ছবি: ফোটা চেরির নিচে বনভোজন

এখন চেরি ফোটার সময়। কমনীয় এই ফুলটির দর্শন হচ্ছে মৌসুমী এক অজুহাত, যার কারণে বন্ধু, পরিবার ও সহকর্মীরা একত্রিত হয় এবং পরিপূর্ণ প্রস্ফুটিত সাকুরার নিচে খাবার এবং বিয়ার উপভোগ করে।

আসুন আমরা কিছু ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স ছবির মাধ্যমে, হানামি [花見], কিংবা ফুল দর্শনের মত কর্মকাণ্ডের এক ভার্চুয়াল ভ্রমণ সেরে আসি:

Walking underneath the full bloom of sakura can feel like walking through a floral tunnel. Photo taken April 5, 2014 by Flickr user coniferconifer. CC BY 2.0

পরিপূর্ণ প্রস্ফুটিত সাকুরার নীচ দিয়ে হেঁটে যাওয়া যেন ফুলের এক সুড়ঙ্গ-এর মাঝে দিয়ে হেঁটে যাওয়া। ৫ এপ্রিল, ২০১৪-এ ফ্লিকার ব্যবহারকারী কোনিফেরকোনিফের-এর তোলা ছবি, সিসি বাই ২.০।

Cherry blossoms at Chidorigafuchi park near Kudanshita station in Tokyo. Photo by Manish Prabhune. The complete photo essay with travel directions can be found at website&nbsp;<a title="http://en.japantravel.com/photos/chidorigafuchi-cherry-blossoms-tokyo" href="http://en.japantravel.com/photos/chidorigafuchi-cherry-blossoms-tokyo" target="_blank">JapanTravel</a>.&nbsp;CC Attribution license

টোকিওর কুনদানশিতা স্টেশনের কাছে চিদোরিগাফুচি উদ্যানে ফোটা চেরি ফুল। ছবি মানিশ প্রাভুনে-এর। ভ্রমণ নির্দেশীকা সহ এই ছবি প্রবন্ধের সম্পূর্ণ অংশ পাওয়া যাবে জাপান ট্রাভেল নামক ওয়েব সাইটে। সিসি এ্যাট্রিবিউশন লাইসেন্স।

People eat underneath the cherry blossoms. Photo taken in Yawata, Kyoto on April 1, 2014 by Flickr user <a title="http://www.japanexperterna.se/" href="http://www.japanexperterna.se/" target="_blank">Japanexperterna</a>. CC BY-SA 2.0

প্রস্ফুটিত চেরির নিচে লোকজন আহার করছে। ১ এপ্রিল ২০১৪-এ কিউটোর ইয়ায়াতায় ফ্লিকার ব্যবহারকারী জাপানএক্সপারট্রেনা থেকে তোলা ছবি। সিসি বাই-এসএ২.০।

A cherry petal accidentally fell into a drink. Photo taken April 5, 2014 by Shogo Nozaki. CC BY-NC 2.0

ঘটনাক্রমে একটি পানীয়ের মধ্যে এক চেরি ফুলের পাপড়ির আশ্রয় গ্রহণ। ৫ এপ্রিল ২০১৪ তারিখে এই ছবিটি তুলেছে সোগো নোজাকি। সিসি বাই-এনসি ২.০।

People lay out a tarp at Akashi Castle park. Photo taken April 3, 2014 by Flickr user Manuel Cansaya Jauregi. CC BY-SA 2.0

আকাশি ক্যাসেল উদ্যানের এক ত্রিপলের পাতা চাদরে কয়েকজন শুয়ে আছে। ৩ এপ্রিল ২০১৪-এ তোলা ফ্লিকার ব্যবহারকারী জেমস হ্যাডফিল্ড-এর ছবি। সিসি বাই–এসএ ২.০।

People sleep on a tarp. It's common to see people napping under the cherry blossoms after so much drinking. Photo taken April 3, 2014 by Flickr user James Hadfield. CC BY-NC-SA 2.0

ত্রিপলের উপরে নাগরিকদের নিদ্রা। প্রচুর পানীয় গ্রহণের পর অনেককে প্রস্ফুটিত চেরির নিচে ঘুমিয়ে পড়ে, যা জাপানে এক অতি সাধারণ দৃশ্য। ছবি গ্রহণ করা হয়েছে ৩এপ্রিল ২০১৪-এ,তুলেছে ফ্লিকার ব্যবহারকারী জেমস হ্যাডফিল্ড। সিসি বাই-এনসি-এসএ ২.০।

A dog enjoys the outdoors. Taking your puppy to a park where cherry blossoms are in bloom will make for great photo ops. Photo taken April 6, 2014 at National Show Memorial Park by Flickr user luckyno3. CC BY-NC 2.0

ঘরের বাইরে এসে এক কুকুরের আনন্দ উল্লাস। যে উদ্যানে প্রস্ফুটিত ফোটা চেরিতে ছেয়ে আছে, সেখানে কুকুর ছানাকে নিয়ে বেড়াতে যাওয়া, ছবি তোলার দারুণ এক সুযোগ তৈরী করে দেয়। ন্যাশনাল শো মেমোরিয়াল উদ্যানে ৬ এপ্রিল, ২০১৪-এ ফ্লিকার ব্যবহারকারী লাকি নং ৩-এর তোলা ছবি। সিসি বাই-এনসি ২.০।

Flickr user y.ganden spotted a Japanese Bush Warbler in the blooming sakura trees. CC BY-NC 2.0

ফ্লিকার ব্যবহারকারী ওয়াই.গানডেন এক প্রস্ফুটিত সাকুরা গাছে একটি জাপানি বুশ ওয়ারব্লেয়ার নামক পাখির ছবি তুলতে সক্ষম হয়েছে।

Strong winds and spring showers down cherry blossom petals. Photo taken by Flickr user coniferconifer. CC BY 2.0

শক্তিশালী বাতাস এবং বসন্তের বৃষ্টিপাত ফোটা চেরির পাপড়ি ঝরাচ্ছে। ছবি ফ্লিকার ব্যবহারকারী কোনিফেরকোনিফেরের ছবি। সিসি বাই ২.০।

Falling petal is also beatiful. Photo by flickr user y.ganden.(CC BY-NC 2.0)

ফোটা চেরির পাপড়িতে ছেয়ে যাওয়া এক পথ। ফ্লিকার ব্যবহারকারী ওয়াই.গানডেন-এর ছবি। সিসি বাই-এনসি ২.০

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .