৩৩ বছর পর যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে কিউবা বাদ

Plaza de la Revolución. Photo taken from Mark Scott Johnson licensed by CC BY 2.0

রেভিউলেশন প্লাজা। ছবি তুলেছেন মার্ক স্কট জনসন। সিসি ২.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।

গত শুক্রবার যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সন্ত্রাসবাদে মদদদাতা রাষ্ট্রের তালিকা থেকে কিউবাকে বাদ দিয়েছে। এর ফলে দুদেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্র দফতরের ভাষ্য মতে:

In December 2014, the President instructed the Secretary of State to immediately launch a review of Cuba’s designation as a State Sponsor of Terrorism, and provide a report to him within six months regarding Cuba’s support for international terrorism. On April 8, 2015, the Secretary of State completed that review and recommended to the President that Cuba no longer be designated as a State Sponsor of Terrorism.

Accordingly, on April 14, the President submitted to Congress the statutorily required report indicating the Administration’s intent to rescind Cuba’s State Sponsor of Terrorism designation, including the certification that Cuba has not provided any support for international terrorism during the previous six-months; and that Cuba has provided assurances that it will not support acts of international terrorism in the future. The 45-day Congressional pre-notification period has expired, and the Secretary of State has made the final decision to rescind Cuba’s designation as a State Sponsor of Terrorism, effective today, May 29, 2015.

The rescission of Cuba’s designation as a State Sponsor of Terrorism reflects our assessment that Cuba meets the statutory criteria for rescission. While the United States has significant concerns and disagreements with a wide range of Cuba’s policies and actions, these fall outside the criteria relevant to the rescission of a State Sponsor of Terrorism designation.

২০১৪ সালের ডিসেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট কিউবার রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিষয়টি পুনর্বিবেচনার নির্দেশ দেন। এবং ৬ মাসের মধ্যে কিউবা আন্তর্জাতিক সন্ত্রাসবাদে সমর্থন দিয়েছে কিনা তা খতিয়ে দেখতে বলেন। এর প্রেক্ষিতে ২০১৫ সালের ৮ এপ্রিল মার্কিন পররাষ্ট্র দফতর প্রেসিডেন্টকে জানায়, কিউবা আন্তর্জাতিক সন্ত্রাসবাদে মদদ দেয়নি।

সে অনুযায়ী প্রেসিডেন্ট কংগ্রেস কাছে সন্ত্রাসে মদদদাতার রাষ্ট্রের তালিকা থেকে কিউবার নাম বাদ দেয়ার অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি কংগ্রেসকে এও জানান, গত ৬ মাসে কিউবা সরকার কোনো ধরনের আন্তর্জাতিক সন্ত্রাসবাদে সহযোগিতা করেনি। তাছাড়া ভবিষ্যতে কিউবা আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ডে সহযোগিতা না দেয়ার নিশ্চয়তা দিয়েছে, সেটাও জানান। কংগ্রেসে ৪৫ দিনের প্রাক-বিজ্ঞপ্তি সময়সীমা শেষ হওয়ার পরেই পররাষ্ট্র দফতর সন্ত্রাসের মদদদাতা রাষ্ট্রের তালিকা থেকে কিউবাকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়, যা আজ ২৯ মে ২০১৫ সাল থেকে কার্যকর হয়েছে।

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেয়ার মতো কিছু মানদণ্ড কিউবা পুরণ করতে পেরেছে। আর সেটার মুল্যায়ন করেই আমরা তালিকা থেকে দেশটির নাম বাদ দিয়েছি। তবে এখনো কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের অনেক বিষয়ে মতপার্থক্য ও নীতিগত বিরোধ রয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .