নতুন সমীক্ষাঃ হেবিয়াস উপাত্ত যুগে তথ্য আর্কাইভ করার উপায়

সিইএলই গবেষক ভেরোনিকা ফেরারি এবং সিইএলই এর একজন শিক্ষানবিশ সামান্থা ভ্যালেরি পোস্টটি লিখেছেন।

সরকারি নীতিতে স্বচ্ছতা আনার ক্ষেত্রে গত কয়েক দশকে লাতিন আমেরিকা এক অগ্রদূতে পরিণত হয়েছে – জনগণের তথ্য অধিকার নিশ্চিত করে অনেকগুলো আইন পাস করা হয়েছে এবং এখন পর্যন্ত আরও অনেকগুলো আইন বিবেচনাধীন রয়েছে।  

কিন্তু একটি প্রশ্ন সরকার এখনও উপেক্ষা করে চলেছে। সক্রিয় কর্মীরাও সমস্যাটি এখনও সমাধান করতে পারেনি। আর তা হচ্ছে, আর্কাইভ। জনগণের কাছে তথ্য আরও বেশি সহজলভ্য করে তোলার সাথে সাথে খুবই গুরুত্ব পূর্ণ হচ্ছে, এই নথি পত্রগুলো কিভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা হবে ? 

"Open Here" graphic by Libby Levi via Flickr (CC BY-SA 2.0)

“এখানে খুলুন” ফ্লিকার থেকে ছবিটি গ্রফিক্স করেছেন লিব্বি লেভি (CC BY-SA 2.0)

১৯৮০ সালে যখন দক্ষিণ আমেরিকাতে স্বৈরশাসনের সমাপ্তি ঘটলো এবং গণতান্ত্রিক সংস্কার শুরু হয়ে গেল, তখন দলিল পত্রের তত্ত্বাবধায়ক এবং মানবাধিকার উকিলেরা এক সাথে কাজ করা শুরু করেন। চিলি, আর্জেন্টিনা এবং এ অঞ্চলের অন্যান্য দেশের অতীত নিয়ে তদন্ত করে দেশগুলোতে একনায়কতন্ত্র চলাকালীন যেসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, তারা সেগুলো চিহ্নিত করনের কাজ শুরু করলেন। কিন্তু জনগণের তথ্য অধিকার বিষয়ক সংবিধান উন্নয়নের কোন কাজই পরবর্তীতে চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। 

আর্জেন্টিনার পালেরমো বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বাক স্বাধীনতা এবং তথ্য অধিকার শিক্ষা কেন্দ্র থেকে একটি নতুন প্রবন্ধ প্রকাশ করা হয়েছে। প্রবন্ধটি তথ্যের আধুনিকীকরণ এবং ব্যবস্থাপনার সাথে তথ্য অধিকার বাস্তবায়নকে সংযুক্ত করার মাধ্যমে এই শূন্যস্থান পূরণ করতে চাইছে। জনগণের তথ্যের জন্য একটি সমন্বিত ব্যবস্থাপনা নীতি উপলব্ধি করতে রাষ্ট্রকে যেসব প্রধান প্রধান পদক্ষেপ নিতে হবে এবং যেসব সুযোগ সুবিধা দিতে হবে সেসব প্রধান কাজগুলোকে চিহ্নিত করাই হল কাজটির মুখ্য উদ্দেশ্য। নথিপত্র তত্ত্বাবধান এবং তথ্য অধিকারের মধ্যকার এই বিতর্ক নিয়ে প্রবন্ধটিতে বিশ্লেষণ করা হয়েছে। এতে তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রযুক্তি বিষয়ক প্রশ্নগুলো পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করে দেখানো হয়েছে। তথ্য সমাজ, ডিজিটাল প্রক্রিয়াকরণ এবং উন্মুক্ত সরকার ও আর্কাইভের বিভিন্ন তথ্য বিষয়ক যেসব চ্যালেঞ্জ সামনে উঠে এসেছে সেগুলো নিয়েও বিশ্লেষণ করা হয়েছে। তথ্য অধিকার এবং আর্কাইভ নিয়ে এবং আন্তর্জাতিক প্রেক্ষিতে আর্কাইভ ব্যবস্থাপনা পরিচালনা করতে লাতিন আমেরিকাতে কি কি আইন আছে সে সম্পর্কে একটি সমীক্ষা এখানে দেখানো হয়েছে।    

সম্পূর্ন প্রবন্ধটি এখানে (স্প্যানিশ ভাষায়) পাওয়া যাবে। কিছু নির্বাচিত অধ্যায় এখানে ইংরেজীতে দেয়া হয়েছে।  

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .