খুশিতে নাচছে কুয়েত

কুয়েত তাঁদের ফ্যারেল’স হ্যাপি মিউজিক ভিডিও এর নিজস্ব সংস্করণ নিয়ে খুব খুশি। উপরোক্ত ভিডিওটি ১৫০ জনেরও অধিক নাগরিক এবং অধিবাসীদের অংশগ্রহণে তৈরি করা হয়েছে, যেটি পরিচালক তাইবাহ আল কাতেমি’র উদ্ভাবন এবং ফিল্ম মেকার মোহাম্মদ আল সাইদ এর তৈরি।  

@Loft965 এর মতেঃ 

ফ্যারেল এর “হ্যাপি” গানটি স্থানীয় ভাবে একটি কার্যকর বার্তা সংযুক্তির মাধ্যমে, শহরের মধ্যে নির্দিষ্ট স্থানে চিত্রগ্রহণের পাশাপাশি “ফ্রি কুয়েত” টিশার্ট, যেগুলো উপসাগরীয় যুদ্ধের সময় গ্রহণযোগ্য ছিল, সেগুলোকে পুনরায় উপস্থাপন করে নতুন ভাবে তৈরির অভিপ্রায় ছিল। সে সময় মানুষ দেশের স্বাধীনতা চাইছিল। আজ যুবারা ইতিবাচকভাবে স্বাধীনতার পরিবেশ বজায় রাখছে এবং মত প্রকাশের স্বাধীনতা উপভোগ করছে। 

আট মাস ব্যাপি ইরাকী আগ্রাসনের পর, একটি মার্কিন নেতৃত্বাধীন জোট ১৯৯১ সালের ফেব্রুয়ারী মাসে কুয়েত বিমুক্ত করে।

টুইটারে, নাসের আল কাতামি নোট লিখেছেন:

৫৪,০০০ মতামত এবং তা বেড়েই চলেছে! একে চলতে দিন!

ক্লিক করুন:http://t.co/IgGFm8IMVc.

হুদা আল দাখেল বলেছেন:

#HappyQ8 সমস্ত রাত্রি ভিডিওটির সঙ্গে নেচেছেন। ধন্যবাদ @nasque। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .