মায়ানমার: অঙ সান সু কির জন্মদিনে শুভেচ্ছা

মায়ানমারের অনেক ব্লগার বিরোধী দলীয় নেত্রী মাননীয়া অঙ সান সু কির ৬২তম জন্মদিন (১৯শে জুন ২০০৭) উপলক্ষে তাদের শুভেচ্ছা পাঠিয়েছে।

বহু বছর ধরে মায়ানমারের জনপ্রিয় গনতন্ত্রকামী নেত্রী নোবেল পুরস্কার বিজয়ী অঙ সান সু কি গৃহবন্দী অবস্থায় তার জন্মদিন উদযাপন করছেন। প্রতি বছরই তার মুক্তির জন্যে প্রচুর লোক আশা প্রকাশ করে থাকে কিন্তু এখন পর্যন্ত তাদের আশার বাস্তবায়ন হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক যে দেশের গনতন্ত্রের জন্য তার প্রতিরোধ ও যন্ত্রনাভোগ বছরের পর বছর দ্বীর্ঘায়িত হচ্ছে। তার এই অধ্যবসায় এবং অবিরাম প্রচেষ্টা দেশের অগনিত তরুনের শ্রদ্ধা অর্জন করেছে।

aung_san_suu_kyi.jpg

অঙ সান সু কি (ছবি স্টিভেন ব্রুকস)

অনেক ব্লগারই কবিতা, গদ্য, শুভেচ্ছা ইত্যাদির মাধ্যমে তার প্রতি সমর্থন জানিয়েছে। নিন্মে উল্লেখযোগ্য পোষ্টগুলির একটি তালিকা দেয়া হলো:

কবিতা:

শুভেচ্ছা:

গদ্য:

এটা বেশ কৌতুহল উদ্দীপক ছিল দেখা যে লোকজন তাকে বিগত বছরগুলোতে কিবাবে সম্বোধন করেছে। তাকে লোকে মায়নমারের কন্যা, আশার কন্ঠ, নেত্রী(দ্য লেডী) এবং অন্য অনেক প্রশংসামুলক সম্বোধন করেছে। এই ৬২তম জন্মদিনে অনেক ব্লগার তাকে দেশমাতা নামে ডেকেছে।

aung_san_suu_kyi_house.jpg

৫৪ বিশ্ববিদ্যালয় সড়ক ইয়াঙুনে অঙ সান সু কির বাড়ী (ছবি স্টিভেন ব্রুকস)

ইতিমধ্যে বার্মানেট রিপোর্ট করেছেন যে জন্মদিনের উৎসবকে নিয়ন্ত্রন করার জন্যে তার বাসার আশে পাশে বিশেষ অতিরিক্ত নিরাপত্তার আয়োজন করা হয়েছে:

তিনজন এন এল ডি সদস্য যারা জন্মদিনের উৎসবে এসেছিলেন তাদের গ্রেফতার করা হয়েছে। রেঙুনে অবস্থানরত সুত্রগুলো জানায় সু কি'র বাসার চারিদিকে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে এবং গত সোমবার থেকে তার বাসার রাস্তার আশেপাশে কাঁটাতারের বেড়া বসানো হয়েছে।

টিন্ট টিন্ট, একজন এন এল ডি সদস্য জানাচ্ছেন মান্দালয় প্রদেশের শোয়েবোতে সামরিক বাহিনি সমর্থিত একদল লোক কর্তৃক অন্যান্য এন এল ডির সদস্যদের হুমকি প্রদান করা হয়েছে। তারা এন এল ডি অফিসে পাথর ছুড়েছে এবং মটর সাইকেলের চাকা নস্ট করার জন্যে লোহার কাঁটা রাস্তায় ছড়িয়েছে।

নেত্রী (দ্য লেডী), এইসব শুভেচ্ছা ও প্রার্থনার মাঝে আপনার একটি শান্তিপুর্ন জন্মদিন পালিত হউক।

- মে নিন ফিউ

2 টি মন্তব্য

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .