এই গ্রীষ্মেও আপনার শেখা চলতে থাকুকঃ আসছে উন্মুক্ত অনলাইন কোর্স

গ্রীষ্মের ছুটির সময় প্রায় কাছে চলে এসেছে। কিন্তু ছুটির সময়েও আপনি চলমান এবং শীঘ্রই আসবে এমন উন্মুক্ত অনলাইন কোর্স বা মুকসের সাহায্যে আপনার শেখা চালিয়ে যেতে পারেন। আমরা এখানে নির্দিষ্টভাবে অল্প কিছু কোর্স তুলে ধরেছি, যা আপনার কাজে আসতে পারেঃ

দৈনন্দিন জীবনে মুনাফা, ক্ষমতা অর্জনের জন্য অথবা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য প্রযুক্তির ব্যবহার অতিরিক্ত বেড়ে যাওয়ায় ক্ষেত্র বিশেষে আমাদের জন্য সেটি সাংস্কৃতিক অশান্তির কারন হতে পারে। সাংস্কৃতিক অশান্তির সাথে সাথে কিছু নীতিগত চ্যালেঞ্জেও সামনে চলে আসতে পারে। এই কোর্সে আমরা জানব, কিভাবে এসব বহুমুখী প্রভাব সম্পর্কে বোঝা যেতে পারে। এসব প্রভাব কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং এর তীব্রতা কমানো যায়। কোর্সটি ১৯ মে তারিখে শুরু হয়েছে –তবে আপনি এখনও এতে অংশ নিতে পারেন!  

2606362543_1598e7efc0_o

  • খুব অল্প সংখ্যক লোক যারা তাদের প্রতিটি প্রশ্নের একটি উত্তর খুঁজতে শুধুমাত্র “গুগল করেন”, তারা শুধুমাত্র বোঝেন কোম্পানিটি কি করে (এবং কেন করে)। এই কোর্সের মাধ্যমে আপনি সেই অল্প সংখ্যক লোকের একজন হতে পারবেন যারা আসলেই এটাকে বোঝেন। কোর্সটি ২৬ মে তারিখে শুরু হয়েছে – আপনি এখনও এতে যোগ দিতে পারেন!

    যেকোন কারও জন্য যারা তাদের প্রযুক্তিগত দক্ষতা কোন সৃজনশীল কাজ করতে প্রয়োগ করতে চান, তারা ভিডিও গেমস থেকে শুরু করে মিথষ্ক্রিয় গানের ক্ষেত্রে শৈল্পিক অভিষেক ঘটানো পর্যন্ত নানা কাজ করতে পারেন। আর এটি হবে সেই শিল্পীদের জন্য, যারা তাদের শিল্প চর্চার ক্ষেত্রে প্রোগ্রামিং’কে ব্যবহার করতে চান। কোর্সটি জুন মাসে শুরু হচ্ছে।

    ইন্টারনেট কি? এটি কিভাবে সৃষ্টি হয়েছে? এটি কিভাবে কাজ করে? ইন্টারনেটে যোগাযোগকে আমরা কিভাবে আরও নিরাপদ রাখতে পারি? এই কোর্সটি জুন মাসের ২ তারিখে শুরু হচ্ছে। 

    তথ্য বিশ্লেষক এবং তথ্য বিজ্ঞানীরা যে সব টুল নিয়ে কাজ করেন সেগুলো এবং তথ্য, প্রশ্ন ইত্যাদি সম্পর্কে একটি ধারণা পাবেন। জন্স হপকিন্স তথ্য বিজ্ঞান বিশেষীকরণ কর্তৃক চালু করা এটিই প্রথম কোর্স। কোর্সটি আগামী ২ জুন তারিখে শুরু হতে যাচ্ছে।

    একটি সৃজনশীল পাঠ্য বিষয় হিসেবে শব্দ, ছবি, এনিমেশন এবং আরও অনেক কিছু তৈরি করতে কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ক এই কোর্সটি চালু করা হয়েছে। এটি ২ জুন তারিখে শুরু হবে। 

    আর বিভিন্ন কোর্স করার ধারাবাহিকতায় শিখুন কিভাবে এ্যাডব আর’এর শক্তিশালী সৃজনশীল ক্লাউড এ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে হয়। ফটোশপ, ইনডিজাইন, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার, ড্রিমওয়েভার এবং আফটার এফেক্টস’এর মতো প্রতিটি প্রধান এ্যাডব এ্যাপের জন্য সারাদিন উৎসর্গ করুন।  

    আর এই বসন্তের জন্য সতর্ক দৃষ্টি রাখতেঃ

    গত ২৫ বছরে ওয়েব কিভাবে আমাদের বিশ্বকে পালটে দিয়েছে এবং পরবর্তীতে কি হতে পারে সে সম্পর্কে জ্ঞান লাভ করুন। কোর্সটি অক্টোবর মাসের ৬ তারিখে শুরু হবে।

    এই কোর্সটি সামাজিক নেটওয়ার্ক বিশ্লেষণে ব্যবহৃত হবে। সামাজিক এবং তথ্য নেটওয়ার্কের অর্থ খুঁজে পেতে এর তত্ত্ব ও গণনা টুল উভয়ই ব্যবহার করবে। কেননা সামাজিক এবং তথ্য নেটওয়ার্ক গতিশীল রাখতে এবং এতে প্রবেশ করার সব ধরনের সাহায্য সহযোগীতা করেছে ইন্টারনেট। কোর্সটি আগামী ৯ অক্টোবর তারিখে শুরু হতে যাচ্ছে।

    ফ্লিকরের মাধ্যমে ওয়ান ল্যাপটপ পার চাইল্ড থেকে ছবিটি পাওয়া, (সিসি-বিওয়াই-২.০)। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .