ফেব্রুয়ারী ১১: ব্যাপক নজরদারীকে না বলছে ইন্টারনেট

ফ্লিকার থেকে কার্টুন ডোনা ইলডল এর। ওয়েব উই ওয়ান্ট (সিসি বাই এসএ ২.০)

ফ্লিকার থেকে কার্টুন ডোনা ইলডল এর। ওয়েব উই ওয়ান্ট (সিসি- বাই এসএ ২.০)

নাইজেরিয়ার নতুন সাইবার ক্রাইম আইন হয়ত আর্থিক প্রতারণা কমাতে সহায়তা করবে — কিন্তু এটি সমালোচনা বন্ধ করাতেও ব্যবহার হতে পারে। আর্জেন্টিনার কর্তৃপক্ষ নাগরিকদের ডিএনএর রেকর্ড তৈরি, তাদের চোখের মনির তথ্য এবং তাদের হাঁটাচলার তথ্য সংগ্রহে ব্যস্ত। তিউনিশিয়ার সক্রিয় কর্মীরা ভয় পাচ্ছে যে দেশটির নতুন প্রযুক্তি ও টেলিযোগাযোগ এজেন্সি নতুন করে ব্যপক নজরদারি শুরু করতে পারে।

এটি বলার অপেক্ষা রাখে না যে ব্যপক সরকারি নজরদারি একটি বৈশ্বিক সমস্যা।

আগামি ফ্রেব্রুয়ারী ১১, ২০১৪ তারিখে সাধারণ মানুষ, সুধী সমাজ, এবং হাজারো ওয়েবসাইট একসাথে নজরদারির বিরুদ্ধে দাড়াবে। যে কেউ, বিশ্বের যে কোন জায়গা থেকে এতে অংশ নিতে পারবে — আপনারা রাজপথে আসুন বা অনলাইনে, যে কোন ভাবে।

মানুষের উপর নজরদারির কার্যগুলো আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে লংঘন করে এবং আমাদের মত প্রকাশের ও স্বাধীনভাবে মেশার স্বাধীনতাকে খর্ব করে। তারা বৈশ্বিক ইন্টারনেটের উন্মুক্ততা এবং স্বাধীনতার ক্ষতি করে এবং তারা গণতান্ত্রিক মূল্যবোধের বিপক্ষে যায়। গত বছর জুনে এডওয়ার্ড স্নোডেন মার্কিন সরকার কর্তৃক গুপ্ত তথ্য সংগ্রহের ব্যাপারটি উন্মোচনের পরে তা সারাবিশ্বে আতঙ্ক ছড়িয়ে দেয়। যদিও স্নোডেন ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে মার্কিন সরকারের গুপ্তচরবৃত্তির খবর ছড়িয়েছে, এই ঘটনাটি সারা বিশ্বে ঘটা নজরদারির উপর বিতর্ককে নতুন করে উস্‌কিয়েছে।

আপনারা অংশ নিতে চান? এখানে বলা আছে কিভাবে যোগ দেবেন:

আপনারাও যোগ দিন

বিশ্বের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন দল প্রতিবাদের আয়োজন করেছে, কেউ আয়োজন করেছে হ্যাকাথন বা অনলাইন প্রচারণা। আপনাদের কাছে ধারে কি হচ্ছে তা লক্ষ্য করুন:

আর্জেন্টিনা • অস্ট্রেলিয়া • অস্ট্রিয়া • ব্রাজিল • কানাডা • কলম্বিয়া • জার্মানি • ফ্রান্সভারতমেক্সিকো

নেদারল্যান্ড • পেরু • পোল্যান্ড • বেলগ্রেড • থাইল্যান্ড • উগান্ডাযুক্তরাজ্য • যুক্তরাষ্ট্র

আপনার দেশকে দেখছেন না? আপনারা অংশীদার বা এখানকার বিষয়বস্তু ব্যবহার করতে পারেন আপনার নিজস্ব প্রচারণার জন্য। জিভি অ্যাডভোকেসীর নজরদারী পাতায় গ্লোবাল ভয়েসেস কমিউনিটির পোস্টগুলো পড়ুন সারা বিশ্বের পরিস্থিতি জানার জন্যে।

আপনারা সহায়তা করুন

অনুগ্রহ করে ১১ই ফেব্রুয়ারীর প্রচারণাতে একাত্মতা প্রকাশ করুন! আপনাদের ওয়েবসাইটে একটি ব্যানার যোগ করুন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এই বার্তাটি, অথবা একটি চমৎকার কার্টুন (এখানে যেমন দেখা যাচ্ছে)।

যে দিন আমরা ঘুরে দাড়াব - ব্যানার অ্যালেক পার্কিন্সের আঁকা এবং উইকিমিডিয়া কমন্সের সৌজন্যে প্রকাশিত (সিসি- বাই ৪.০)

যে দিন আমরা ঘুরে দাড়াব – ব্যানার অ্যালেক পার্কিন্সের আঁকা এবং উইকিমিডিয়া কমন্সের সৌজন্যে প্রকাশিত

Screen shot 2014-02-09 at 10.05.22 PM

কার্টুন এঁকেছেন স্পেকটেরো ওয়েব উই ওয়ান্ট (সিসি বাই এসএ ২.০)

কার্টুন এঁকেছেন স্পেকটেরো ওয়েব উই ওয়ান্ট (সিসি বাই এসএ ২.০)

কার্টুন এঁকেছেন দোয়া ইলাডল ওয়েব উই ওয়ান্ট (সিসি বাই এসএ ২.০)

কার্টুন এঁকেছেন দোয়া ইলাডল ওয়েব উই ওয়ান্ট (সিসি বাই এসএ ২.০)

বিশ্বব্যাপী যোগাযোগের উপর নজরদারির বিরুদ্ধে করা নীতিগুলোতে হ্যা বলুন

বিশ্বব্যাপী মানবাধিকার কর্মীদের দ্বারা বানানো আন্তর্জাতিক যোগাযোগের উপর নজরদারির বিরুদ্ধে ১৩টি নীতিতে স্বাক্ষর করুন। ডিজিটাল নাগরিকের ব্যাক্তিগত গোপনীয়তা রক্ষার্থে আন্তর্জাতিক সুধীসমাজের উদ্যোগের মূলে রয়েছে এই ১৩টি নীতি। এগুলো বিভিন্ন সরকারকে দিকনির্দেশনা দেয় যে মানবাধিকার রক্ষায় কোন কোন বিষয়ে কাজ করতে হবে।
পড়ুন এবং সই করুন নীচের যে কোন ভাষায়:

Русский • Español • Hrvatski • Македонски • Shqip • Polski • Čeština • Svenska • Nederlands

Français • हिन्दी •  العربية • Italiano • Ελληνικά • Română • Slovenčina • Eesti • Slovenščina • Dansk

Magyar • Suomi • Deutsch • فارسی • Български • Latviešu • Lietuvių • Português • Quechua

繁體中文 • Tiếng Việt • 한국어 • Українська • ภาษาไทย • اردو

নীতিগুলোর প্রতি আপনার একাত্মতা প্রকাশ করুন ব্যানার বা ব্যাজের মাধ্যমে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .