আপনি যে চার উপায়ে #ফ্রিজোননাইনব্লগারস প্রচারাভিযানে যোগ দিতে পারেন

Zone 9 Tumblr Collage.

ইফাকাদু হাইলু, আবেল অয়াবেলা, আটনাফ বেরহানে, মাহলেত ফান্তাহুন, জেলালেম কিবরেট এবং নাটনাইল ফেলেকে (জোন নাইন ব্লগিং কালেক্টিভের সকল সদস্য) এবং সাংবাদিক আস্মামাউ হেলেজারিয়াস, তেস্ফালেম অয়ালদেস এবং ইদোম কাসিয়াকে গত ২৫ এবং ২৬ এপ্রিল, ২০১৪ তারিখে আদ্দিস আবাবায় গ্রেফতার করা হয়। মাকেলাউই আটক কেন্দ্রে তাঁদের আটক রাখা হয়েছে, যেখানে আইনি পরামর্শদাতাদের প্রবেশাধিকার নেই। এমনকি পরিবারের সঙ্গেও তাঁদের দেখা করার অনুমতি দেওয়া হয়নি।

২০১২ সাল থেকেই জোন নাইন ব্লগিং কালেক্টিভ ইথিওপিয়ায় সামাজিক এবং রাজনৈতিক বিষয়ে নাগরিক সমাজের সংশ্লিষ্টতা বাড়ানো এবং এ বিষয়গুলোতে সমালোচনামূলক মন্তব্য করে আসছে। তাঁরা সংবাদপত্রের সহকর্মী সাংবাদিকদের পাশাপাশি কাজ করছেন, যারা তাঁদের কাজের মাধ্যমে একই ফলাফল চাইছেন। তাদের গ্রেফতার ও আটক রাখার মধ্য দিয়ে তাঁদের মত প্রকাশের সর্বজনীন মানবাধিকার এবং মানব এবং জনগণের অধিকারের আফ্রিকান সনদের ৬ নং ধারা দ্বারা সুরক্ষিত ইচ্ছামত আটক না থাকার তাঁদের অধিকারকে চরমভাবে লঙ্ঘন করা হয়েছে।

গ্লোবাল ভয়েসেস সম্প্রদায় এবং আমাদের বন্ধু ও জোট নেটওয়ার্ক সেই নয় জন পুরুষ এবং মহিলার মুক্তির দাবি জানিয়েছে।

এই প্রচারাভিযানে আপনি বা আপনার প্রতিষ্ঠান যেভাবে সহায়তা দিতে পারেন, তার চারটি উপায় এখানে রয়েছে:

১। চিঠি লিখুনঃ ইথিওপিয়ায় আপনার দেশের রাষ্ট্রদূতকে লিখুন। আপনি আফ্রিকান হলে, আপনার দেশের আফ্রিকান কমিশন অফিসে লিখুন। হাতে হাতে চিঠি প্রদান বিবেচনা করুন!

২। ফ্রি জোন নাইন টাম্বলার এ আপনার ছবি এবং সমর্থন বার্তা যোগ করুন

৩। ব্লগারদের মুক্তির জন্য আহ্বান জানানো গ্লোবাল ভয়েসেস কমিউনিটি বিবৃতিতে স্বাক্ষর করুন

৪। কথাটি ছড়িয়ে দিন! এই প্রচারণা সম্পর্কে আপনার বন্ধু, পরিবার, এবং সহকর্মীদের সঙ্গে কথা বলুন – নিবন্ধ এবং লিঙ্ক শেয়ার করুন, নীতি নির্ধারকের কাছে যুগ্ম চিঠি প্রেরণে একসাথে কাজ করুন বা একটি জমায়েতের পরিকল্পনা করুন।  

জোন নাইন ব্লগারদের ঘটনাটি গ্লোবাল ভয়েসেস কভারেজ করছে। এ সম্পর্কিত কিছু পোস্টঃ  

আফ্রিকান কমিশন, জাতিসংঘের বিশেষজ্ঞের কাছে জোন নাইন ব্লগারদের ব্যাপারে সমর্থন চাওয়া হয়েছে, ৩ মে, ২০১৪

বিবৃতিঃ ইথিওপিয়ার নয় জন সাংবাদিকের মুক্তির দাবি গ্লোবাল ভয়েসেসের, ২ মে, ২০১৪

নেটিজেন রিপোর্টঃ ইথিওপিয়ায় মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, ৩০ এপ্রিল, ২০১৪

ইথিওপিয়ায় কালেকটিভ ব্লগিং এর ছয় জন সদস্য গ্রেপ্তার, ২৫ এপ্রিল,২০১৪  

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .