চে গুয়েভারা বাসভবন জাদুঘরে স্বাগতম

che

ছবি- লরা স্নেইডারের অনুমতিক্রমে।

আর্জেন্টিনার কর্ডোবা প্রদেশের সান্তা মারিয়া জেলায় আলটা গ্রাসিয়া [স্প্যানিশ] অবস্থিত। এ স্থানটি বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষিত, এ স্থানটির অন্যতম আকর্ষন হল চে গুয়েভারা বাসভবন জাদুঘর [স্প্যানিশ]। আর্জেন্টিনীয় ব্লগার লরা স্নেইডার [স্প্যানিশ] 

লরা তাঁর ব্লগে লিখেনঃ [স্প্যানিশ]:

Con un estilo inglés conserva su forma pero ahora llena de fotografías, recortes de periódicos, el cuarto de Ernesto, la famosa motoneta y el diario que guarda los relatos de su vida. Emplazada en un barrio con muchas casas del mismo estilo.

Como permiten tomar fotografías, previo haber pedido permiso, les dejo acá algunas para que se entusiasmen y visiten el museo. Este se encuentra en el Barrio Carlos Pellegrini, – Avellaneda 501. El valor de la entrada es muy baja (no vale la pena ponerlo aqui) y se utiliza para el mantenimiento del lugar.

ব্রিটিশ স্থাপত্যকে অক্ষুণ্ণ রেখে প্রচুর ফটোগ্রাফ, আর্নেস্টোর শোবার ঘর, তাঁর বিখ্যাত স্কুটার, জীবনলিপি লেখা জার্নাল দিয়েএই বাড়িটি সংরক্ষণ করা হয়েছে। আশেপাশে আর দশটা সাধারণ বাড়ির মতই এই বাড়িটি।
আগে অনুমতি নেওয়া থাকলে ছবি তোলা যায় বলে জাদুঘর পরিদর্শনে আপনাদের আগ্রহ বাড়ানোর জন্য আমি কিছু ছবি শেয়ার করলাম। কার্লোস প্যালেগ্রি্নি এলাকায় ৫০১ আভেল্লানেডাতে এই বাড়িটি অবস্থিত। প্রবেশমূল্য খুবই কম (উল্লেখ না করলেই চলে)। এই প্রবেশমূল্য বাবদ প্রাপ্ত অর্থ দিয়ে বাড়িটির রক্ষণাবেক্ষণ ব্যয় মেটানো হয়।

আপনি যদি ফটোজার্নালিজমের বিষয়ে আগ্রহী হন তাহলে @LauraSchne এই টুইটার একাউন্টে লরাকে অনুসরণ করতে পারেন

El post reseñado participó del séptimo #LunesDeBlogsGV el 16 de junio de 2014.

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .