রাশিয়ার সর্ববৃহৎ সোশ্যাল নেটওয়ার্ক সেন্সরশিপকে না বলেছে

Iron Durov. Images remixed by Kevin Rothrock.

আইরনম্যান দুরভ। ছবি রিমিক্স কেভিন রথরক-এর

রাশিয়ার সোশ্যাল নেটওয়ার্ক ভিকোনটাকটের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী পাভেল দুরভ ইন্টারনেট সেন্সরশিপের বিরুদ্ধে কথা বলার জন্য আরো একবার তার একাউন্টকে একটি স্থাপনা হিসেবে ব্যবহার করেছে। ১৬ এপ্রিল ২০১৪-এ দুরভ সংক্ষিপ্ত কিন্তু তীব্র বিদ্রূপাত্মক এক তাজা স্ট্যাটাস পোস্ট করেছেন [রুশ ভাষায়], যেটিতে তিনি দাবী করেছেন যে আলেক্সি নাভালিনের দুর্নীতি বিরোধী সম্প্রদায়কে বন্ধ করে দেওয়ার জন্য ভিকোনটাকটে প্রচণ্ড চাপে রয়েছে। এর আগে প্রসিকিউটর জেনারেলের অফিসে থেকে রাশিয়ায় লাইভ জার্নালে নাভালিনের ব্লগ বন্ধ করে দেওয়া হয় [গ্লোবাল ভয়েসেস-এর সংবাদ], কিন্তু রাশিয়ার সকল লাইভ জার্নাল ব্যবহারকারীর সেবা বিচ্ছিন্ন করার আগে বিষয়টি সম্ভব হয়নি। তার আজকের বার্তায় দুরভ বলেন যে ভিকোনটাকটে পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

রুনেটইকো, দুরভের সম্পূর্ণ বিবৃতি অনুবাদ করেছে:

13 марта 2014 года Прокуратура потребовала от меня закрыть антикоррупционную группу Алексея Навального под угрозой блокировки ВКонтакте. Но я не закрыл эту группу в декабре 2011 года и, разумеется, не закрыл сейчас. 

За прошедшие недели на меня оказывалось давление с разных сторон. Самыми разными методами мне удалось выиграть больше месяца, но сейчас настала пора сказать – ни я, ни моя команда не собираемся осуществлять политическую цензуру. Мы не будем удалять ни антикоррупционное сообщество Навального, ни сотни других сообществ, блокировки которых от нас требуют. Свобода распространения информации – неотъемлемое право постиндустриального общества. Это право, без которого существование ВКонтакте не имеет смысла.

১৩ মার্চ, ২০১৪ তারিখে প্রসিকিউটর জেনারেলের অফিসে থেকে দাবী করা হয় যে আমি যেন আলেক্সি নাভলিনের দুর্নীতি বিরোধী দলকে বন্ধ করে দেই, নইলে পুরো ভিকোনটাকটে বন্ধ করে দেওয়া হুমকি প্রদান করা হয়। ডিসেম্বর ২০১১-এ আমি দলের কার্যক্রম বন্ধ করে দেইনি এবং নিঃসন্দেহে এখনো তা করব না।

বিগত সপ্তাহে সকল দিক দিয়ে আমি চাপ অনুভব করেছি। যদিও বিষয়টি সামলানোর জন্য আমি এক মাস সময়ে ধরে ভিন্ন ভিন্ন পদ্ধতি গ্রহণ করেছি। কিন্তু এখন সময় এসেছে এই কথাটি বলার- আমি বা আমার দল কেউ জোর করে রাজনৈতিক সেন্সরশিপে অংশগ্রহণ করতে চাই না। আমরা নাভালিনে দুর্নীতি বিরোধী সম্প্রদায়, অথবা অন্য শত শত সম্প্রদায়কে নিশ্চিহ্ন করে ফেলব না, যেগুলোকে বন্ধ করে দেওয়ার মত দাবীর মুখোমুখি হচ্ছি। প্রাক শিল্পায়িত সমাজে প্রবাহিত তথ্যের স্বাধীনতা একটি অপরিহার্য অধিকার। এই অধিকার ছাড়া, ভিকোনটাকটের অস্তিত্বের কোন মানে নেই।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .