‘বিক্ষোভের বিরুদ্ধে ব্যবহারের জন্য’ জল কামান কিনতে কম্বোডিয়ার পুলিশ বাজারে

Police notice for the bidding of water cannon trucks. Photo from Facebook page of Sopheap Chak

জল কামান ট্রাক কেনার জন্য পুলিশের নিলাম বিজ্ঞপ্তি। ছবিঃ সোপহিপ চাক এর ফেসবুক পাতা থেকে।

কম্বোডিয়ান পুলিশ দুইটি জল কামান ট্রাক কেনার জন্য জনসাধারণের উদ্দেশ্যে পত্রিকাতে একটি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে কামান দুইটি “বিক্ষোভের বিরুদ্ধে ব্যবহৃত” হতে যাচ্ছে।  

বিজ্ঞপ্তিটি অনেকটা এরকমঃ

বিক্ষোভের বিরুদ্ধে ব্যবহারের জন্য দুইটি জল কামান ট্রাক যোগান দেয়া হচ্ছে। উল্লেখিত ট্রাকগুলো শতভাগ মানসম্পন্ন পদ্ধতিতে ২০১৪ সালে কোরিয়াতে প্রস্তুত করা হয়েছে। নিরাপত্তা, সুরক্ষা এবং সামাজিক শৃঙ্খলা রক্ষার বিভিন্ন অপারেশনে ব্যবহারের জন্য জাতীয় পুলিশ বাহিনীকে জল কামান ট্রাক দুইটি প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিটি দুইটি স্থানীয় সংবাদ পত্রে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে মানবাধিকার সক্রিয় কর্মীদের সতর্ক করা হয়েছে। সম্প্রতি গার্মেন্টস কর্মীরা তাদের নূন্যতম মাসিক মজুরি বাড়ানোর উদ্দেশ্যে তাদের আবেদন পুনরায় পেশ করেছেন। আর তাই মানবাধিকার সক্রিয় কর্মীরা ভয় পাচ্ছেন যে তাদের দমন করতে কর্তৃপক্ষ আবারও সহিংসতার পথ অবলম্বন করতে পারে। 

গার্মেন্টস কর্মীরা গত জানুয়ারি মাসে দেশব্যাপী হরতাল কর্মসূচী পালন করেন। সেসময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সহিংসতার আশ্রয় নেয়। নমপেন স্বাধীনতা উদ্যানে বিরোধীদলের প্রতিবাদ শিবিরটিও কর্তৃপক্ষ সরিয়ে দেয়। সরকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কয়েক মাসের জন্য গণ বিক্ষোভ নিষিদ্ধ করেছে। 

কম্বোডিয়ার মানবাধিকার কেন্দ্রের পরিচালক সপহিপ চাক প্রস্তাবিত জল কামান কেনার অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন তুলেছেন। বাকস্বাধীনতার ভিত্তি দূর্বল করে দেয়ার চেষ্টা করার জন্য তিনি পুলিশের সমালোচনাও করেছেনঃ  

জনগণের পরিশোধিত কর নাকি বিদেশি সাহায্য? জনগণকে আগুন থেকে বাঁচাতে জল কামান ব্যবহার করার পরিবর্তে সরকার জনগণের স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ করতে কীভাবে জল কামান ব্যবহার করা যায় সেদিকে বেশি গুরুত্ব দিচ্ছে।

কম্বোডিয়ায় সুইডিশ উন্নয়ন সংস্থা ফোরাম এসওয়াইডির একজন যোগাযোগ কর্মকর্তা জন উইকস। তিনিও ফেসবুকে সরকারের অগ্রাধিকার দেয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেনঃ 

এখন সরকার যদি দাঙ্গা নিয়ন্ত্রণ যন্ত্রপাতির পরিবর্তে প্রতিযোগিতামূলক নিলামির জন্য *জমি ছাড়* দেয় তবে সরকারের প্রতি জনগণের আস্থা থাকতে হবে। দীর্ঘশ্বাস।

জল কামান ট্রাক সাধারনত সারা বিশ্বজুড়ে ব্যবহার করা হলেও এই প্রথমবারের মতো কম্বোডিয়াতে এটি ব্যবহৃত হতে যাচ্ছে। একটি সরকারি সংস্থা স্পষ্টভাবে স্বীকার করেছে যে ট্রাকগুলো সমাবেশের বিরুদ্ধে ব্যবহার করা হবে, কোন আগুন নির্বাপক যন্ত্র হিসেবে ব্যবহার করা হবে না। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .