“আজ অভ্যুত্থান ঘটাও, কাল বিদায় নাও” এবং অন্যসব দম ফাটানো ভুয়া আরব প্রবাদ (#ফেকআরবপ্রভাব)

"When in Beirut, do as the Parisians do," tweets Khaled Bey under #FakeArabProverbs. Photo by:  Charbel Torbey. Copyright: Demotix

“বৈরুতে থাকুন যত ইচ্ছে তত, কিন্তু কাজ করুন প্যারিসবাসীর মত,”#ফেকআরবপ্রভাব। ছবি চারবালতোরবে। কপিরাইট ডেমোটিক্সের

মধ্যপ্রাচ্য সম্বন্ধে পাঠ করা হতাশাজনক কিংবা ক্লান্তিকর হতে পারে। পাঠকদের এই বেদনার উপশম ঘটানোর জন্য, আরব টুইটার ব্যবহারকারী #ফেকআরবপ্রভাব হ্যাশট্যাগের মাধ্যমে ভুয়া আরব প্রবাদ নামক এক বিদ্রূপাত্মক প্রচারণা শুরু করেছে।

গত বছর তৈরী হওয়া #প্যালেস্টাইনপিকআপলাইনস এর হালকা রসিকতার (কষ্টদায়ক অভিজ্ঞতাকে হালকা চালে বলা) সাথে সুর মিলিয়ে, #ফেকআরবপ্রভাব (ভুয়া আরব প্রবাদ) তার ক্ষেত্র আরো বিস্তৃত করেছে, যার মধ্যে বিয়ে, খাবার, পরিবার-এর মত হালকা এবং সাথে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সাথে যুক্ত গতানুগতিক বিষয়ও রয়েছে।

কাজে স্থির হয়ে বসুন এবং উপভোগ করুন। আমরা আশা করি আরবের এই জ্ঞানগর্ভ বাণীসমূহ আপনার দিনটিকে উজ্জ্বল করবে।

@লিবিয়ালিবার্টি‘- থেকে হেন্ড-এর প্রদান করা নিচের এই টুইট থেকে শুরুর:

মধ্যপ্রাচ্যের এই সঙ্কট সঙ্কুল অবস্থায়… এখন সময় হয়েছে আমাদের এই বিশ্বকে উপলব্ধি করার আর ভুয়া আরব প্রবাদের মাঝে যে গভীর জ্ঞান রয়েছে তা আবিষ্কার করা।

The following is a hilarious selection of some of the best ones:

সৌভাগ্য যায় তাদের বাড়ি, যাদের মুখে আছে দাড়ি।

বৈরুতে থাকুন যত ইচ্ছে তত, কিন্তু কাজ করুন প্যারিসবাসীর মত।

ড্রোন হামলার ঠিক আগের মুহূর্ত হচ্ছে সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন সময়

উগ্রবাদী যত বেশী, তার মজা তত বেশী।

দুই হচ্ছে বিয়ে, তিনও হচ্ছে বিয়ে, এটা অভিবাসী কর্মকর্তাকে বোঝাবেন কি দিয়ে।

যখন চল থাকা খুব কঠিন, এক সেনার চেয়েও।

আজ অভ্যুত্থান ঘটাও, কাল বিদায় নাও

সময়মত হাজির হওয়ার চেয়ে দেরিতে আসা ভাল ।

সৌভাগ্য তাদের পানে চায়, যারা তেল খুঁজে পায়।

যদি প্রথম দফায় সফল না হও, তাহলে এটা ইহুদিবাদীদের ষড়যন্ত্র বলে তাদের উপর দোষ চাপাও।

মাউস নড়াচড়া বন্ধ কর।

হাজার মাইলের যাত্রা শুরু, দুপুরে কাবাব গ্রহণ এবং দিবা নিদ্রার পর।

কোন এক অসাধারণ পুরুষের পেছনে অনুপ্রেরণা হিসেবে কোন না কোন ভাবে এক থেকে চারজন নারী রয়েছে।

এই ধরনের আরো জ্ঞানগর্ভ প্রবাদের জন্য #ফেকআরবপ্রভাব অনুসরণ করুন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .