প্রদানকারী সুশীল সমাজের সদস্যদের অবদান আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। এই অবদান প্রমান করে যে “বিপর্যয় নির্দয় হতে পারে; কিন্তু মানুষ নয়”। তাদের ধন্যবাদ দেবার সাথে সাথে আমরা এটাও নিশ্চিত করবো যেন সাহায্য সঠিকভাবে ব্যবহৃত হয়। কিছু ক্ষেত্রে তাদের ইচ্ছের দিকে নজর দিতে হবে, যেমন কেবল মাত্র বিদ্যালয় তৈরীর জন্য কিছু বৃহৎ অঙ্কের চাঁদা এসেছে, প্রতিবন্ধীদের হুইলচেয়ার কিনে দেবার জন্য আরো কিছু বড় অঙ্কের চাঁদা এসেছে। যথাসাধ্য চেষ্টা করছি এই ইচ্ছাগুলো পূরণ করতে। প্রতিটা অর্থ কিভাবে খরচ হচ্ছে সেদিক লক্ষ্য রেখে আমরা দাতাদের দেখাতে চাই তহবিল খরচের বিস্তারিত বিবরনী। আমাদের প্রশাসনিক দক্ষতা প্রমানের সাথে সাথে মানুষের বিশ্বাস অর্জনের একটা পরীক্ষা হয়ে যাবে এই কাজের মাধ্যমে।

4。怎样防止豆腐渣工程再出现?

৪. বারবার ভঙ্গুর ভবন (টফু বিল্ডিংস) নির্মাণ বন্ধের জন্য কি কিছু করা হচ্ছে?

现在这个问题,我们还应该认真的进行总结,也需要时间。你比如说,北川这个地方,我们目前还是救灾,消毒,但是北川这个地方未来还是要考虑要清理。清理的过程我们考虑的是非常细致的,将来需要通过立法,政府法规,或者人大法规,地方立法。立法的话,我简单的想,几件事情是必须要做的,第一它是全国唯一的一个羌族自治县,因此有关羌族文化遗址,要尽量地把它保存下来,这是第一,第二,它又是地震死亡人数最多的县,因此重要的地震科学,具有地震科学价值的资料,包括实物资料,要把它保存下来。第三,就是你关心的,我们已经由建设部牵头,汇同地方建设部门,对于所有能够鉴定的倒塌的建筑物要进行鉴定,并且要提供完整的资料。

এই সমস্যায় সমাধানে আমাদের আন্তরিক হতে হবে – অবশ্য এজন্য আরো সময় দরকার। ধরুন, যেমন, এই বেইচুয়ানের কথাই। আমরা বর্তমানে বিপর্যস্তদের উদ্ধার ও সংক্রমন বন্ধ করার কাজ নিয়োজিত। কিন্তু ভবিষ্যতের জন্যই বেইচুয়ানকে জঞ্জাল মুক্ত করার পদ্ধতি বিবেচনাধীন আছে। অতি সতর্কতার সাথে এখন আমরা জঞ্জাল মুক্ত করছি। তবে ভবিষ্যতে আইন প্রণয়ণ এবং সরকারের বিধান মোতাবেক অথবা ন্যাশনাল পিপলস কংগ্রেসের বিধান বা স্থানীয় পর্যায়ের আইন প্রণয়নের মাধ্যমে পুনর্গঠন করা হবে। সহজভাবে কিছু বিষয় আগেভাগেই জরুরী মনে করছি আইন প্রণয়নের জন্য। প্রথমতঃ এ দেশে সংখ্যালঘু কিয়াং জাতিস্বত্তার একমাত্র স্বশাসিত প্রশাসনিক বিভাগ হচ্ছে বেইচুয়ান, সেজন্য কিয়াংদের সাংস্কৃতিক বিপর্যয়ের দিকে খেয়াল রেখে যত বেশী সম্ভব ঐতিহ্য সংরক্ষণ করতে হবে। দ্বিতীয়তঃ ভূমিকম্পে সর্বোচ্চসংখ্যক মানুষ নিহত হয়েছে এই বিভাগে। সুতরাং ভূমিকম্প বিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ ও মূল্যবান বাস্তব উপাত্ত সংরক্ষণ করে রাখতে হবে। তৃতীয়তঃ আপনাদের আলোচ্য বিষয়টি নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি। ইতোমধ্যে নির্মাণ মন্ত্রণালয় তাদের স্থানীয় বিভাগের সাথে একযোগে ভবণগুলোর ভেঙে পড়ার কারণ ও পূর্ণাঙ্গ তথ্য অনুসন্ধানে লেগে পড়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .