মিশরে তুষারপাত হচ্ছে, কিন্তু তুষারাবৃত স্পিংক্স আলোকচিত্রটি ধাপ্পাবাজি

১০০ বছরেরও বেশি সময়ের মধ্যে মিশরের সবচেয়ে বড় তুষার ঝড় আঘাতের পরে কায়রোর গিজার স্পিংক্সের (গ্রীক পুরাণে উল্লিখিত নারীর মুখ ও সিংহের দেহবিশিষ্ট ডানাওয়ালা দানব) এই আলোকচিত্রটি দ্রুত ছড়িয়ে পড়েছে। একটি সমস্যা যদিও আছে – আর তা হল এটা মিশরে তোলা হয়নি।

নিচের এই টুইটটি সাত হাজারেরও বেশি বার পুনরায় টুইট করা হয়েছে এবং প্রিয় তালিকায় চার হাজারেরও বেশি বার অন্তর্ভুক্ত হয়েছে: 

১০০ বছরেরও বেশি সময় পর স্পিংক্স জুড়ে মিশরের প্রথম তুষার। একবার ভাবুন: এ রকম ছবি সম্ভবত এটিই প্রথম !

মিশরীয় মোনা এলতাহাউই গোমর ফাঁস করে দিয়েছেনঃ  

তুষারের মধ্যে স্পিংক্স এর এই ছবিটি আসলে মিশরের নয়। এটি জাপানের একটি থিম পার্কের ছবি। 

এবং মা জোনস সম্মত হয়েছেন যে আলোকচিত্রটি প্রকৃতপক্ষে একটি জাল ছবি।  

জাল স্পিংক্সের এই আলোকচিত্র অনুসরণে ভরাডুবির পর মিশরের সন্দেহজনক এই তুষারপাতের ছবি টুইটার থেকে সরিয়ে নেওয়া হয়েছে। 

প্ল্যানেট আর্থের এই আলোকচিত্রটি পরীক্ষাও করা হয়েছে:

১১২ বছরে প্রথমবারের জন্য, মিশর জুড়ে তুষার পড়ছে!!!

@প্ল্যানেটপিক @ডেভিডসান্ডাম না, সেখানে তুষার পড়েনি। এটা ধাপ্পাবাজি।  

মার্কিন সাংবাদিক নিকোলাস ক্রিস্টফ এই মিশরীয় উটের জন্য দুঃখ বোধ করেছেন: 

অভাগা উট আর.টি. @এনঅয়াইসিজিম: বিস্ময়করঃ ১০০ বছরের মধ্যে প্রথমবারের জন্য মিশর তুষারে ঢাকা পড়েছে।  

এই উটটি বাস্তব না ধাপ্পাবাজি সে ব্যাপারে কোন কথা নয় – বা এমনকি ছবিটি মিশরে তোলা হয়েছে কিনা।  

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .