ভিডিও: আপনার স্বপ্নগুলোই ধারণ করে চীনা কমিউনিস্ট পার্টি

“কিভাবে একজন শীর্ষ নেতা হওয়া যায়?” কুংফু মাস্টার থেকে চীনা শীর্ষ নেতা বনে যাওয়া একজনের এই ভিডিওর সাফল্যের প্রেক্ষিতে চীনের প্রধান সামাজিক মিডিয়া ওয়েবসাইট ইউকু’তে “রোড টু রিভাইভাল” উত্পাদন দল “চীনা কমিউনিস্ট পার্টি আপনার সাথে আছে” নামের অন্য একটি ভিডিও আপলোড করেছে। তিন মিনিটের এই ভিডিওটি চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) একটি বিজ্ঞাপন প্রচারণা হিসেবেই ধরা হচ্ছে। ভিডিওটি “নরম ক্ষমতা” [সফট পাওয়ার] আহ্বানের একটি প্রচেষ্টা মাত্র। প্রথম ভিডিওটির মতোই এটিও চীনা জনগণের প্রত্যাশার কথা বলছেঃ

আধুনিক চীন সম্পর্কে একটি সংক্ষিপ্ত ভূমিকা দিয়ে এখানে শুরু করা হয়েছে এবং তারপর সাধারণ চীনা জনগণের প্রত্যাশার বিষয়টি তাঁদের কথোপকথনের মাধ্যমে দেখানো হয়েছে:

আমি আরও পেনশন, নীল আকাশ এবং পরিষ্কার পানি চাই। আমি যুদ্ধ মুক্ত একটি বিশ্ব চাই।

শেষ পর্যন্ত, ভিডিওটি জোর দেয় যে সাধারণ চীনারা যে আশা এবং স্বপ্ন দ্যাখে চীনা কমিউনিস্ট পার্টির লক্ষ্যও তাই। ইংরেজি আখ্যানে ভিডিওটি বলছে:

A screenshot of the video from youtube

ইউকু থেকে “আমরা আছি আপনার সাথে” ভিডিওর একটি স্ক্রিন শট। 

আমাদের স্বপ্ন পশ্চাদ্বাবন রাস্তায় আমরা পাশাপাশি হাঁটি, সুখ-দুঃখ ভাগ করে নিই, পার্থক্য অতিক্রম করে যাই এবং এক সঙ্গে ভবিষ্যত রুপায়ণ করি। চীনা কমিউনিস্ট পার্টি আপনার লক্ষ্য পূরণে সব সময় আপনার সাথে আছে।

দুটি ভিডিওতেই প্রেসিডেন্ট শি জিনপিং এর চীনের “নরম ক্ষমতা” বৃদ্ধি এবং সাধারণ মানুষের সঙ্গে সংযোগের ওপর গুরুত্ব দিয়েছে। সেখানে একটি নিয়মিত রেস্টুরেন্টে কেক খাওয়ার তার সাম্প্রতিক খবরও আলোচনায় এসেছে। এই পদ্ধতিটি কার্যকরী মনে করা হচ্ছে এবং অনেক নেটিজেনরা ভিডিওটি পছন্দ করেছেন। তাঁরা বলছেন, এটি একটি ভালো শুরু। কারণ, সরকার তাদের ভাবমূর্তি তুলে ধরার গুরুত্ব উপলব্ধি করতে পেরেছে। হুং২১০ নামের একজন লিখেছেনঃ 

绝对国际范儿的中共对外形象片!话说中共就该这么对外推广下,让老外看看当下的中共在干什么想什么为什么,别老以为中共就是原来的苏共!

অবশ্যই এটি সিসিপি সম্পর্কে আন্তর্জাতিক পর্যায়ে বিজ্ঞাপনী প্রচারণা! চীনের বাইরে সিসিপি’র নিজেদের প্রচারনা চালাতে হবে যাতে বিদেশীরা জানতে পারে যে তারা কি চিন্তা এবং কাজ করছেন এবং তারা কেন এ রকম করছেন। যদিও এখনও সাবেক সোভিয়েত ইউনিয়নে সিসিপি’কে কমিউনিস্ট পার্টি হিসাবে বিবেচনা করা হয়। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .