[১৪ তম আরব ব্লগারদের সভা] মিদানের দিনা এল হাওয়ারি

জর্দানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত সাম্প্রতিক আরব ব্লগারদের সভায় (এবি১৪) মিদান প্রতিষ্ঠান থেকে আগত আরেকজন অংশগ্রহণকারী দিনা এল হাওয়ারি এর সাথে আমরা কথা বলেছি। তিনি যেসব প্রকল্পে কাজ করেছেন, তাদের মধ্যে একটি প্রকল্প হচ্ছে চেকডেস্ক। প্রকল্পটি ছিল সাংবাদিক ও নাগরিক সাংবাদিকদের মধ্যে সহযোগীতা উন্নয়ন করার একটি উদ্যোগ। প্ল্যাটফর্মটি কিভাবে কাজ করেছে তা ব্যাখ্যা করে এখানে একটি ছোট ভিডিও আপলোড করা হল:

চেকডেস্ক প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব তৈরি করা, যেগুলো এই প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে প্রশিক্ষণের সুযোগ তৈরি করে দিবে।

এই সংক্ষিপ্ত পডকাস্ট সাক্ষাত্কারে, দিনা প্রকল্পটির একটি সামগ্রিক বর্ণনা দিয়েছেন এবং মিশর, প্যালেস্টাইন, সিরিয়া, লেবানন ও জর্দান অঞ্চলের অংশীদারদের সঙ্গে কিভাবে কাজ করেছেন সেটারও আলোচনা করেছেন:

আপনি টুইটারে দিনাকে @দিনাহাওয়ারি এবং প্রকল্পটিকে @চেকডেস্ক এর মাধ্যমে অনুসরণ করতে পারেন। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .