সৌদি বাদশাহ ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেছে; তার উত্তরসূরি সালমানের বয়স ৭৯ বছর

King Abdulla of Saudi Arabia died today at the age of 90. His photograph appears on all Saudi currency. Photo credit: Amira Al Hussaini

আজ, ৯০ বছর বয়সে সৌদি আরবের বাদশা মৃত্যুবরণ করেছেন। সৌদি সকল নোটে তার ছবি রয়েছে। ছবির কৃতিত্ব- আমিরা আল হোসাইনি।

এক সপ্তাহ ধরে নানান জল্পনা কল্পনার পর আজ [২৩ জানুয়ারি, ২০১৫] ঘোষণা করা হয় যে সৌদি আরবের বাদশা আবদুল্লাহ বিন আব্দুলআজিজ মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর, যিনি দুটি পবিত্র মসজিদের রক্ষক।

২০০৫ সালে, সৎ ভাই ফাহাদ বিন আব্দুল আজিজের মৃত্যুর পর আবদুল্লাহ ক্ষমতায় আসেন, এখন তার উত্তরসূরি হলেন তার অন্য ভাই সালমান বিন আব্দুলআজিজ। আর বর্তমান দেশটির যুবরাজ হল তাদের আরেক ভাই মুকরিন।

এরা সকলে বাদশা আব্দুল আজিজের সন্তান, যিনি ১৯৩২ সালে সৌদি আরব নামক রাষ্ট্র প্রতিষ্ঠাতা, আর সেই থেকে তার উত্তরাধিকারীরা ধারাবাহিক ভাবে সৌদি আরবের সিংহাসনে আরোহণ করে আসছে। আব্দুল আজিজের ৪৫ জন সন্তানের মধ্যে ৩৬ জন টিকে ছিল, যারা বয়সকালে মৃত্যুবরণ করে এবং তাদের সন্তানাদি রয়েছে।

মিশরীয় নাগরিক আমরো আলি এই ইনফোগ্রাফিক তুলে ধরেছে যা প্রদর্শন করছে, ক্রমশ কমে আসতে থাকা এক বয়স্ক প্রজন্ম সৌদি আরবের সিংহাসনে বসার অপেক্ষায় থাকে।

সবসময় বয়স্ক এক প্রজন্ম বাদশার গদিতে বসার অপেক্ষায় রয়েছে। যাদের আর তিনজন এখন অবশিষ্ট রয়েছে।

এই ঘটনায় অনলাইনের নাগরিকরা দ্রুত তাদের সংক্ষিপ্ত মন্তব্য তুলে ধরছে। সৌদি ব্লগার আহমেদ ওমরান উল্লেখ করেছে যে কিভাবে সদ্য বাদশাহী প্রাপ্ত সালমান নতুন অবস্থানের প্রেক্ষাপটে টুইটারে তার জীবন বৃত্তান্তে পরিবর্তন এনেছেন:

বাদশা সালমানের টুইটারের জীবন বৃত্তান্ত পরিমার্জন করা হয়েছে, যেখানে লেখা হয়েছে; বাদশা সালমান, যিনি দুটি পবিত্র মসজিদের তত্বাবধায়ক।

সদ্য পৃথিবী থেকে বিদায় নেওয়া বাদশাহ এবং তার নতুন উত্তরসূরির বয়স নিয়ে বিভ্রান্তি রয়েছে। সংযুক্ত আরব আমিরাত থেকে আব্দুলখালেক আবদুল্লাহ টুইট করেছে:

এই মাত্র সংবাদ পাওয়া গেল। সৌদি আরবের ৯৩ বছর বয়স্ক বাদশা আবদুল্লাহ বিন আব্দুল আজিজ মৃত্যু বরণ করেছেন। এখন নতুন বাদশা হলেন ৮২ বছর বয়স্ক সালমান বিন আব্দুলআজিজ।

বাদশাহ আবদুল্লাহর মৃত্যু সংবাদে অনেকে এতটা ভাল মনোভাব প্রকাশ করেনি। যেমন এই টুইটার ব্যবহারকারী এই মীমটি প্রদর্শন করেছে:

বাদশা আবদুল্লাহ জীবিত আছেন এবং তাকে ঘোড়ায় চড়ে বেড়াতে দেখা গেছে।

কিন্তু এমন অনেক সৌদি নাগরিক রয়েছে যারা সৌদি বাদশাহ-এর মৃত্যুতে শোকার্ত। এই টুইটার ব্যবহার লিখেছে:

আমার চোখ অশ্রুতে ভরে গেছে, তাকে আমি কতটা ভালবাসি তা প্রকাশ করার মত কোন ভাষা আমার জানা নেই!

আরেকজন টুইটার ব্যবহারকারী লিখেছে :

তিনি কেবল এক বাদশাহ ছিলেন না, তিনি ছিলেন জাতির এক নেতা এবং এক পিতা।

আর শোক প্রকাশ চলছে:

আমরা এক পিতাকে হারিয়েছি। আমরা এক অসাধারণ নেতাকে হারিয়েছে। আমরা মানবতার এক বাদশাহকে হারিয়েছি। শান্তিতে ঘুমান বাদশাহ আবদুল্লাহ।

মিশর থেকে দি রক দ্রুত শোক প্রকাশকারীদের এই মিছিলে যোগ দিয়েছে, মিশরকে সাহায্য করার কারণে বাদশাহকে সে ধন্যবাদ প্রদান করছে। :

অসাধারণ এক বাদশাহঃ মিশরের প্রতি আপনার সকল প্রচেষ্টার জন্য আপনাকে ধন্যবাদ। সৌদি আরবের নাগরিকদের জন্য রইল সমবেদনা।

সৌদি বাদশাহ-এর মৃত্যুর সংবাদ তার আত্মার শান্তি কামনা করে হাজার হাজার নাগরিক শোক বার্তা প্রদান করে যাচ্ছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .