ছবিঃ ত্রিনিদাদ এন্ড টোবাগোতে পোউই মৌসুম

ত্রিনিদাদ এন্ড টোবাগোতে এখন কঠোর শুষ্ক মৌসুম চলছে। এই শুষ্ক মৌসুমে প্রায়ই শুকনো ঝোপঝাড়ে আগুন ধরে যাচ্ছে। এই দাবানলের ঘটনায় সারা দেশের পাহাড়ি অঞ্চলের এলাকাগুলোতে প্রচন্ড শুষ্কতা এবং আতঙ্ক বিরাজ করছে।

তবুও এই শুষ্ক মৌসুমের অলংকার হিসেবে গোলাপী এবং হলুদ রঙের পোউই গাছগুলো যেন জ্বলজ্বল করছে। সমগ্র দেশ এক পশলা বৃষ্টির আশায় তাকিয়ে আছে; নানা রঙে রঙিন এই পোউই গাছগুলো যেন তাঁর দ্যুতি ছড়াচ্ছে। তাঁর সাথে সাথে সবুজ পাহাড়গুলোরও যেন পুনর্জন্ম ঘটেছে। প্রত্যাশা এই যে, এমন বন্যা হবে না যা আমাদেরকে নিঃস্ব করে দিয়ে যাবে। অতীতের প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা যেমনটি করে দেশকে একেবারে অচল করে দিয়েছিল।   

Poui Tree: Image by Humberto GE, used under an Attribution-NonCommercial-NoDerivs 2.0 Generic CC  license.

পোউই গাছ: ছবিটি তুলেছেন ফ্লিকার ব্যবহারকারী হাম্বারটো জিই।  

Yellow Poui: Image by Flickr user Georgia Popplewell, who notes: "The flowering of the yellow poui normally signals the end of the dry season, but who knows what the weather's really up to these days?"  CC BY-NC-ND 2.0

হলুদ পোউই: ছবিটি তুলেছেন ফ্লিকার ব্যবহারকারী জর্জিয়া পোপ্লিওয়েল। তিনি লিখেছেন, হলুদ পোউই ফুলের ফোটা সাধারণত শুষ্ক মৌসুম শেষের ইঙ্গিত দেয়, কিন্তু কে জানে আজকের দিন পর্যন্ত আবহাওয়া কি বলে ?  CC BY-NC-ND 2.0

চেরি ফুল ফোটা যেমন সাংস্কৃতিক দিক থেকে জাপানে বেশ তাৎপর্যপূর্ণ, ত্রিনিদাদ এন্ড টোবাগোতে তেমনি পোউই ফুল। লোকজন মাঝে মাঝে পোর্ট অব স্পেনে অবস্থিত কুইন্স পার্ক সাভান্নাহতে দলে দলে যায়; সেখানে এই গাছগুলোর নিচে বসে বনভোজন করতে। সেখানে গাছের নিচে পরে থাকা ফুলের চাদরের উপর কম্বল বিছিয়ে তারা বনভোজন উপভোগ করে। 

Poui Carpet: Image by Flickr user janinephoto, used under an Attribution-NonCommercial-NoDerivs 2.0 Generic CC license.

পোউই কার্পেট: ছবিটি তুলেছেন ফ্লিকার ব্যবহারকারী জেনিনফোটো। 

Pink Poui Blossoms: Image by Flickr user janinephoto, used under an an Attribution-NonCommercial-NoDerivs 2.0 Generic CC license.

পিঙ্ক রঙের পোউই ফুল: ছবিটি তুলেছেন ফ্লিকার ব্যবহারকারী জেনিনফোটো। 

Cherry Poui; Image by Flickr user janinephoto, used under an an Attribution-NonCommercial-NoDerivs 2.0 Generic CC license.

চেরি পোউই; ফ্লিকার ব্যবহারকারী জেনিনফোটোর তোলা ছবি।  

যীশু খ্রিস্টের পুনরুত্থান অনুষ্ঠানকে উপলক্ষ করে ঘুড়ি উড়ানো উৎসব পালন করা এখানকার অন্যতম এক প্রচলিত প্রথাঃ পোউই গাছগুলোর পেছন ছাড়িয়ে আকাশে রঙিন ঘুড়ির নাচানাচি করে আচড় কাঁটার এই দৃশ্যটি দেখে মনে হয় যেন একটি ক্রিকেট দল হিসেবে ত্রিনিদিয়ানরা সপ্তাহান্তে প্রীতি ম্যাচ খেলছে। আর সেই প্রীতি ম্যাচে পোউই গাছের ডালগুলো আন্দোলিত করে ঘুড়ি রূপী খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছে। 

Kites and Poui Trees: Image by Flickr user Nicholas Laughlin, used under an Attribution-NonCommercial-ShareAlike 2.0 Generic CC license.

ঘুরি এবং পোউই গাছ: নিকোলাস লাফ্লিনের তোলা ছবি।  

Poui Flare: Image by Flickr user janinephoto, used under an an Attribution-NonCommercial-NoDerivs 2.0 Generic CC license.

পোউই বিস্তরন: ফ্লিকার ব্যবহারকারী জেনিনফোটর তোলা ছবি। 

শহর এবং গ্রামাঞ্চলের সব জায়গাতেই সারা দেশ জুড়ে পাহাড়ের গা ঘেঁষে পোউই ফুলগুলো ফুটে থাকে। নিচে দেয়া ছবিটিতে হলুদ পোউই গাছটি যেন একটি ব্রমেলিয়াডস পরিবারের গৃহকর্তা। ত্রিনিদাদের উত্তর-পূর্বাঞ্চলে সমুদ্র তীর ঘেঁষে মাটেলোট গ্রাম থেকে ছবিটি তোলা হয়েছে।

Matelot Poui: Image by Flickr user Nicholas Laughlin, used under an Attribution-NonCommercial-ShareAlike 2.0 Generic CC license.

মাটেলোট পোউই: ফ্লিকার ব্যবহারকারী নিকলাস লাফ্লিনের তোলা ছবি 

অপূর্ব সুন্দর পোউই ফুল ফোঁটা মানে মানুষের মনে সারা বছরের জন্য আশা এবং নবযৌবন লাভ করার অনুপ্রেরণা স্মরণ করিয়ে দেয়া; মনে করিয়ে দেয়া যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বসন্ত খুব সন্নিকটে। 

* সবগুলো ছবিই একটি অ্যাট্রিবিউশন-ননকমার্শিয়াল- নোনড্রাইভস ২.০ জেনেরিক সিসি লাইসেন্সের অধীনে ব্যবহৃত। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .