ফ্রান্সের শার্লি হেবদো এবং ইকুয়েডোরের বোনিল-এর মধ্যে তুলনা

charlie_hebdo_1

শার্লি হেবদোর সাংবাদিকদের হত্যার ঘটনা কার্টুনিস্টদের মত প্রকাশের স্বাধীনতা নিয়ে এক বিতর্ক উসকে দিয়েছে এবং এখন বিভিন্ন দেশে কার্টুনিস্টরা যে সকল যন্ত্রণায় পতিত হচ্ছে সে সকল পরিস্থিতি এবং সেখানকার সেন্সরশিপের মূল্যায়ন করা হচ্ছে।

#জোসুইশার্লি নামক জনপ্রিয় টুইটার হ্যাশট্যাগ শার্লি হেবদোর বেদনাদায়ক ঘটনার নিন্দা জানিয়ে বিশ্ব জুড়ে কার্টুনিস্টদের প্রতি সকল ধরনের নির্যাতনের বন্ধের প্রস্তাব করেছে। ইকুয়েডোরের কার্টুনিস্ট হ্যাভিয়ার বোনিলা (যে বোনিল নামে পরিচিত)–এর সমর্থনে ধারাবাহিক কিছু টুইট করা হয়েছে যে তার গুরুত্বপূর্ণ মতামত প্রদর্শনের জন্য তার আঁকা ছবি ব্যবহার করে থাকে এবং দেশটিতে এগুলো ব্যাঙ্গাত্মক কার্টুনের উদাহরণ হয়ে রয়েছে।

বোনিলের একটি কার্টুনঃ আমরা সকল কিছু পেয়ে গেছি… গুপ্তচরবৃত্তিতে অভিযুক্ত হওয়া…

ফ্রান্সের ঘটনার সাথে বোনিলের অবস্থান তুলনা করে কয়েকটি টুইটে তার বিরুদ্ধে আনা অভিযোগের ঘটনাটি স্মরণ করেছে।

গত বছর বোনিল–এর বিরুদ্ধে আভিযোগ আনা হয় এবং ইকুয়েডোরের সুপারনেটেন্ডেন্সি অফ কমিউনিকেশন (তথ্য বিভাগ বা সুপারকম)–এর মতে তার আঁকা এই ব্যাঙ্গ কার্টুন সঠিক ঘটনার ভিত্তিতে তৈরী করা হয়নি, এই কারণে বোনিলকে সেটিতে পরিবর্তন আনতে হয়।

বোনিল তার কার্টুনে এঁকেছিল যে একদল পুলিশ কর্মকর্তা বিরোধী দলের এক নেতা গৃহে অভিযান চালাচ্ছে, যাদের সাথে রয়েছে কম্পিউটার। এর শিরোনাম ছিল “দূর্নীতির অভিযোগ”।

রাষ্ট্রপতি রাফায়েল কোরেয়া এই অভিযানের বিষয়ে আঁকা ছবি নিয়ে তার প্রবল প্রতিবাদ জানান এবং তিনি বোনিলকে তা প্রমাণ করার জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।

বোনিল এবং অন্য সব বিতর্কিত কার্টুনিষ্টদের রাষ্ট্রপতি কোরেয়া যে ভাষায় বর্ণনা করেন, তার একটি আন্দ্রেয়া আর-এর করা এক টুইটে উল্লেখ করা হয়েছে।

মাশি (কোরেয়া), কার্টুনিস্ট বোনিলকে কলম দিয়ে খুন করা এক ঘাতক অভিহিত করেছে এবং তার কার্টুনের জন্য তাকে মূল্য প্রদানে বাধ্য করেছে। ইকুয়েডোরেও আমাদের শার্লি হোবদোর মত সমস্যা রয়েছে।

এমনকি এখানে অনেকে এই ধরনের কল্পনা করেছে যে শার্লি হেবদোর অফিস যদি ইকুয়েডোরে থাকত তাহলে কি ঘটত।

কল্পনা করুন যদি ইকুয়োডোরে শার্লি হেবদোর সাথে, লে মোরদাজা, সুপারক্যান৮এ, এল রোমপেদিয়ারেস, আলভারদোস এবং মেন্টাল জাস্টিসের মত সাপ্তাহিক রম্য পত্রিকা থাকত।

আমি মনে করি বোনিল যদি শার্লি হেবদোর মত কার্টুন আঁকত, তাহলে তাকে কিছুটা সময় কারাগারের অতিবাহিত করতে হত।

এদিকে বোরিস মান্তিলা ইকুয়েডোরে শার্লি হেবদোর প্রভাবের বিষয়টি মূল্যায়ন করেছে এবং সিএনএন-এর নেওয়া হ্যাভিয়ার বোনিলার একটি সাক্ষাৎকারের লিঙ্ক যুক্ত করেছে।

রাজনৈতিক প্রতিশোধ পাল্টা আঘাতের দিকে ঠেলে দেয়, যেমন বোনিল, শার্লি হেবদো, এখানে টুইটে তার সাক্ষাৎকারের একটি লিঙ্ক রয়েছে।

ইকুয়োডোরে মত প্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য ব্যবহারকারীরা খানিকটা সময় ব্যয় করেছেন। 

কিন্তু বিষয়টি সত্যিকার অর্থে সমর্থনযোগ্য যখন বোনিলের উপর নিষেধাজ্ঞা জারি করা হল! যে কোন ভাবে মত প্রকাশের স্বাধীনতা রক্ষার বিষয়টি এমনকি বৈধ।

এই বেদনাদায়ক আক্রমণ কেবল তাদের কলমের সৃষ্টিশীলতাকে জোরালো করবে। প্রিয় অঙ্কিত বিদ্রূপ শিল্প বোনিলকে এক উষ্ণ আলিঙ্গন!!

অনেকে রাষ্ট্রপতি কোরেয়ার বিবৃতির জোরালো নিন্দা জানিয়েছে, যেমনটা রাষ্ট্রপতির কর্মকাণ্ড অপছন্দ হলে বোনিল যে কাজটি করে থাকে।

রূঢ় প্রকৃতির কোরেয়া, যে তারিফ করে, আবার কার্টুনিস্ট বোনিলের পেছনে লাগে এবং তার নিন্দা করে।

এবং দ্রুত এর জবাব চলে আসে রোমান মাসাপোন এবং সান্টি সেরানো নীচের মন্তব্যটি করেছেন:

 না, হে বন্ধু, বোনিলের কার্টুনের প্রতি কোরেয়ারা প্রতিক্রিয়ার ঘটনা শার্লিহেবদোর সাথে তুলনীয় নয়, কারণ উভয় ঘটনার মধ্যে কোন মিল নেই।

বোনিলের সাথে এর তেমন তুলনা করা যায় না, নিম্ন রুচির জন্য বোনিল সমালোচিত, তার কলম শঠ, সে করে মিথ্যাচার এবং তার রয়েছে প্রচণ্ড রকম রাজনৈতিক পক্ষপাতিত্ব।

সুপারকম (তথ্য বিভাগ) ১৬ জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া বোনিলের শুনানী স্থগিত করে সেটির দিন ৯ ফেব্রুয়ারি ধার্য করেছে।

কার্টুনিস্ট বোনিল এই তারিখ পরিবর্তনের বিষয়টি তার টুইটারে ঘোষণা করে:

গত নভেম্বর সুপারকম বোনিলের বিরুদ্ধে আনা আফ্রো–ইকুয়েডোর নামক সংগঠনের অভিযোগ গ্রহণ করে, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে আগস্টিন ডেলগাডোর প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .