ক্রিমিয়ার গনভোট এগিয়ে আনছে রাশিয়ার কঠোর অবস্থান

Vladimir Zhirinovsky, bemoaning the lack of "calm" on Russia's streets, images mixed by Kevin Rothrock.

ভ্লাদিমির জিরিনভস্কি, রাশিয়ার রাস্তায় “শান্তির” অভাবে বিলাপ করছেন। ছবিঃ কেভিন রথরক।  

ইয়ক্রেনের কিয়েভের মাইদানে কয়েক মাস ধরে প্রতিবাদ কর্মসূচী পালিত হয়ে আসছে। রাশিয়ান রাজনীতিবিদ ভ্লাদিমির জিরিনভস্কি সংসদ অধিবেশনে এ ব্যাপারে এক বক্তৃতা [রুশ] দিয়েছেন। এ বক্তৃতায় তিনি রাশিয়ান ব্লগার এবং বিরোধীদলীয় সংসদ সদস্যদেরকে তীব্রভাবে আক্রমণ করেছেন। তিনি তাদের বিরুদ্ধে জাতির “শান্তি” ব্যাহত করার অভিযোগ এনেছেন। এদের মধ্যে আছেন, বিভ্রান্তিকর ভাবে নামকরণ করা রাশিয়ার লিবারেল ডেমোক্রেটিক পার্টির সামাজিক ও রাজনৈতিক কলহ সৃষ্টিকারী নেতা জিরিনভস্কি, পরিবেশবাদী সক্রিয় কর্মী ইয়েভজেনিয়া সিরিকোভা, রাজনীতিবিদ বোরিস নেমতসোভ এবং দুর্নীতি বিরোধী ব্লগার এলেক্সি নাভালনি। তিনি বলেছেন যে রাশিয়ায় শান্তি ফিরিয়ে আনতে শেষোক্ত দুইজন ব্যক্তিকে গৃহবন্দি অবস্থায় রাখা হয়েছে। (জিরিনভস্কি রাজনৈতিকভাবে পীড়াদায়ক রাশিয়ানদের রাজপথ থেকে সরিয়ে নেয়ার নজির হিসেবে প্রতিবাদকারী ব্যক্তিত্ব সার্গেই উদালতসভের গৃহবন্দি অবস্থায় রাখার কথা উল্লেখ করেছেন।)

জিরিনভস্কির বক্তৃতা প্রদানের সময় মস্কোতে একটি অননুমোদিত বিক্ষোভ কর্মসূচী থেকে গ্রেপ্তার হবার পর নেমতসভ দশ দিনের কারাদন্ড ভোগ করছিলেন। শীঘ্রই একটি আদালত নাভালনিকেও কারাদন্ডে দন্ডিত করেছে। তিনিও নেমতসভের সাথে কারাগারে ছিলেন। মস্কোর ভিতরে তাঁর চলাচলের উপর আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করার সন্দেহপূর্ণ অভিযোগের উপর ভিত্তি করে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। রাশিয়ার সবচেয়ে প্রসিদ্ধ ব্লগারকে এখন ইন্টারনেট ব্যবহার থেকে এবং পরিবারের সদস্যদের বাইরে অন্য কারও সাথে কথা বলা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে।

ক্রিমিয়াতে যে সপ্তাহে বৈরিতা দানা বাধতে শুরু করে, সে সপ্তাহ থেকে এই চাল দেয়া চলছে। সেখানে ক্রেমলিন ইউক্রেনিয়ান সরকারের সাথে তাদের হীন চুক্তির লঙ্ঘনের স্বপক্ষে যুক্তি দেখিয়ে কয়েক হাজার সৈন্যদল রাস্তায় নামিয়েছে। নাভালনির নতুন রাজনৈতিক দল ঘটনাক্রমে ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপের বিরুদ্ধে [রুশ] খুব শক্তভাবে অবস্থান নিয়েছে।

নেমতসভ গত সপ্তাহে একটি ফেসবুক পোস্টে [রুশ] ইউক্রেনের সাথে যুদ্ধের বিরুদ্ধে তাঁর অবস্থান নেয়া সম্পর্কে ব্যাখ্যাও করেছেনঃ   

Пока я под арестом, Совет Ярославской Думы (!!!!)поддержал решение Совета федерации о вводе войск на территорию Украины. Единогласно. Так вот, господа депутаты. Я категорически против ввода российских войск. Я категорически против братоубийственной войны с Украиной.

আমি যখন কারাবন্দি ছিলাম, তখন ইয়ারোস্লেভেলের (!!!) ডুমা কাউন্সিল ইউক্রেনের ভূখন্ড আক্রমণ করতে সশস্ত্র বাহিনী নিয়ে প্রবেশ করার সিদ্ধান্তে ফেডারেশন কাউন্সিল অনুমোদন দিয়েছে। নামহীনভাবে। তাই শ্রদ্ধেয় ব্যবস্থাপক সভার সদস্যগণ, আমি স্বভাবতই রাশিয়ান সৈন্য বাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমি একেবারেই ইউক্রেনের সাথে ভ্রাতৃঘাতী এই যুদ্ধের বিরোধীতা করছি। 

এ মাসের শুরুতে সরকোভার মস্কো-ভিত্তিক “বাস্তুতান্ত্রিক প্রতিরক্ষা” সংস্থা বেশ কয়েকটি ইউক্রেনিয়ান এনজিও কর্তৃক করা একটি যুদ্ধ বিরোধী বিবৃতিতে [রুশ] যোগ দিয়েছে

“১৫ মার্চ, ২০১৪, মস্কো, শান্তির জন্য পদযাত্রা,” ফেসবুক ইভেন্ট থেকে পাওয়া ব্যানার। (যেটির লিংক এখন কাজ করছে না)

রাশিয়ার সুশীল সমাজের নেতৃবৃন্দের উপর এই খড়গের মাঝখানে আমাদের চোখ এখন ১৫ মার্চের দিকে তাকিয়ে আছে। কেননা, সেদিন ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপের বিরুদ্ধে মস্কোবাসী বিক্ষোভ প্রদর্শন করবে। এই দিনের ঠিক একদিন পরেই ক্রিমিয়ার ভোটাররা বিচ্ছিন্নতাবাদীতা এবং বিস্তৃত স্বায়ত্বশাসনের মাঝে যেকোন একটিকে বেছে নিবে। এই লেখাটি লেখার সময়ে আনুমানিক ২,৬০০ ফেসবুক ব্যবহারকারী মস্কোতে র‍্যালী করার জন্য ইচ্ছা প্রকাশকরেছেন। এমনকি আরও ২২,০০০ লোককে আমন্ত্রণ জানানো হয়েছে। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .