মুসলমানরা মিথ্যা বলে না … কখনও না

Muslims don't lie .. No to April Fool's. Photo credit: @al_tarb_al_a7mr

মুসলমানরা মিথ্যে বলে না…… এপ্রিল ফুল কে না বলুন। ছবিঃ @আল_তারব_আল_এ৭এমার  

যেহেতু মুসলমানেরা মিথ্যা কথা বলেন না, তাই সতর্কবাণী দেয়া সত্ত্বেও এপ্রিল ফুল নিয়ে উৎসাহী হলে জাহান্নামের ভাগী হতে পারেন হয়ত। সমগ্র আরব বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য নেটিজেন এই দিনটিকে তাদের সরকারের সমালোচনার জন্য ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন। 

সৌদি আরব থেকে আব্দেলরাহমান আল কানহাল ঠাট্টা করে বলেছেনঃ 

বাদশা আবদুল্লাহ বিচার ব্যবস্থা এবং শিক্ষার মান উন্নয়নের জন্য দুইটি নতুন প্রকল্প গ্রহণ করেছেন। 

তিনি আরও বলেছেনঃ 

ট্রাফিক বিশৃঙ্খলার অবসান ঘটাতে সরকার গুরুতর পদক্ষেপ নিয়েছে। 

এই কট্টর রাজতন্ত্রে নারীদের গাড়িচালনার উপর আরোপিত নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে তিনি লিখেছেনঃ 

নারীদের গাড়িচালনার অধিকার নিয়ে সমাজ নিজেই সিদ্ধান্ত নিয়েছে। আমরা নারীদের গাড়িচালনার বিরোধীতা করছি না। কিন্তু, তারা যদি গাড়ি চালায় তবে তাদের কারাগারে পাঠাচ্ছি। কারন, নারীদের গাড়িচালনার অধিকার সমাজ প্রত্যাখ্যান করেছে। 

অতঃপর, ক্ষমতাচ্যুত মুসলিম ব্রাদারহুড প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসির ফিরে আসা নিয়ে মিশরীয় আধাম মুরাদ মিথ্যা বলেছেনঃ  

মুরসি ফিরে এসেছেন!! 

মিশরে আদিলভিকের মনের অবস্থা এখনও স্বপ্নচারী। তিনি টুইট করেছেনঃ  

মিশরের সরকার বেতন ভাতা বাড়ানোর, রাষ্ট্রীয় ভর্তুকি বাড়ানোর, শিক্ষা এবং স্বাস্থ্য সেবা ক্ষেত্রে বাজেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মিশরীয় সরকার জনগণকে যথোপযুক্ত জীবন, স্বাধীনতা এবং সামাজিক ন্যায়বিচারের সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। 

বাহরাইন থেকে আম্মার আল আরাদি এপ্রিল ফুল উপলক্ষে ঠাট্টা করে  ধারাবাহিকভাবে কিছু টুইট করেছেন। এগুলোকে কেউ কেউ খুব গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন। তিনি উল্লেখ করেছেনঃ  

ঠিক আছে, স্পষ্টত কেউ কেউ আমার সাম্প্রতিক কয়েকটি টুইটকে বেশ গুরুত্ব সহকারে নিয়েছেন। সেটা ছিল এপ্রিল মাসের প্রথম দিন। কেউ কোন বিপদে পড়ার আগে, চলুন এগুলো বন্ধ করি। হা হা হা। 

তাঁর কয়েকটি কৌতুক হচ্ছেঃ 

চিকিৎসায় ব্যবহারের উদ্দেশে কুয়েত মাদকদ্রব্য যেমন গাঁজা, ভাং ইত্যাদিকে বৈধ করার বিবেচনা করছে। সমীক্ষাতে দেখা যাচ্ছে, দেশটির শতকরা ৬০ ভাগেরও বেশি যুবক ইতোমধ্যে এগুলো ব্যবহার শুরু করেছে।   

চলুন, সৌদি আরবে ফিরে যাই। আহমেদ আল মানি পরিশেষে বলেছেনঃ 

যেহেতু এপ্রিল ফুল এমন কোন দিবস নয় যা আরবরা পালন করে না, তাই আরবদের জন্য এপ্রিল ফুল একটি বিরক্তিকর দিনে পরিনত হবে। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .