কাজাখস্তানঃ ব্লগ শুধু তর্কের জায়গা নয়, তথ্যেরও উৎস

কাজাখস্তানের ব্লগাররা যারা সব সময় গুরুতপুর্ণ সামাজিক আর রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করছে তাদের জন্য এই গ্রীষ্মের গরম কোন বাধা নয়। তাদের লেখার মধ্যে ভাল আর খারাপ দু’ ধরনেরই খবর আছে।

বিচারঃ

নিউইউরেশিয়া একমাত্র ব্লগ যারা কাজাখস্তানে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করা সাম্প্রতিক দুটি মামলার বিচার সম্বন্ধে লিখেছে, যা ব্লগোস্ফিয়ারে প্রায় কোন প্রচারই পায়নি। আরথারসিমকেন্ট দুষিতকরন ঘটনা‘ সম্বন্ধে বলেছেন যেখানে ১০০ জন বাচ্চাকে এইচ আই ভি দিয়ে আক্রান্ত করার জন্য বেশ কয়েকজন ডাক্তার আর প্রশাসককে দায়ী করা হয়েছিল।

“ সারমর্ম হল যে ডাক্তার, নার্স আর প্রশাসকরা একধরনের দুর্নীতি আর অবহেলায় নিযুক্ত ছিলেন যার ফলে অনেক বাচ্চা আক্রান্ত হয়েছে। কিন্তু শুধুমাত্র ডাক্তার আর নার্সরা জেলে যাচ্ছে, কিন্তু রাজনৈতিক ভাবে সংশ্লিষ্ট প্রশাসকরা (যেমন আলমাতির মেয়রের বোন) তিন বছরের সাসপেনশন অর্ডার নিয়ে পার পেয়ে যাচ্ছে ।”

আরেকটি মামলার বিচারও শেষ হয়েছে কিন্তু অনেকের মতে অন্যায় রায় হয়েছে। নিউইউরেশিয়ার এলেনা রিপোর্ট করছেন যে শাখতিন্সক (কাজাখস্তানের কেন্দ্র) এর এক বিচারক ৮ জন খনি-শ্রমিককে দোষী সাব্যস্ত করেছেন গত সেপ্টেম্বরের এক বিষ্ফোরনের জন্য যাতে আরও ৪২ জন খনি-শ্রমিক মারা যায়। আবারও দেখা যাচ্ছে যে মিত্তাল স্টিলের এই কোম্পানির কোন ম্যানেজারকে দায়ী করা হয়নি। এবং অভিযুক্ত শ্রমিকদের নিয়ে তদন্তের সময় অনেক অনিয়ম হয়েছে। আগে, লন্ডনের সানডে টাইমস এই মামলাটির খবর ছেপেছিল।

এরমধ্যে ডান-হাতে চালানো গাড়ির মালিকরা আনন্দ করছে তাদের জয়ে কারন সরকার এই ধরনের গাড়ি ২০১০ সালের মধ্যে তুলে দেয়ার প্রস্তাবকে ফিরিয়ে নিয়েছে। আকা-শিকা এই লড়াইএ তার সাথের লোকদের অভিনন্দন জানাছেন কিন্ত তাদের সতর্ক করে দিচ্ছেন যে পুলিশ হয়তো তাদেরকে আরো কড়া ভাবে নিয়ন্ত্রন করবে।

পারমানবিক অস্ত্রঃ

হাফিংটন পোস্টের জেমস লাভ, কাজএটমপ্রোম (কাজাখস্তানের সরকারী পারমানবিক কোম্পানি) যে তোশিবার ওযেস্টিংহাউস কোঃ এর ১০% কেনার জন্য দরপত্র দিচ্ছে তার ব্যপারে উদ্বেগ প্রকাশ করেছেন। কারন তার মনে হয় যে স্বেচ্ছাচারী কাজাকিস্তানের কাছে আমেরিকান কোম্পানির প্রযুক্তির নাগাল থাকলে তা আরো অস্থিরতার সৃষ্টি করবে। রেগিস্তানের নাথান অবশ্য বেশি ভয় পেতে মানা করেছেন:

“এই চুক্তি সম্বন্ধে অবশ্যি ভালভাবে চিন্তা করতে হবে কিন্তু এটা ভালো হয় যদি ‘লাভ’ কাজাখস্তান সম্বন্ধে আর একটু জানে আর আরো বেশি বিবেচনা করে দেখে কাজাকিস্তান সরকারের সাথে সহযোগিতা করার লাভ আর লোকসানের হিসাবটা।”

শ্রিফটস্টেলার নামক রাশিয়ান রাজনৈতিক বিশেষজ্ঞ লাইভ জারনালে তার পারমানবিক থীমে রিপোর্ট করছেন কাজাকিস্তানের কাস্পিয়ান বন্দর আক্টাউ এ নতুন একটা পারমানবিক বিদ্যুত কেন্দ্র তৈরির পরিকল্পনার কথা। এই প্রকল্পটিতে রাশিয়ান প্রযুক্তি ব্যবহার করা হবে এবং এটি ডিজাইন করা হয়েছে বিশেষ করে ছোট শহরের জন্য, কিন্তু প্রথমে এটা কার্যকর করা হবে কাজাখস্তানে।

রাখাত গেট কেলেন্কারীঃ

ব্লগে এখনো “আলিভ আফ্যায়ার” একটি গুরুতপুর্ণ প্রসঙ্গ। ভূতপূর্ব রাষ্ট্রদূতের সাক্ষাতকারের উল্লেখ করে আ-স্ট্রেকোজা বলেছেন যে,” এখন আর কোন মানে নেই ওনার কাছে উনি কাকে সমর্থন করবেন”। কারন এই সাক্ষাতকারে উনি বলেছেন যে তার প্রধান প্রতিদ্বন্দ্বী আলমাতির মেয়র ইমাঙ্গালি তাস্মাগাম্বেতভ, বিরোধী নেতা বুলাত আভিলভ বা গালিমজান ঝাকিয়ানভ সবাই ভাল প্রেসিডেন্ট হতে পারবেন। ”তার আগের স্ত্রী (দারিগা নাজারবায়েভা) জনগনের সামনে ঘরের গোপন কথা বলেন না। এটি প্রমান করে যে তাদের মধ্যে কার কাছে ভাল গনযোগাযোগের দক্ষ লোক আছে এবং কার কাছে নেই।”

মেঘাখুইমিয়াক স্টক মাকেটের পরিসংখ্যান দেখে বলেছেন যে আলিভ এর বদনাম হওয়ার পর তার চিনির মনোপলি ব্যবসা কান্ট জেএসসি (যাতে তার ৭৫'৭% অংশ ছিল) প্রাক্তন স্ত্রী নাজারবায়েভার কাছে চলে গিয়েছে। এই শেয়ারহোল্ডিং এর বর্তমান মুল্য ৮৬ মিলিয়ন ইউ এস ডলার। “কি দুর্ভাগ্যজনক তালাক! তারপরও দারিগাকে যেহেতু রাজনীতি থেকে সরিয়ে নেওয়া হয়েছে তাই উনি হয়তোবা তালাকটা চাননি” – বলছেন তিনি।

তথ্য ও সংখ্যাঃ

মেঘাখুইমিয়াক তার পরিসংখানের বিশ্লেষন অব্যাহত রেখেছেন। এবার তিনি সি আই এস দেশের জন্ম-মৃত্যুর হার (“পশ্চিম অন্চলে জন্ম হার কমে যাচ্ছে আর মৃত্যু হার বেড়ে যাচ্ছে। উজবেকিস্তানেও জন্ম হার কমে যাচ্ছে – ওখানে অবস্থা মনে হয় অনেক খারাপ। রাশিয়ার জন্ম হার একটু বেশি কিন্তু মৃত্যুর হার তাজিকিস্তানের ৩ গুন।”) আর বাজেটের খরচ পর্যালোচনা করছেনঃ

আপাতদৃষ্টিতে অর্থনীতিভিত্তিক রাস্ট্রগুলো হচ্ছে আজারবাইজান, বেলারুস এবং কাজাখস্তান। অন্যান্য সি আই এস দেশগুলোর চেয়ে অধিক অর্থ ব্যয় করে রাশিয়া প্রতিরক্ষার জন্যে, কাজাখস্তান সংস্কৃতির জন্যে, এবং উজবেকিস্তান শিক্ষার জন্যে।

নিউইউরেশিয়ার বেন ইরিন প্রকাশিত একটি লাইফ এক্সপেক্টেন্সি রিপোর্ট পর্যালোচনা করছেন। খাতাপত্র অনুযায়ী কাজাখ লোকদের লাইফ এক্সপেক্টেন্সি সম্প্রতি ৩.৬ বছর কমেছে এবং মেয়েদের কমেছে ১.৬ বছর। “২০০০ দশকের প্রথম দিকে শারিরীক সমস্যাগুলো হয়েছে পরিবেশ সমস্যা জনিত কারনে। আজ, এব্যাপারে মুল ফোকাসটি চলে গেছে শহর এলাকায়, যেখানে পুরুষদের লাইফ এক্সপেক্টেন্সির হার বেশী কমে গেছে।”

ব্লগ এবং মিডিয়া

লাইফজর্নাল ব্যবহারকারী নিউইউরেশিয়ান সরকারের বিবেকে কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইয়েরটিসবাইয়েভ একটি সাম্প্রতিক ইন্টারভিউতে ব্লগের উপর মন্তব্য করেছেন। “আমার মনে হয় নাগরিক সাংবাদিকতা একটি অপেশাদার কাজ যা সবসময়ই উদ্দেশ্যমুলক হয়না…রাজনৈতিক ব্লগগুলো…এগুলো কি সাংবাদিকতা? না। তারা শুধু গতানুগতিক মিডিয়ার রিপোর্টের উপর মন্তব্য করে…আমার মনে হয় এগুলোকে নিয়ন্ত্রন করার সবচেয়ে উত্তম উপায় হচ্ছে আইনের বাধ্যতামুলক মানা সাপেক্ষে নিজস্ব-নিয়ন্ত্রন” – বলেছেন মন্ত্রী। এভাবে সরকারও ব্লগোস্ফিয়ারের প্রভাবকে স্বীকার করছেন।

মেঘাখুইমিয়াক এই বিষয়টিকে তুলে ধরেছে একটি গবেষনাপত্র পর্যালোচনার মাধ্যমে যা মস্কোর রাস্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের থিন্ক ট্যান্ক দ্বারা প্রকাশিত। বিশেষ করে এটি বলছে যে অনেক রাশিয়ান বিশেষজ্ঞ সর্বদাই কাজাখস্তান সম্পর্কে ইন্টারনেটের মাধ্যমেই জানে। এদের মধ্যে অনেকেই স্বীকার করেছেন যে তারা প্রায়ই কাজাখস্তানের ব্লগ পড়েন। মেঘাখুইমিয়াক বলছেন ” লাইভ জার্নাল সরকারী মিডিয়ার একটি গুরুত্বপূর্ণ সম্পুরক এবং একজন বিশেষজ্ঞকে তার মতামত গঠনে সাহায্য করে।”

-এডাম কেশের

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .