লেখকের জন্য উন্মুক্ত আহ্বান

আমাদের ব্লগ পছন্দ করেন? এখানে লিখতে চান? লেখকদের জন্য সুখবর! রাইজিং ভয়েসেসের লেখক সংখ্যা আমরা বাড়াতে চাইছি।

ডিজিটাল মিডিয়ায় স্থানীয় শিক্ষামূলক কাজের উপর লক্ষ রেখে, আমাদের ব্লগে অবদানের জন্য নতুন স্বেচ্ছাসেবক লেখক নিয়োগ করতে যাচ্ছি। লেখক হতে চাইলে আপনার যা যা থাকা দরকারঃ

• অনলাইন বা স্থানীয় কোন প্রকাশনায় ছোট নিবন্ধ লেখার অভিজ্ঞতা।

• আপনার নিজস্ব অঞ্চলে বা এর আশেপাশে ডিজিটাল মিডিয়ার সক্রিয় কার্যক্রম এবং শিক্ষা সম্পর্কে ধারণা।

• নতুন নতুন চিন্তা করা!

আপনি আগ্রহী হলে, নিচের বিষয়গুলো সহ গ্লোবালভয়েসেসঅনলাইন [ডট] অরগ [এ] লরার কাছে ইমেইল বার্তা পাঠিয়ে দিন:

  • লেখার অভিজ্ঞতার সংক্ষিপ্ত বিবৃতি।
  • অনলাইনে লিখিত নিবন্ধের লিংক (যদি পাওয়া যায় – এটি একটি ব্যক্তিগত ব্লগেও হতে পারে)
  • ডিজিটাল শিক্ষা এবং অন্তর্ভুক্তি অথবা একজন ডিজিটাল শিক্ষক, কর্মী, বা উপস্থিতির প্রোফাইল ইত্যাদি সম্বন্ধে যা নিয়ে আপনি লিখতে আগ্রহী এবং পাশাপাশি রাইজিং ভয়েসেসের সাথে সামঞ্জস্যপূর্ণ এমন একটি বা দুটি ধারণা খুলে বলুন। এটি আপনার স্থানীয় অথবা আপনার এলাকা থেকে আরও দূরেও হতে পারে। আপনি এই প্রবনতা, বিষয়, প্রকল্প বা ব্যক্তি সম্পর্কে কেন লিখতে চান এবং বিশ্বের কাছে তাঁদের কেন পরিচিত করা উচিত বলে মনে করেন তা আমাদের বলুন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .