নিখুঁত ছবি তোলার দশটি কৌশল

ভাল ছবি তোলা, ঘটনাক্রমে ঘটে যাওয়া কোন বিষয় নয়, এর প্রতি নিজেকে উৎসর্গ করা, এবং সর্বোপরি ঘটনাস্থলের সাথে নিজেকে সংযুক্ত করা জরুরী।

Un niño Masai – fotografía: Laura Schneider, utilizada con autorización

এক মাসাই বালক। ছবি লাউরা স্কিনেডার-এর, অনুমতিক্রমে প্রকাশিত।

জিভির কন্ট্রিবিউটার লাউরা স্কিনেডার, যাত্রা পথে কি ভাবে সেরা ছবি তুলতে হবে তার দশটি কৌশল প্রদর্শন করছে। এখানে তার কয়েকটি তুলে ধরা হল। :

১- ক্যামেরা সাথে নিতে ভুলে না যাওয়া, আর সাথে খেয়াল রাখা যেন মেমোরি কার্ডে যথেষ্ট পরিমাণ মেমোরি থাকে। […]
৫-ফটোগ্রাফির বিষয়ে নোট নেওয়া।
৬- লেন্স যাচাই করা।
৭-সকাল সকাল বিছানা ছেড়ে ওঠা।
৮-হয় এখন, নতুবা কখনো নয়, এমন মনোভাব নিয়ে ছবি তোলা।

লাউরা তার নিজের এক অভিজ্ঞতা তুলে ধরেছে:

Recuerdo cuando fui a Kibera en Kenia, la segunda villa o slum mas grande de África quería fotos naturales, no posadas. Quería que la gente no se esconda con la cámara. Así que me puse una camiseta de fútbol de Argentina. Los niños que había en el lugar se acercaban y me decían: Maradona o Messi y eso me permitía entrar en conversación.

লওরা তার নিজের এক অভিজ্ঞতা তুলে ধরেছে, আমার মনে আছে যখন আমি আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম বস্তি কেনিয়ার কিবেরিয়ায় গিয়েছিলাম, সেখানে আমি স্বাভাবিক ছবি চাইছিলাম, আরোপিত কোন ছবি নয়। আমি চাইনি যে লোকগুলো ক্যামেরার সাথে হারিয়ে যাক। আর তাই আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পড়লাম। সেখানকার শিশুরা আমার দিকে এগিয়ে এলো আর জিজ্ঞেস করলাম, “ম্যারাডোনা নাকি মেসি”, আর এভাবে তারা আমাকে আলোচনা চালিয়ে যাবার সুযোগ দিল।

টুইটারে,আপনারা লাউরাকে অনুসরণ করতে পারেন।

এই প্রবন্ধটি ২৪ নভেম্বর ২০১৪-এ,জিভিতে সোমবারে ব্লগ করা (# লুনেসডেব্লগসজিভি) নামক কর্মসূচির অংশ হিসেবে পোস্ট করা হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .