খাবারোভস্ক বিমানবন্দরের লোগো দারুণ জনপ্রিয়, আর এটা হচ্ছে একটা উড়ন্ত ভালুক

Images mixed by Kevin Rothrock.

ছবি সম্পাদনা কেভিন রথরকের

রাশিয়ার খাবারোভস্ক বিমানবন্দরের জন্য তৈরী করা এক নতুন লোগো রুনেটইকোর স্যোশাল মিডিয়া ব্যবহারকারীদের মাঝে দারুণ আলোড়ণ তুলেছে। কারণ এই লোগোতে উড়ন্ত এক ভালুকের ছবি রয়েছে।

অনেকটা আকস্মিকভাবে ভাবে ইন্টারনেট ব্যবহারকারীরা খাবারোভস্ক বিমানবন্দরের লোগো আবিষ্কার করে ( খাবারোভস্ক রাশিয়ার দূর প্রাচ্যের এক আন্তর্জাতিক কেন্দ্র)। এদিকে বিমানবন্দর নিজস্ব ওয়েব সাইটে নতুন ডিজাইন করা লোগো দেখা যাচ্ছে না বা এই বিষয়ক তাজা সংবাদ নেই। কয়েকজন ব্যক্তি এক হকি প্রতিযোগতার ওয়েবসাইটে এর স্পনসরকারী প্রতিষ্ঠানের সারিতে এই লোগো আবিষ্কার করে। একবার যদি লোগোকে চোখে দেখা যায়, তাহলে আর একে ভোলা যায় না। এই লোগোর কেন্দ্রে রয়েছে এক সাদা ভালুক যে নীল আকাশে উড়ে বেড়াচ্ছে।

খাবারোভস্ক বিমানবন্দরের নিজস্ব লোগো, এটা কোন রসিকতা নয়।

সাধারণত যে ভাবে রুনেটইকো তার প্রতিক্রিয়া প্রদর্শন করে- সেই ফটোশপের কারসাজির মাধ্যমে লোগো বিষয়ক তার প্রতিক্রিয়া প্রদর্শন করেছে।

সুস্পষ্টরূপে!

ভালুক হচ্ছে রাশিয়ার প্রতীক এক চরিত্র, বিশেষ করে এই প্রাণীটিকে স্বয়ং দেশটির সাথে সম্পৃক্ত করে দেখা হয়। তাই এটা কোন বিস্ময়কর ঘটনা নয় যে, নতুন এই লোগোর বৈচিত্র্য অসীম।

"Watch out!"

সাবধান, নজর দিন!

ধারণা অনুসারে এই লোগো নিয়ে যে সব ফটোশপের কারসাজি করা হয়েছে সেগুলোর বেশীর ভাগ প্রায়শ রুশ সংস্কৃতির গতানুগতিক বিষয়কে তুলে ধরে, যেমন উশাঙ্কা নামের শীতকালীন টুপি, বালালাইকা, এবং বুঝতেই পারছেন, ভদকা।
1422450016710

ভদকা নিয়ে করা কাজটি মনে হচ্ছে বেশ জনপ্রিয় হয়েছে। 
B8cnwi-CcAMWck9

"The Khabarovsk Duty Free."

“খাবারোভস্ক ডিউটিফ্রি দোকান”

এই বিষয়ে বেশ কিছু ফটোশপের কাজ রায়েছে, যার বিষয়বস্তু হচ্ছে খেলা, সেখানে ফিগার স্কেটের নানান ভঙ্গিমায় লোগোর এই ভালুককে তুলে ধরা হয়েছে, এবং একটি লোগো হচ্ছে খাবারোভস্ক সার্কাসের।  
14224453322456

Khabarovsk Circus.

“খাবারোভস্ক সার্কাস”

নিঃসন্দেহে কিছু চিরায়ত মীমের (ইন্টারনেট রসিকতা) মাঝে এই লোগো বসিয়ে সেগুলোর নতুন করে সাজানো হয়েছে।  
14224494181817

14224420009788

নীচে যে সবুজ বিকল্প লোগো আঁকা হয়েছে সেটিকে দাগেস্তানের মাকাচাকালা বিমানবন্দরের লোগো হিসেবে ভাবা হয়েছে, যেখানে দুটি ভালুক লেজগিনকা নাচ নাচছে, যা উত্তরের প্রচলিত নাচ। উত্তর ককেশাস যখন থেকে রুশ শাসনের অধীনে এসেছে তখন থেকে জনতার সামনে প্রদর্শন করা এই নাচকে তীব্র অসন্তোষ প্রকাশ এবং সংস্কৃতিক ভিন্নতার ক্ষেত্রে এক স্বচ্ছতার প্রতীক হিসেবে তুলে ধরতে, আর এর বিপরীতে রুশরা যাকে আওয়াজ সৃষ্টিকারী এক প্রকাশ্য বিরক্তি হিসেবে দেখে (পরিহাসের বিষয় হচ্ছে, রুশ নাগরিকরাও প্রকাশ্যে গান গাওয়া ও মাঝে মাঝে এরকম নাচ নাচতে ভালবাসে)।

যদিও নতুন কোন লোগো নিয়ে বিদ্রূপ করা রাশিয়ার স্যোশাল মিডিয়ার ব্যাপক প্রচলিত এক বিষয়, ঠিক তার বিপরীতে কোন কোন ব্যবহারকারীর কাছে নতুন এই ডিজাইন দারুণ আকর্ষণীয় লেগেছে, তাতে আমরা ধারণা করতে পারি যে, সম্ভবত বিমান বন্দর যেমনটা আশা করছে এই লোগো তার ক্ষেত্রে সে রকম এক জনসংযোগ ঘটাতে সক্ষম হবে।

কে কি বলল, তাতে আমার কিছু আসে যায় না। খাবারোভস্ক বিমানবন্দরের লোগো আমার দারুণ পছন্দ হয়েছে। সে দেখতে দারুণ মিষ্টি। সে উড়তে পারে। ভালুকটিকে তার মত থাকতে দাও।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .