দরিদ্র দেশের জন্য ব্যয়বহুল বৃক্ষঃ বেলজিয়াম থেকে আনা গাছের জন্য তাজিকিস্তানের কয়েক মিলিয়ন ডলার খরচ

তাজিকিস্তানের রাজধানী দুশানবে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে প্রতি বছর তারা দামি কাঠের জন্য যে কয়েকশ দশক পুরনো বিখ্যাত বড়ো গাছগুলো কেটে ফেলে, সেগুলোর বদলে দামি বিদেশী গাছ আনা হবে। একটি স্থানীয় বার্তা সংস্থা ওজোডাগনের [রুশ] মতে, কর্তৃপক্ষ বেলজিয়াম থেকে ৩ হাজার বাদাম গাছ আমদানি করেছে। আমদানি করা প্রতিটি গাছের দাম পরেছে প্রায় ১,৫০০ মার্কিন ডলার। অতএব এ পরিমান গাছ আমদানি করতে মোট খরচ হয়েছে প্রায় ৪.৫ মিলিয়ন মার্কিন ডলার।   

এই খবরে রাগান্বিত হয়ে তমিরিস তাঁর ব্লগে [রুশ] লিখেছেনঃ 

…Мы что живём по принципу “дорого = хорошо”?

Ответьте мне, ну какого х.. покупать такие дорогие деревья такой бедной стране? Чем их не устраивают бесплатные деревья, которые можно вырастить самим? 1500 долларов это средняя месячная пенсия 37 человек! Это средняя месячная зарплата 10 учителей или врачей!..

Мне одной кажется, что наше правительство окончательно е..нулось?

…আমরা কি “দামি = ভালো” মতবাদে বিশ্বাস করে বেঁচে আছি ?

কেউ কি আমাকে বলতে পারেন, এমন একটি দরিদ্র দেশ কেন দামি গাছ কেনে ? টাকা খরচ না করে স্থানীয়ভাবে যেসব গাছ উৎপাদন করা যায়, সেগুলোতে তাদের কি সমস্যা ? ১,৫০০ মার্কিন ডলারে গড়ে ৩৭ জন লোকের মাসিক অবসরভাতা হয়ে যায়! এই টাকায় শিক্ষক এবং ডাক্তারদের ১০ মাসের মাসিক বেতন হয়ে যায়!…

শুধুমাত্র আমি একাই কি ভাবছি যে আমাদের সরকার পুরোপুরি উন্মাদ হয়ে গেছে ? 

অনেক প্রতিক্রিয়ার ঝলক দেখিয়ে তমিরিস এই ঘটনাটি নিয়ে টুইটও করেছেনঃ 

দুশানবের জন্য তাজিকিস্তান ৩ হাজারটি বেলজিয়ান বাদাম গাছ কিনেছে। প্রতিটি গাছের দাম পরেছে প্রায় ১,৫০০ মার্কিন ডলার। 

একটি ধারনা পাওয়ার জন্যঃ (একটি গাছের দাম) ১,৫০০ মার্কিন ডলার, যা গড়ে ৩৭ জনের মাসিক অবসর ভাতার সমান। এই বিশাল অংক ১০ জন শিক্ষক বা ডাক্তারের মাসিক বেতনের সমান। 

@তমিরিসটিজে দুশানবেতে একজন বিভ্রান্ত এবং অকাজের মেয়র আছে। আমি শুধুমাত্র আশা রাখি গাছগুলো গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ এবং শহরের অব্যবস্থাপনা পূর্ণ পরিবেশে যেন টিকে থাকে। 

@তমিরিসটিজে আপনি আরেকটু খেয়াল করলে দেখবেন, তারা এই গাছগুলোর জন্য বিশেষ ধরনের মাটিও কিনবে – প্রতিটি গাছের জন্য হয়তোবা ২,০০০ মার্কিন ডলারের মাটি কিনবে।  

@ইতাজিকিস্তান @তমিরিসটিজে অদ্ভূত। আমি অবাক হচ্ছি, তারা গাছের নিচে ঘাস লাগাতে কতো টাকা খরচ করবে। 

@তমিরিসটিজে বাদাম গাছগুলো লাগাতে তারা এই সুন্দর বিশাল বড় বড় ছায়া প্রদানকারী গাছগুলো কেন কাটবে?! নগর সরকার যা করছে, তা রীতিমতো বাস্তুতন্ত্র হত্যার সামিল, রীতিমতো অপরাধ … 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .