মনোনয়নের জন্য ব্লগিস পুরষ্কার উন্মুক্ত

ব্লগিস পুরষ্কার ২০১৪ এর জন্য আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত মনোয়ন পত্র জমা দেয়া যাবে।

মনোনয়ন প্রার্থীদেরকে অঞ্চল ভিত্তিক বিভিন্ন বিভাগে ভাগ করা হয়েছে (এশিয়া, আফ্রিকা, ইউরোপ ইত্যাদি)। এই বিভাগগুলোর মধ্যে শিক্ষা, এলজিবিটি, রাজনীতি, আলোকচিত্র, ইত্যাদির সাথে “ব্লগগুলোর মধ্যে সবচেয়ে ভালো লেখা”, “সবচেয়ে ভালো সাম্প্রদায়িক ব্লগ”, “সবচেয়ে গোপনীয়” এবং “আজীবন সম্মাননার” মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সাইটটিতে প্রবেশ করে আপনিও এলোমেলোভাবে নির্বাচিত ভোটারদের একজন হতে পারেন। নির্বাচিত এই ভোটাররাই প্রতিযোগীতার চূড়ান্ত পর্যায়ে উন্নীত প্রতিযোগীদেরকে বাছাই করবে…

কিছু নিয়মকানুনঃ  

  • ২০১৩ সালের বিভিন্ন তারিখে কোন পাতার কিছু পয়েন্টে যে সকল অন্তর্ভুক্তি ছিল, তারা ভোট দেয়ার যোগ্য।  
  • প্রতিজন ভোটার কেবল মাত্র একটি মনোয়ন ব্যালট এবং একটি চূড়ান্ত ব্যালট জমা দিতে পারবেন।

মার্চ মাসের শেষে দ্যা ইউব্লগ বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীকে নামমাত্র ২০১৪ মার্কিন সেন্ট অর্থ প্রদান করা হবে এবং তাকে সামান্য রঙ্গ ব্লগারের খেতাব দেয়া হবে।   

নিয়মিত যোগাযোগ রাখতে আপনি উইব্লগ পুরষ্কারের টুইটার পেজ, @ব্লগিস এবং ফেসবুক অনুসরণ করতে পারেন।

উইব্লগের টুইটার পেজ থেকে নেয়া ছবি। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .