কিরগিজস্তানে ছদ্ম বধূ- অপহরণ

বধূ-অপহরণ অনুশীলন বন্ধ করার লক্ষ্যে সুশীল সমাজের প্রচেষ্টায় সম্প্রতি দেশটিতে অপহরণকারীর কঠোর শাস্তি আরোপ করা সত্ত্বেও শতবর্ষ ধরে চলে আসা এই ঐতিহ্য এখনো কিরগিজস্তানে ব্যাপকভাবে অনুশীলন করা হচ্ছে। ব্লগার ইলিয়া কারিমজানভ সম্প্রতি কিরগিজস্তানের রাজধানী বিশকেক-এ, এক তরুণীর ছদ্ম-অপহরণের বিষয়ে লিখেছে:

যদিও সে [মেয়েটি] সাহায্যের আবেদন জানাচ্ছিল এবং [যে অপহরণকারী-ভূমিকায় অভিনয় করছিল] সে সুস্পষ্টভাবে অবৈধ ও কঠোর আচরণ করছিল, কিন্তু তারপরেও কোন একজন ব্যক্তি উক্ত [মেয়েটির] সাহায্যে এগিয়ে আসেনি অথবা পুলিশ ডাকেনি…বেশ কয়েকজন তরুণ কৌতূহলের সাথে ঘটনাটি অবলোকন করে, এর মধ্যে কয়েকজন আলাপ করছিল: কি হচ্ছে? [বধূ অপহরণ]? এর মানে একটা বিয়ের ঘটনা ঘটতে যাচ্ছে!”

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .