জিম্বাবুয়ের বিরোধী দলীয় নেতা টেন্ডাই বিটির বাড়িতে দ্বিতীয় বারের মতো বোমাবর্ষণ

Zimbabwe's former finance minister Tendai Biti.

জিম্বাবুয়ের সাবেক অর্থ মন্ত্রী টেন্ডাই বিটি। ক্রিয়েটিভ কমন্সের অধীনে ছাথাম হাউজ থেকে প্রকাশিত ছবি।  

টুইটার ব্যবহারকারীরা এবং অন্যান্য মিডিয়া জানিয়েছে, জিম্বাবুয়ের সাবেক অর্থমন্ত্রী টেন্ডাই বিটির বাড়িতে গত ২৫ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখে ভোরে বোমাবর্ষণ করা হয়। বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ এর মূল সদস্যদের তিনি একজন এবং প্রেসিডেন্ট রবার্ট মুগবের একনিষ্ঠ সমালোচক।   

বিটি বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী মরগ্যান ভাঙ্গিরির নেতৃত্বে পরিচালিত মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ দলের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। তার বাড়িতে প্রথম ২০১১ সালে বোমাবর্ষণ করা হয়। কোন সন্দেহভাজনকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়নি।  

টেন্ডাই বিটির বাড়িতে আবার … বোমাবর্ষণ করা হয়েছে। 

বিটির হারারের বাড়িতে পেট্রোল বোমা মারা হয়েছে। 

সব কিছুর জন্যই বিষন্ন, খারাপ এবং ক্ষিপ্ত। আমি কারও পক্ষ নিচ্ছি না। বব [প্রেসিডেন্ট রবার্ট মুগাবে] ভুট্টার খই খাচ্ছেন এবং রাজনৈতিক সহিংসতা সম্পর্কে ঢামালি তৈরী করছেন।  

তারা হয়তোবা বোতলে একটি পরিচিত জন্মদিন পিষ্টক ট্রেস খুঁজে পেতে পারেন [প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ২১ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখে তার জন্মদিন পালন করেন] এবং বোমা মারতে কেনেস্তার ব্যবহার করেছেন। 

আমাদের বিরোধী দলগুলোর রাহাজানির ন্যায্য শেয়ার রয়েছে, কিন্তু পেট্রল বোমা রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার এখতিয়ারে।  

এ ঘটনার জন্য অনেক মানুষ সরকারকে সন্দেহ করছে বলে মনে হলেও, তিয়াশে চিরাপে নামের একজন টুইটার ব্যবহারকারী মনে করেন, এটা বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ (এমডিসি) এরই কাজঃ  

সহিংসতা কি এমডিসিতে ঘটেছে [বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ]? @ডেইলিনিউজজিমঃ টেন্ডাই বিটির বাড়িতে বোমাবর্ষণ। 

আরেকজন ব্যবহারকারী বলেছেন, বোমা বর্ষণের সংবাদটি আসলে বানোয়াট:

বানোয়াট! রাস্তার কোন বাচ্চা তাঁর দরজায় একটি বোতল ছুঁড়েছে “>@উইরিরাই: টেন্ডাই বিটির বাড়িতে বোমাবর্ষণ। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .