আর্জেন্টিনায়, কারাগারের লৌহকপাটের পেছনে সংঘঠিত নারী নির্যাতন প্রায়শ উপেক্ষা করা হয়

Photo by Flickr user Rock & Rejas: Sonidos de la Cárcel (Gira 2003). CC BY-NC-ND 2.0

ছবি ফ্লিকার ব্যবহারকারী রক এন্ড রেহাসঃ সোনিডস ডেলা কার্সেল (জিরা ২০০৩)-এর। সিসি-বাই-এনসি ২.০।

আর্জেন্টিনার কারাগারে বন্দী নারীদের অধিকার নিয়মতান্ত্রিকভাবে ভাবে লঙ্ঘন করা হয়, যেখানে লিঙ্গীয় বৈষম্য, নারী নির্যাতন এবং তাদের বর্জনের ঘটনা প্রচুর পরিমাণে দেখা যায়। কারাগারে নারী নির্যাতন, প্রায়শ নারীর প্রতি শারীরিক হামলায় পর্যবেশিত হতে পারে।

আর্জেন্টিনার, প্রকিরেশিওন পেনইটেনসেরিয়া ডে লা নাসিওন-এর গবেষণায় দেখা গেছে যে কারাগারে নিয়মতান্ত্রিক সহিংসতার বৃদ্ধি ঘটেছে, কারণে সেখানে নারী কয়েদির সংখ্যা বেড়ে গেছে। বেশ কয়েকটি গবেষণা, তারা যেখানে বাস করে সেখানকার পরিস্থিতি পরীক্ষা করে দেখছে, এতে দেখা যাচ্ছে কারাগারের নারী অধিকার রক্ষায় তেমন কিছু করা হয়নি।

কমিউনিসার ইগুয়াল্ডাদ হচ্ছে আর্জেন্টিনার এক সুশীল সংগঠন, যা বৈষম্যহীন এক সমাজ গঠনের লক্ষ্য মিডিয়ায় লিঙ্গ বিষয়ক ঘটনাবলীর প্রতি নজর প্রদান করে। “কারাগারে নারী” শিরোনামে এক ব্লগ পোস্টে তারা কারাগারে নারী নির্যাতনের বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করেছে: 

La violencia es simbólicamente mayor cuando es ejercida por las instituciones. ¿Por qué no pensar entonces que la invisibilización hacia las mujeres es muchísimo más potente cuando hablamos de aquellas que se encuentran privadas de su libertad? El enfoque de género aplicado al sistema carcelario podría ser una herramienta eficaz que amplíe y diversifique la concepción vigente de derechos humanos y proponga un ámbito no tan recorrido por donde transitar hacia un estado cada vez más democrático.

নির্যাতন, প্রতীকী ভাবে বড় হয়ে দেখা দেয়, যখন তা প্রাতিষ্ঠানিক ভাবে চর্চা করা হয়। তাহলে কেন এই চিন্তা করা হয় না যে, নারীর প্রতি নজর না দেওয়া আরো অনেক বেশী ক্ষমতার বিষয়, বিশেষ করে যারা স্বাধীনতা বঞ্চিত নারীদের ক্ষেত্রে যখন এই ধরনের ঘটনা ঘটে? কারাগার ব্যবস্থাপনায় যদি লিঙ্গীয় মনোভাব প্রয়োগ করা হয়, তাহলে বর্তমানে যে মানবাধিকারের ধারণার তা বৃদ্ধি পাবে এবং তাকে বৈচিত্র্যময় করতে বিষয়টি কার্যকর এক টুল হতে পারে এবং যা কম ভ্রমণ করতে হবে এমন এক এলাকার কথা প্রস্তাব করে সেই সমস্ত রাষ্ট্রের ক্ষেত্রে, যা ক্রমশ এক গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে।

ওমেন এন্ড প্রিজন নামের ব্লগ অনুসারে, কারাগার পুরুষের চেয়ে নারীর উপর এক ভিন্ন প্রভাব ফেলে–বিশেষ করে যখন কারাবন্দী নারীর সংখ্যা পুরুষের চেয়ে অনেক কম, সে কারণে কারাগারে নারীদের জন্য প্রদান করা সুবিধার সংখ্যাও কম, যেমন খেলাধুলা এবং বিনোদনের সুযোগের অভাব। পরিবারের সদস্যদের সাথে দেখা না হওয়া, বাবা-মা কর্তৃক পরিত্যাক্ত হওয়া, এবং দূর্বল স্বাস্থ্য সেবার মত ঘটনাও নারীদের সহ্য করে নিতে হয়। .

একই সময়ে, যারা বিদেশী কারাবন্দী, তারা অনিয়মের শিকার হয়, যেমন কর ব্যবস্থাপনার কারণে তাদের সঞ্চয় থেকে অর্থ প্রদান করতে হয়।  

দোভাষীর না থাকা আরেকটা সমস্যা, যা আর্জেন্টিনার কারাগারে আটক বিদেশী নারীদের মোকাবেলা করতে হয়। যেমন রেয়না মার্জ এক বলিভীয় নাগরিক যে এই দেশে বাস করছে, কিন্তু সে স্প্যানিশ ভাষায় কথা বলতে পারে না, যে কেবল কেচুয়া ভাষায় কথা বলতে পারে। স্বামীকে খুন করার অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। এর আগে তিন বছর কারাগারে আটক অবস্থায় কাটানোর পর তাকে বিচারকের সামনে হাজির করা হয়, কিন্তু শুনানী চলাকালীন সময়ে তাকে কোন দোভাষী প্রদান করা হয়নি।

জাতিসংঘের অত্যাচারের বিরুদ্ধে এক কমিটি হচ্ছে দশজন স্বাধীন বিশেষজ্ঞের একটি দল, যারা বিশ্বজুড়ে অত্যাচার, অথবা অন্য সব ধরনের নিষ্ঠুর, অমানবিক অথবা নিন্দনীয় আচরণ কিংবা শাস্তির বিরুদ্ধে করা চুক্তির বাস্তবায়নের উপর নজর রাখে। সম্প্রতি আর্জেন্টিনার লা প্লাটা সিটির ন্যাশনাল ইউনিভার্সিটিতে এক বইয়ের মোড়ক উন্মোচন হল, যার শিরোনাম “দরজায় লাথি মার। লিঙ্গ, কারাবাস এবং বিচারের পাওয়ার অধিকারঃ বুয়েন্স আইরেস প্রদেশে সন্তান সহ নারী কারাবন্দীরা”। এই কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়েছে:

Entre las conclusiones a las que arribó el equipo, subrayan que los jueces legitiman la violencia de género, que solo consideran a las mujeres en tanto madres, y que legitiman la presencia de niños y niñas encarcelados.

এই দলটি এই বিষয়ে যে উপসংহার টেনেছে তাতে তারা জোর দিয়েছে যে সে সমস্ত বিচারক নারী নির্যাতনকে বৈধ করে তোলে, যারা কেবল নারীকে মা হিসেবে বিবেচনা করে এবং কারাগারের মত জায়গায় শিশু সন্তান রাখার বিষয়টির বৈধতা প্রদান করে।

এট্রা পাম্পারাস নামের ব্লগ কারগারের নারীদের প্রকৃত পরিস্থিতি তুলে ধরেছে:

La violencia de género es posible dentro de lo que conocemos como sistema patriarcal. Entender políticamente al sistema patriarcal nos permite examinar con mayor profundidad el rol que ha venido jugando el Estado ante los casos de violencia de género que terminan en actos ilegales perpetuados por las mujeres. Siempre ausente en las políticas de prevención y detención de la violencia de género, el Estado hace su entrada en la vida de las mujeres cuando puede juzgarlas y castigarlas. 

যাকে আমরা পুরুষতন্ত্র বলছি, সম্ভবত নারী নির্যাতন তার মাঝে অবস্থান করে। পুরুষতন্ত্রের রাজনীতি উপলব্ধি করতে পারলে, বিষয়টি আমাদের রাষ্ট্রের ভূমিকা আরো বেশী যাচাই করার সুযোগ করে দেয় যে নারী অপরাধীদের ক্ষেত্রে নির্যাতন প্রতিরোধে রাষ্ট্র কি ধরনের ভূমিকা পালন করে। এই ক্ষেত্রে রাষ্ট্র সবসময় প্রতিরোধ নীতি এবং নারী নির্যাতন বন্ধে নিজেকে অনুপস্থিত রাখে। যখন নারীদের বিচার এবং শাস্তি দেওয়ার কথা উঠে, কেবল তখন রাষ্ট্র নারীর জীবনে প্রবেশ করে।

জাতিসংঘের প্রক্রিয়রেট অফিস হচ্ছে এমন এক প্রতিষ্ঠান, যার উদ্দেশ্য আর্জেন্টিনার কারাবন্দী ব্যক্তির মৌলিক অধিকার রক্ষা করা, সেটি তাদের বার্ষিক রিপোর্টে ২০১২-এ অপমানকর অনুসন্ধানের সময় যে ধরনের নির্যাতনের অনুশীলন করা হয়, সে সম্বন্ধে লিখেছে:

varias detenidas se vieron obligadas a “sacarse su ropa interior, voltearse y abrirse las nalgas con ambas manos para que el personal penitenciario las observe”. Ello sucedió momentos previos a que las detenidas concurriesen a una actividad académica en la Universidad de Buenos Aires. Varias detenidas desistieron de la salida para evitar este tipo de medidas ultrajantes, incluso una de ellas fue sancionada por negarse a ser revisada en el modo anteriormente mencionado.

sগ্রেপ্তারকৃত বেশ কয়েকজনকে তাদের আন্ডারওয়ার খুলে ফেলতে বাধ্য করা হয়, তাদেরকে মুখ ঘুড়িয়ে উল্টো দিকে দাঁড়াতে বলা হয় এবং নিজেদের দুই হাত দিয়ে নিজেদের নিতম্বের কাপড় খুলে ফেলতে বলা হয়, যাতে কারাগারে কর্মীরা সেগুলো পর্যবেক্ষণ করতে পারে। বুয়েন্স আইরেস বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার আগে আটককৃত নারীদের ক্ষেত্রে এই ঘটনা ঘটে। এই ধরনের নিন্দনীয় অনুসন্ধান পরিমাপকের কারণে বেশ আটকৃত বেশ কয়েকজন তাদের এই ভাবে বাইরে যাওয়ার বিষয়ট প্রত্যাহার করে নেয়। উপরোল্লিখত ভাবে যাচাই করার বিষয়টি প্রত্যাখান করা একজনকে শাস্তি প্রদান করা হয়েছিল।

দি সেন্টার ফর লিগাল এবং সোশ্যাল স্টাডিজ (সিইএলএস)-এর কারাগারে নারী নামক অনুসন্ধান বিশ্লেষণ করেছে যে আর্জেন্টিনায় নারী কারাবন্দীদের যে শুধু অসহনীয় পরিস্থিতির মধ্যে দিয়ে যেত হয় না, সাথে নিয়মিত রূপে নির্মমভাবে তাদের অধিকার লঙ্ঘন করা হয়, যেমনটা ঘটনার শিকার ব্যক্তিরা বলেছেন। আর এই সকল ঘটনাপ্রবাহের রাজনৈতিক এবং নৈতিক দায়িত্ব গ্রহণ করা রাষ্ট্রের উপর বর্তায়:;

La investigación describe minuciosamente todas las violencias, abusos y vulneración de derechos que sufren las presas, así como las gravísimas consecuencias que su encierro provoca en cuanto al desmembramiento de sus hogares y al desamparo de sus hijos. Ello, con el objetivo de abrir un debate que involucre tanto al poder legislativo como al judicial y al ejecutivo, en el marco del cual se evalúen alternativas menos nocivas que el encierro carcelario. Si pese a todo deciden no revertir la situación, ya no podrán alegar desconocimiento de la situación para no asumir la responsabilidad política y ética de sus consecuencias.

এই গবেষণা বিস্তারিত ভাবে নির্যাতন, নিষ্ঠুরতা এবং অধিকার ক্ষুণ করার ঘটনা বর্ণনা করেছে, যে সমস্ত যন্ত্রণা কারাবন্দীরা সহ্য করে থাকে এবং এর নাটকীয় প্রভাব হচ্ছে এই যে কারাবন্দীত্বর ফলে তারা তাদের গৃহ থেকে পরিত্যাক্ত হয় এবং তাদের শিশুরা অসহায় অবস্থায় পতিত হয়। এক বিতর্ক শুরু করার উদ্দেশ্যে আইন, বিচার এবং শাসন বিভাগকে-এর সাথে যুক্ত করে হয়েছে,আর বিষয়টি হচ্ছে কাঠামোগত ভাবে কারাবন্দীর চেয়ে কম ক্ষতিকর এক বিকল্পকে মুল্যায়ন করা। যদি তারা এই ধরনের পরিস্থিতি পাল্টে ফেলার সিদ্ধান্ত কোনদিন গ্রহণ না করে, তাহলে তারা সামনে আর দাবী করতে পারবে না যে রাজনৈতিক এবং নৈতিক দায়িত্ব এড়িয়ে যাবার কারণে এই বিষয়টি উপেক্ষিত হয়েছে।

গ্লোবাল ভয়েসেস-এর বিশেষ কাভারেজঃ গৃহে এবং বিশ্বে নারী নির্যাতন প্রতিরোধের ১৬ দিন

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .