ম্যাসেডোনিয়াঃ নির্বাচনী অভিযানে নতুন প্রচার মাধ্যমের ব্যবহার

ম্যাসেডোনিয়ার মিডিয়া ব্লগ কমিউনিকাসি.নেট এর লেখকরা বিশ্লেষণ (ম্যাসেডোনিয়ানে) করেছেন ২০০৮ এর ১লা জুনে এগিয়ে আনা সংসদ নির্বাচনের প্রচারাভিযানে প্রধান রাজনৈতিক দলগুলোর ইন্টারনেট এবং নতুন মিডিয়ার “নজিরবিহীন” ব্যবহার।

ক্ষমতাসীন ভিএমআরও-ডিপিএমএনই এবং প্রধান বিরোধী দল এসডিএসএম দল দুটোর ওয়েবে উপস্থিতির উপরে একটা যৌথ বিশ্লেষণ তুলে ধরেছেন মিডিয়া বিশেষজ্ঞ সিদ ডিজিযাল ও ডারকো বুলডিওসকিঃ

ভালঃ ব্লগ, ইউটিউব চ্যানেল, মাইস্পেস, ফেসবুক, হাইফাইভ, ইত্যাদির ব্যবহার [….]

আরো ভালোঃ ভিডিও, অডিও, দলিলপত্রের পোস্ট, মন্তব্য, ইত্যাদির ব্যবহার

বেশীরভাগ – মনে হয় সবারই – প্রচারণা সামগ্রী অনলাইনে পাওয়া যাচ্ছে। ওয়েবসাইটগুলো নিয়মিত হালনাগাদ করা হচ্ছে …এবং বিনামূল্যে প্রাপ্ত অনলাইন মাধ্যমগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, দৃশ্যতঃ খরচ কমানোর জন্য, দেখে বেশ দক্ষই মনে হচ্ছে।

মন্দ দিকঃ সামাজিক প্রচার মাধ্যম ব্যবহার করলেও “সামাজিক” অংশটাই এখানে অনুপস্থিত। ব্লগ পোস্টগুলোতে প্রধানতঃ সমাবেশে প্রদত্ত বক্তব্যের অনুলিপি ঠাঁই পায় এবং টেলিভিশনে প্রচারিত বিজ্ঞাপন এবং অন্যান্য প্রচলিত প্রচার মাধ্যম, বিশ্লেষক, সাংবাদিকদের বিষয়বস্তু পুনঃব্যবহার উপযোগী করা হয়; কিন্তু কোনটাই ব্লগের জন্য নয়। পোস্টগুলো দীর্ঘ এবং এক একটা পোস্টে বিভিন্নমুখী পাঠকসমাজকে উদ্দেশ্য করা হয়েছে এবং তাতে রাজনীতিবিদের ব্যক্তিগত অভিজ্ঞতা অথবা অবদান উল্লেখ করা হয়নি। তাদের ব্লগগুলি অপরিহার্য ব্যক্তিক দৃষ্টিভঙ্গি বঞ্চিত, গুরুত্বপূর্ণ ঘটনা বিষয়ে মনোগত প্রতিক্রিয়ার প্রকাশ সেখানে নেই। ভিডিও চিত্রগুলো মূলতঃ টেলিভিশনের জন্য করা হয়েছে, ভ্লগের জন্য নয়। ছাপানো প্রচারনার জন্য করা হয়েছে যা ভাইরাল মিডিয়া, ছবির জন্য উপযুক্ত ভাবে সাজানো যায় না এবং এগুলো (অভ্যন্তরীণ) তথ্যের উৎসও নয়। […..]

গুটিকয় মন্তব্য ছাড়া এইসব ব্লগগুলো তেমন পঠিত না হবার সম্ভবত এগুলো প্রধান কারণ যা কেবল সাধারণ রাজনৈতিক আলোচনার জন্য ফেলে রাখা হয় (কিছু সময়ের জন্য)।

পরিশেষে [….] এটা ভাল যে রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারণার জন্য অনেক নতুন মাধ্যম ও চ্যানেল অবলম্বন করছে, কিন্তু এর প্রভাব সম্ভবত খুব অল্প হবে, কারণ ম্যাসেডোনিয়ার নির্বাচনী প্রচারাভিযানের জন্য নিরবিচ্ছিন্নভাবে তৈরী হতে থাকা নানাবিধ প্রচার সামগ্রীর গুদাম বা ভান্ডার হিসাবে ব্যবহৃত হচ্ছে ওয়েবসাইট গুলি।

ঐ একই পোস্টের মন্তব্যে স্থানীয় খ্যাতিমান ব্লগার রিবারো লিখেছেনঃ (ম্যাসেডোনিয়ানে)

এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর এক গুচ্ছ ব্লগের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এগুলোতে মন্তব্যের জবাব দেবার জন্য প্রশাসক হিসাবে কিছু অযোগ্য গাধাকে নিয়োগ দেয়া হয়েছে। উদাহরণসরূপ একটা প্রাসঙ্গিক প্রশ্নের উত্তরে এমন একজন ব্যক্তির জবাব ছিল, “এবং কে জিজ্ঞেস করছেন?” শেষে! যে পর্যন্ত তারা ব্লগ ও ব্লগস্ফিয়ারের শক্তির মর্যাদাহানি করতে থাকবে, তাদের ব্লগের পাঠকও কম থাকবে; একমাত্র প্রশংসাকারী দলীয় সদস্য ছাড়া। ২০০৬ এর নির্বাচনেও এই একই অবস্থা হয়েছিল। সে থেকে এখন সংখ্যায় বাড়লেও গুনগত মানে এক ইঞ্চিও এগোয় নি।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .