“ডলফিনে” লেখা বিয়ের প্রস্তাব রাগান্বিত করল ফিলিপাইনের প্রাণী অধিকার সংরক্ষণ কর্মীদের

Romantic or cruel? A controversial marriage proposal in the Ocean Adventure park in Subic

প্রণয়ঘটিত নাকি নিষ্ঠুর? সুবিকের ওশান অ্যাডভেঞ্চার পার্কে একটি বিতর্কিত বিয়ের প্রস্তাব।

ফিলিপাইনের একটি থিম পার্কে ডলফিনের পেটের মধ্যে লিখা একটি বিয়ের প্রস্তাব বিতর্কের সূচনা করেছে। প্রস্তাবটিতে লিখা ছিল, “রোনা, তুমি কি আমাকে বিয়ে করবে?” বিয়ের প্রস্তাবের ছবিগুলো ওশান অ্যাডভেঞ্চার সুবিক বে’র ফেসবুক পাতায় প্রকাশ করা হলে তা খুব দ্রুত ছড়িয়ে পরে। এতে করে প্রতিক্রিয়ার এক প্রচন্ড ঘূর্ণি ফুঁসে উঠে। এরপরে অবশ্য ছবিগুলো তাদের পাতা থেকে সরিয়ে নেয়া হয়েছে।

দ্যা আর্থ আইল্যান্ড ইন্সটিটিউট এই বিতর্কিত প্রস্তাবের একটি স্ক্রিনশট নিতে সক্ষম হয়েছে এবং এটি তারা অনলাইনে শেয়ার করেছে। এই গ্রুপটি এই থিম পার্কটিকে বর্জন করার আহ্বান জানিয়েছে। তারা সবগুলো বন্দী ডলফিনের মুক্তি চেয়েছে। 

এই ঘটনার প্রতিক্রিয়ায় দ্যা ওশান অ্যাডভেঞ্চার সুবিক বে দাবি করেছে যে ডলফিনটির পেটে বিয়ের প্রস্তাবটি লিখতে জিংক অক্সাইড ব্যবহার করা হয়েছে। কোম্পানিটি দাবি করেছে যে এটি খুব নিরাপদ একটি রাসায়নিক দ্রব্য, যা সূর্যের অতি বেগুণী রশ্মি থেকে ত্বক বাঁচাতে ব্যবহার করা হয়ে থাকেঃ

কিন্তু ফিলিপাইনের সামুদ্রিক বন্যপ্রাণী ওয়াচ বলেছে, এই ওজুহাত দেখিয়ে কোন প্রাণীকে “খেয়ালের বশে ধ্বংস” করার কোন অধিকার তাদের নেইঃ 

একটি প্রাণীকে খেয়ালের বশে ধ্বংস করার জন্য কথোপকথনের কিছু নেই।

রোদে পোড়া এবং ত্বক জ্বালা পোড়া থেকে প্রতিরোধ করতে আটকে পড়া তিমিদের জন্য জিংক অক্সাইড ব্যবহার করা হয়। তাঁর অর্থ হচ্ছে, এটি একটি মেডিকেল চিকিৎসা যা প্রানীদেরকে যন্ত্রণার সময়ে আবারও আহত হওয়া থেকে বাঁচাতে ব্যবহার করা হয়। 

এঞ্জেলা কলমেনারেস-সাবিনো একটি থিম পার্কে শিক্ষা এবং সংরক্ষণ সুবিধা রাখার অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেনঃ 

ডলফিনের পেটে লেখার জন্য কি ধরনের পদার্থ ব্যবহার করা হয়েছে, তা কোন বিষয় নয়। মূল বিষয়টি হচ্ছে যে তারা ডলফিনের বস্তুতান্ত্রিক ভূমিকার গুরুত্ব কমিয়ে দিচ্ছে। এই ওশান অ্যাডভেঞ্চারে তারা পরিষ্কারভাবে দাবি করে থাকে যে শিক্ষা এবং সংরক্ষণের জন্য এখানে সুবিধা প্রদান করা হয়ে থাকে। বাস্তবে এটি শুধুমাত্র শিক্ষা এবং সংরক্ষণের উদ্দেশ্যেই শুধু নয়, বরং বাণিজ্যিক উদ্দেশ্যেও নিষ্ঠুর সুবিধা প্রদান করে থাকে।  

প্যাট্রিশিয়া সরঙ্গন-ইয়াপ মনে করেন সেই জুটিকে দোষারোপ করা উচিৎ নয়ঃ 

কেউ কেউ জুটিটিকে পাগলের মতো দোষারোপ করছে। কেউ কেউ বুঝতে পারছে না, কেন আমরা বিয়ের প্রস্তাব জানানোর এই ধারণার বিপক্ষে অবস্থান নিয়েছি। আমি মনে করি, এখানে সেই জুটিটির কোন দোষ নেই। বেশিরভাগ লোকজনই এই সাধারণ বিষয়টি নিয়ে তেমন সচেতন নয়। তারা বুঝতে চেষ্টা করে না যে ডলফিন কোন মাছ নয়। লোকেরা বুঝতে চায় না যে ডলফিন বা অন্য যেকোন ধরনের বন্য প্রাণীর গায়ে কিছু লেখা, বিশেষ করে কোন বাণিজ্যিক উদ্দেশ্যে (কোন পদার্থ ব্যবহার করা হল, সেটা বিবেচনা না করে) কিছু লেখা উচিৎ নয়।     

The management of Ocean Adventure assured the public that it used a safe material when it wrote the marriage proposal on the dolphin.

ওশান অ্যাডভেঞ্চার এর ব্যবস্থাপনা পর্ষদ জনগণকে নিশ্চিত করেছেন যে ডলফিনে বিয়ের প্রস্তাব লেখাতে কোন ক্ষতিকর পদার্থ ব্যবহার করা হয়নি।  

এলডুইন এম. আরসেনা এই ইস্যুটির উভয় দিকই পরিমাপ করে দেখেছেনঃ 

আমি বোঝাতে চেয়েছি, ডলফিনটির প্রতি খারাপ আর কি ঘটতে যাচ্ছে? যদি রঙটি বিষাক্ত বা এ ধরনের কিছু হয়ে থাকে, তবে এতে করে আরও নেতিবাচক কোন ঘটনাও ঘটতে পারে। এটি শুধুমাত্র চিহ্নিত করা একটি ডলফিন। এ ইস্যুটি নিয়ে এতোটা রেগে যাওয়ার কোন কারন নেই। 

এর চেয়ে বরং ডলফিন হত্যাকারীদের প্রতি বেশি রাগ দেখানোর ওপর জোর দিয়ে মন্তব্য করেছেন মাইকেল পাওলো টিগলাওঃ  

…সামান্য এই রঙটি নিয়ে আপনারা কেন গাল ভরা শব্দ প্রয়োগ করে বক্তৃতা দিচ্ছেন। বরং, এশিয়ার কিছু কিছু দেশ কীভাবে ডলফিন মারে, তা আপনাদের পোস্ট করা এবং শেয়ার করা উচিৎ। তারা শুধুমাত্র তাদের স্যুপ অথবা মাংসের পিঠা বা অন্য কোন খাবার তৈরি করতে ডলফিন হত্যা করে থাকে। আমরা সবাই কেন এ বিষয়টি নিয়ে কিছু করি না। আর আপনারা এটাও জানেন যে এটি শুধুই একটি পার্ক এবং এটি তাদের প্রাণীদের যত্ন নিয়ে থাকে। এই রংটি নিশ্চয়ই পরে পরিষ্কার করে ফেলা হয়েছে। ডলফিনটি এখনো বেঁচে আছে এবং এর দেহ থেকে কোন ধরনের রক্ত ক্ষরণ হয়নি। আমি শুধু একটু ধরিয়ে দিলাম যে লোকজন কতোটা নেতিবাচক হতে পারে। সবাই ভালো থাকুন। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .