উইচ্যাট, চীনের ব্যবহারকারীদের বিএমডাব্লিউ-এর বিজ্ঞাপন প্রদর্শন করে না, হয়ত এটি মনে করে চীনারা গরীব

Remix Image originally from Facebook. Labelled for Reuse.

ফেসবুকের মূল ছবিতে কারুকাজ করা হয়েছে। পুনরায় ব্যবহারের জন্য নতুন করে সাজানো হয়েছে।

অনেকে জোর করে প্রদর্শন করা মোবাইল বিজ্ঞাপন অনেক নাগরিককে উদ্বিগ্ন করে। যদি কোন কোম্পানির এই কাজে নিয়োজিত ব্যক্তিরা বিশাল আকারের ডাটা বিশ্লেষণ করে যদি ব্যবহারকারীদের উপযুক্ত বিজ্ঞাপন নির্মাণ করে, তাহলে এই বিষয়টিও ব্যক্তিগত গোপনীয়তা এক হামলার মতও বিষয় হিসেবে অনুভূত হয়।

যখন ২৫ জানুয়ারি তারিখ থেকে উইচ্যাট, এর ব্যবহারকারীদের বন্ধু সমাবেশে বিজ্ঞাপন প্রদান শুরু করে, তখন চীনের বার্তা আদান প্রদান এ্যাপসের কিছু ব্যবহারকারী এর বিএমডাব্লিউ নামক গাড়ির বিজ্ঞাপনে বিরক্ত হয়েছিল, তবে তারা এই কারণে বিরক্ত হয়নি যে এটা অনেকটা দেখতে বাধ্য করা হচ্ছে অথবা এটি অনেক বেশী মানানসই- তারা বিরক্ত হয়েছিল কারণ ব্যবহারকারীর এই বিজ্ঞাপনটি আদৌও দেখতে পাচ্ছিল না। তারা, উইচ্যাটের বিরুদ্ধের নিন্ম আয়ের ব্যবহারকারীদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ আনে, যারা তাদের বিএমডাব্লিউ গাড়ির বিজ্ঞাপনের বদলে স্মার্টফোন অথবা কোকাকোলার বিজ্ঞাপন প্রদর্শন করেছে।

অনেক উইচ্যাট ব্যবহারকারী এক ছড়িয়ে পড়া বার্তার প্রতি তাদের অসন্তোষ প্রকাশ করে, যে বার্তায় এই বিশেষ শ্রেণীর উপযোগী করে বানানো বিজ্ঞাপনের ক্ষেত্রে বিশাল পরিমাণ ডাটার ব্যবহার ব্যাখ্যা করা হয়। এই বার্তাটি ছবির আকারে প্রচার করা হয়েছিল:

據說,微信朋友圈廣告推送是基於大數據分析,通過分析用戶朋友圈語言特性,以及朋友圈圖片內容,涉及到了自然語義理解,以及圖像識別這些人工智能技術,所以名字上是推廣告服務,實際上是對騰訊內部秘密研發已久的人工智能技術的實驗。那麼答案來了,騰訊人工智能對你的識別分類如下:年收入100萬以上,消費力強,收到的是寶馬廣告;買不起 iPhone 6 但買得起小米的,收到的是 vivo 的廣告;連小米,甚至紅米都買不起的,收到的是可口可樂的廣告;而那些喜歡在朋友圈吹水,特別閑的,但沒有收到朋友圈廣告的,微信是在告訴你,沒錢就好好干活,別刷手機了。

তারা বলছে যে ব্যবহারকারীর বন্ধু সমাবেশে ব্যবহার করা ভাষা ও ছবি অধ্যায়ন করে সেখান থেকে প্রাপ্ত প্রচুর পরিমাণ তথ্যকে বিশ্লেষণ করার মাধ্যমে উইচ্যাটের বন্ধু সমাবেশে এই বিজ্ঞাপন প্রদর্শন করা হয়। এই ক্ষেত্রে যে প্রযুক্তি ব্যবহার করা হয় সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এক প্রযুক্তি যা শব্দ ও গ্রাফিক-এর অর্থ উপলব্ধি করতে সক্ষম। এই তথা কথিত বিজ্ঞাপন সেবা প্রদান করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে করা এক পরীক্ষার ভিত্তিতে, যা অনেক আগে [এর মূল কোম্পানি] টেনসেন্টের অভ্যন্তরে বিকশিত হয়েছে। [আর এই বিজ্ঞাপনের বিষয়ে] উত্তরটা ছিল এই রকমঃ যাদের বার্ষিক আয় এক মিলিয়ন ইউয়ান [প্রায় ১৫০,০০০ মার্কিন ডলার] বা তারা বেশী, তাদের কাছে বিএমডাব্লিউ-এর বিজ্ঞাপন পাঠানো হয়েছে; যারা শিয়াও মি [স্থানীয় মোবাইল ব্র্যান্ড] কিনতে সক্ষম, তারা ভিভোর [একটি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান] বিজ্ঞাপন পেয়েছে; আর এমনকি যারা শিয়াও মিও অথবা রেড মি-এর মত ব্র্যান্ডের মোবাইল কিনতে অক্ষম, তাদের জন্য ছিল কোকাকোলার বিজ্ঞাপন। যাদের বন্ধু সমাবেশে সময় কাটানোর সময় ছিল কিন্তু কোন বিজ্ঞাপন তাদের নজরে আসেনি, তাদের জন্য আসলে উইচ্যাটের বার্তা হচ্ছে অনেকটা এরকম, যদি টাকা না থাকে তাহলে কঠোর পরিশ্রম কর, নিজের ফোনের সময়সূচি সতেজ করে সময় নষ্ট করো না।

টুইটার সদৃশ্য ওয়েবো ব্যবহারকারী “আওয়ার হুই ঝাও” ( (@我们的惠州), তাদের মধ্যে একজন যে এই আশায় তার সময়সূচি সবসময় তাজা করে রাখছিল যদি সেখানে কোন এক সময় বিএমডাব্লিউ-এর বিজ্ঞাপন উঁকি মারে:

心塞,刷了一天的朋友圈都没收到宝马广告……原来盆友圈这么讲究,果然我这种没收入的被歧视了

সারাদিন ধরে বন্ধু সমাবেশের সময়সূচি তাজা রাখতে রাখতে এখন প্রায় অসুস্থ হবার জোগাড় কিন্তু এখনো আমি বিএমডব্লিউ-এর বিজ্ঞাপনের নাগাল পেলাম না…বন্ধু সমাবেশের বিজ্ঞাপন আসলে মার্জিতদের জন্য এবং যাদের আয় আমার মত নয়, তাদের সাথে আমরা বৈষম্যে শিকার হলাম।

মা উইউই (@马薇薇不算是昵称吧) নামক ভদ্রমহিলা তার উইচ্যাটের বন্ধু সমাবেশের সময়সূচিতে কোন বিএমডাব্লিউ-এর বিজ্ঞাপন দেখতে পায়নি। ওয়েবোতে সে ব্যঙ্গাত্মকভাবে মন্তব্য করেছে:

据说今天微信朋友圈已经开始推广告了,没有看到任何广告的我,表示被聊天软件歧视了!没有宝马,没有手机,连他妈可乐都没见到——作为朋友圈唯一的段子手,仅存的不晒饭局不晒衣服不做代购的业界良心,我感受到了电子商务对我深深的恶意

তার বলছে যে আজ উইচ্যাট বন্ধু সমাবেশে বিজ্ঞাপন প্রদর্শন করা শুরু করেছে। কোন বিজ্ঞাপন দেখতে না পারা একজন হিসেবে আমি নিজেকে এই এ্যাপসের এক বৈষম্যের শিকার বলে মনে হচ্ছে। না বিএমডাব্লিউ-এর বিজ্ঞাপন, না স্মার্টফোনের বিজ্ঞাপন, এমনকি কোণ কোকাকোলার বিজ্ঞাপনও নয়-যেন আমার বন্ধু সমাবেশের একমাত্র গল্প কথক যে আসলে তার ঠাঁট বাট প্রদর্শন করতে অক্ষম এবং যে অনলাইন বিক্রয় কার্যক্রমে অংশ গ্রহণ করেনি। আমি অনুভব করলাম ইন্টারনেট ব্যবসায় আমার প্রতি বৈরী আচরণ করা হয়েছে।তার বলছে যে আজ উইচ্যাট বন্ধু সমাবেশে বিজ্ঞাপন প্রদর্শন করা শুরু করেছে। কোন বিজ্ঞাপন দেখতে না পারা একজন হিসেবে আমি নিজেকে এই এ্যাপসের এক বৈষম্যের শিকার বলে মনে হচ্ছে। না বিএমডাব্লিউ-এর বিজ্ঞাপন, না স্মার্টফোনের বিজ্ঞাপন, এমনকি কোণ কোকাকোলার বিজ্ঞাপনও নয়-যেন আমার বন্ধু সমাবেশের একমাত্র গল্প কথক যে আসলে তার ঠাট বাট প্রদর্শন করতে অক্ষম এবং যে অনলাইন বিক্রয় কার্যক্রমে অংশ গ্রহণ করেনি। আমি অনুভব করলাম ইন্টারনেট ব্যবসায় আমার প্রতি বৈরী আচরণ করা হয়েছে।

“বৈষম্য আরোপের” জন্য বড় আকারের ডাটা ব্যবহারের ক্ষেত্রে চীনা নেট নাগরিকদের সমালোচনার বিষয়টি বেশ কৌতূহল তৈরী করে, যেখানে তাদের পশ্চিমের সহযোগীরা তাদের এই সমালোচনায় কণ্ঠ মেলায় যখন ব্যবহারকারীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। চীনের ক্ষেত্রে, সকল অনলাইন একটিভিস্টদের উপর নজর রাখা হয়। ভার্চুয়াল এই কারা প্রহরার মাঝে, বন্দীরা তাদের উপর করা নজরদারির বিরুদ্ধে কথা বলতে পারে না, কিন্তু যদি তাদের উপর কোন এক ভাবে তাদের পর্যবেক্ষণে রাখা হয়, সেই ক্ষেত্রে অন্তত তারা সমান অধিকার দাবি করতে পারে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .