ঘানার আক্রাতে প্রথমবারের মত গ্লোবাল ভয়েসেস এর আড্ডা

২০১৩ সালে সারা বিশ্বজুড়ে ছয়টি শহরে কয়েক দফা সফল আড্ডা অনুষ্ঠিত হয় গ্লোবাল ভয়েসেস এর প্রদায়কদের। ২০১৪ সালের অন্যান্য আড্ডার সাথে যোগ দিয়ে ঘানার গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়ের সদস্যরা ঘানাতে প্রথমবারের মত গ্লোবাল ভয়েসেস আড্ডা আয়োজনের ঘোষণা দিয়েছেন। ১৫ নভেম্বর রোজ শনিবার তারিখে আক্রাতে অনুষ্ঠিত হবে এটি।

গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়ের সদস্য কফি ইয়েবোয়াহ (@কফিইমিরেটাস), আরও দুইজন জিভি সদস্যঃ ম্যাক-জর্ডান ডেগাজর (@ম্যাকজর্ডান) এবং এবিনা আনানের (@মিসএবিনাআনান) সহযোগীতায় এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করেছেন। তারা আইস্পেসের সাথে চুক্তি মোতাবেক আনুমানসা, লক্ক সড়ক, ১৪৬ পূর্ব এক্স’বর্গ এস্টেট, ওএসইউ ঠিকানায় সাক্ষাতের স্থান হিসেবে নির্ধারন করেছেন। এ সাক্ষাৎ বিকাল ৫ টায় শুরু হবে। সাক্ষাতে অংশ নিতে অবশ্যই নিবন্ধন (বিস্তারিত তথ্যের জন্য নিচে দেখুন) করতে হবে।

শিক্ষার্থী, ব্লগার এবং অন্যান্য যারা এই নাগরিক প্রচার মাধ্যমে কাজ করেন, তাদের জন্য এই সৌজন্য সাক্ষাৎ একটি বিশাল সুযোগ। এর মাধ্যমে তারা একে অন্যের কাজ সম্পর্কে জানতে এবং অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন। এসবের পাশাপাশি এই সৌজন্য সাক্ষাৎ নিম্নোক্ত বিষয়ের উপর গুরুত্ব দিবেঃ 

  • গ্লোবাল ভয়েসেসে আমরা যেসব কাজ করে থাকি, সেগুলোর একটি পর্যালোচনা প্রদান করা হবে। এগুলোর পাশাপাশি রাইজিং ভয়েসেস, গ্লোবাল ভয়েসেস এ্যাডভোকেসি এবং লিঙ্গুয়াতে করা কাজ সম্পর্কেও এখানে আলোচনা করা হবে; 
  • গ্লোবাল ভয়েসেসে যেন আরও বৃহত্তর সম্প্রদায় জড়িত হতে পারে, সে সব উপায় শেয়ার করা হবে;  
  • অংশগ্রহণকারীরা যেন তাদের নিজস্ব ডিজিটাল প্রকল্প অথবা প্রকল্পের ধারণা শেয়ার করতে পারেন সেসব নেটওয়ার্কিং কার্যক্রম; এবং 
  • সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কীভাবে খবরের বৈধতা যাচাই করা যায় সে সম্পর্কেও আলোচনা করা হবে। 

যদি আপনি এই সাক্ষাতে অংশ নিতে চান, তবে দয়া করে নিচের নিবন্ধন ফরমটি পূরণ করুন। এরপর আপনার অংশ গ্রহণ নিশ্চিত করে আপনাকে একটি ইমেইল পাঠানো হবে। এ সাক্ষাতে আপনি বিনামূল্যে অংশ নিতে পারবেন, তবে আসন সংখ্যা সীমিত। সাক্ষাৎ সম্পর্কিত আরও তথ্য জানতে রাইজিং @গ্লোবালভয়েসেসঅনলাইন ডট ওআরজি ঠিকানায় আপনি ইমেইলও পাঠাতে পারেন।

এজন্যে এবং সারা বিশ্বের অন্যান্য সব সৌজন্য সাক্ষাৎ সম্পর্কে জানতে #জিভিসাক্ষাৎ হ্যাশট্যাগটি অনুগ্রহ করে অনুসরণ করুন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .