জু’তুজিল তাজিইইজি ফেসবুক দলে আরো সদস্য যোগ করা

রাইজিং ভয়েসেস অনুদান প্রকল্পের তাজা সংবাদ

Sotaay

যখন থেকে রাইজিং ভয়েসেস প্রকল্পের যাত্রা শুরু, ফেসবুকের এক দলে দক্ষিণ আমেরিকার মায়া ভাষায় লেখা প্রকাশ করার প্রক্রিয়া থেকে জু’তুজিল তাজিইইজি ভাষার ক্রমশ উন্নয়ন ঘটেছে। জুলাই মাসে এই দলে অংশগ্রহণকারীদের কার্যকলাপ বেড়ে যায়, যারা মায়া ভাষায় নিজেদের চিন্তা প্রকাশ করেছে।

প্রাথমিক পর্যায়ে একমাত্র ব্যক্তি যে এই দলে তার কার্যকলাপ তুলে ধরত, তিনি ছিলে সান হুয়ান লে লাগুনা শহরের এক ফেসবুক ব্যবহারকারী,কিন্তু ১৫০জন সদস্যের এই দলের ক্ষেত্রে একজনের অংশগ্রহণকে বলতে হবে খুব স্বল্প মাত্রার অংশগ্রহণ। তবে কাছের শহর যেমন সান পেদ্রো লা লাগুনা,সান পাবলো লা লাগুনা এবং সান্তিয়াগো আতিতলান থেকে অন্য সদস্যরা এখানে যোগ দেওয়া শুরু করে, যারা এখানে তাদের চিন্তা এবং প্রতিদিনের ভাবনা তুলে ধরতে শুরু করে। এখন এই দলের অংশ হিসেবে আমরা ৪০০-এর বেশী সদস্য এখানে রয়েছি।

বিষয়টি বেশ কৌতূহলজনক যে সম্প্রদায়ের উপভাষায় ভিন্নতা বিদ্যমান থাকা সত্ত্বেও,অংশগ্রহণকারী একে অন্যকে বুঝতে এবং যোগাযোগ করতে পারে।

জুলাই মাসে, ব্যবহারকারীরা পোকামাকড়ের ছবি পোস্ট করা এবং এই দলের সদস্যদের জিজ্ঞেস করা শুরুর করে যে মায়া ভাষায় উক্ত প্রাণীর নাম কি। মন্তব্য বিভাগে অংশগ্রহণকারীরা একসাথে মিলে উক্ত পোকামাকড়ের নাম খুঁজে বের করে। উপরের ছবিতে,এক ব্যবহারকারী প্রশ্ন করছে:

¿Naq ruub'ii’ awa’ ja jun juut ri?

এই কীটের নাম কি?

অন্য অনেক ব্যবহারকারী জিজ্ঞেস করছে স্প্যানিশ থেকে মায়া ভাষায় অনুবাদ করার উপায় কি। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এখানে একে অন্যকে সাহায্য করার চেষ্টা করা হয়।

También muchos usuarios que escriben para preguntar sobre la traducción de alguna palabra en español al idioma maya. Con la colaboración de todos siempre se ha logrado ayudar a los demás.

যেন এই সম্প্রদায়ের তরুণরা আরো বেশী ইন্টারনেটে প্রবেশ করতে পারে, সে জন্য আমরা বিভিন্ন ইন্টারনেট ক্যাফেতে গিয়েছি সেগুলোর মালিকের সাথে আলোচনার জন্য যাতে তরুণদের জন্য ইন্টারনেট ব্যবহারের একটা উপায় বের করা যায়, যেখানে তারা আরো কার্যকর ভাবে এতে অংশগ্রহণ করতে পারে। এই বিষয়টি দলটিকে আরো উত্তমরূপে একে অপরের সাথে যোগাযোগ করার সুযোগ করে দিয়েছে এবং আরো অনেকে এখন এই দলে যোগ দিচ্ছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .