সৌদি আরব: যৌন আবেদনময়ী নারীপোষাক বিক্রি হচ্ছে

সুরক্ষিত দরজার ভেতর ভারী পর্দার নীচে থাকলেও যখন বেডরুমের জন্যে পোষাকের প্রশ্ন আসে তখন কিছু সৌদি মহিলাকে বেশ খোলামেলাই মনে হয়। ব্লগার এনজিন্ঘা কিছু ছবির মাধ্যমে আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে এই রক্ষনশীল রাজতন্ত্রের দেশে মহিলারাও যৌন আবেদনময়ী পোষাক পড়তে পারে:

ছবি: এনজিন্ঘা

এ সম্পর্কে যুক্তি দেখাতে এনজিন্ঘা ব্যাখ্যা করছে যে সৌদি আরবের অনেক কিছুই খালি চোখে দেখা যায় না:

“সৌদি আরবের সমাজের সাধারন যে চিত্র সবার কাছে রয়েছে তা হচ্ছে এটি অতি রক্ষনশীল, এবং এই চিত্রটি কিছু এলাকার জন্যে সঠিকভাবে প্রযোজ্য। কিন্তু যখন আপনি প্রকৃতপক্ষে এখানে বসবাস শুরু করেন তখন জানবেন যে এর ভেতরে কি ঘটছে, গোপনে ও সবার সামনে। আপনি তখন জানবেন যে সৌদি আরবে বসবাসরতরা প্রকৃতপক্ষেই তেমন রক্ষনশীলভাবে জীবনযাপন করে না। এটি প্রকট বিদেশীদের বহুগামীতার পার্টিগুলোতে, সমকামী বিবাহ, সুন্দরী প্রতিযোগীতা বা ক্রসড্রেসিং ফ্যাশন প্যারেড প্রভূত ঘটনাবলীতে। এই ধরনের কিছু ঘটনায় পুলিশ হস্তক্ষেপ করে কিন্তু এর বেশীরভাগই চলতে থাকে এবং জনগন ফিসফিস করে এগুলোর কথা বলে।”

এরপর তিনি আমাদেরকে কিছু যৌনআবেদনময়ী মেয়েদের পোষাক এর জন্যে কেনাকাটার অভিযানে আমাদের নিয়ে যান তার হাস্যরসাত্মক লেখার মাধ্যমে:

“যৌনআবেদনময়ী হতে হলে সব সময়ই তেমন খোলামেলা হতে হয় না, অল্প কিছু আনন্দ অথবা কিছু ছোটখাট মজাতে শোবার ঘরের মুড পাল্টে যেতে পারে। কিন্তু, আবারও, ভারী পর্দার নীচে থাকা মেয়েরা সৌদি আরবের সংরক্ষণশীল সমাজে সহজভাবেই যৌনআবেদনময়ী হবে না ও মজা করতে পারবে না এমন নিশ্চয়ই সবাই ভাবে? পুনরায় ভাবুন! সম্প্রতি আমি বোনের সাথে “ওহ লা লা” নামে একটি স্থানীয় পারিবারিক শপিং মলে গিয়েছিলাম। সেখানে একটি পুরষ কর্মচারীর উপস্থিতিতে দোকানে ঝুলছিল এই যৌনআবেদনময়ী পোশাকটি।”

আরও পোষাকের ছবির জন্যে উপরের লিন্কটি ক্লিক করুন।

8 টি মন্তব্য

  • I was in KSA for a long period and I have a lot of experince about their society.Thank you for taking such an initiative ,so that we everybody can know about actual situation of KSA.

  • fahim

    asole sex sobari ache, kintu kotha hocche. ki kivabe korse? kew potthe ghate, kew parke, kew abar potitaloy, kew husband er sathe. too konta valo, setaa beche nawer diatto amder.
    islam to husbnd er sathe sex ban kore ni, islam prokasse sex ban korse, sexy dress o ban korse, tai na?
    jodi amr kono vul theke thake, sudhre deben.
    ami asole jetuku bujhi setuku likhlam, vul thakte par a.
    S A bole j sekhankar sobie innocent ta to bola jabe na. tarao manus, writer er assumption eo kichu vul ache bole amar mone hocche.

  • jakaria

    ami bohu bosor jabot dammam asi. amader desher manush jany jy soudi ra pak desher manush. saudi market a jy sob ladis dress sale hoy ba sajaya raky ai gula amader bangladesha ababy bikri hoby ba sajaya rakby ta kolpoinao kara jay na.

  • অসভ্য

    কতোটুকো সত্য আর কতোটুকো অতিরন্জিত জানি না,সৌদি ফেরত অনেকের রেফারেন্স দিয়ে মানুষ বলে থাকে,আরবের মেয়ের বাড়ির বাহির যতোটা পর্দা করে,ঠিক বাড়ির মধ্যে নাকি নারীরা নারীর অনেক খোলামেলা অবস্থায় থাকে,আর ঐ খানে নাকি অন্য পুরুষ থাকে না,এটা নাকি ইউরোপিয়ানদের থেকেও,এগুলো আমার কাছে শোনা গল্প কিন্তু সত্যতা জানতে চাই।কতোটুকো সত্য এবং এদের পরিমান কতোটুকো সেটা আশা করি জানাবেন।

  • that is really sad news for islamic content.

  • রমজান অালী

    *অাসলে কি সৌদী সমন্ধে অামরা কিচ্ছু এতো জানানা তবে এই কথা বলব এটা যে কত ন্যাকেট দেশ এর তুলনায় ইউরোপ, বাংলাদেশ অনেক ভালো।

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .