রাষ্ট্রদ্রোহী আইফোন পর্যালোচনা? ইরানে টেক নিউজ সাইটের ৭ জন গ্রেফতার

Screen shot of Narenji.ir

নারেনজি.আইআর, গ্রেপ্তারকৃতদের নামের এক তালিকা প্রকাশ করে, পরে দ্রুত যা অপসারণ করা হয়।

যদিও ইরানে গ্রেফতার করার জন্য মানবাধিকার একটিভিস্টদের সংখ্যা কমে আসছিল, বিপ্লবী গার্ড এখন তাদের উপর নজর রাখছে যারা গ্যাজেট সম্বন্ধে লিখছে।

কেরমানের প্রযুক্তি বিষয়ক সংবাদ সাইট নারেনজি.আইআর সংবাদ প্রদান করেছে যে ৩ ডিসেম্বর ২০১৩ তারিখে তাদের সাতজন লেখক এবং প্রযুক্তি কর্মীকে হঠাৎ গ্রেফতার করা হয় এবং তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছিল সে বিষয়ে কোন তথ্য প্রদান করা হয়নি। গ্রেপ্তারকৃতদের নাম পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যে নামের ওই তালিকাটি অপসারণ করা হয় (স্ক্রিনশট দেখুন)।

ইরানের মেহের নিউজ যে ভাবে ঘটনাটি বর্ণনা করছে, তাতে জানা যাচ্ছে কেরমানে মোট ১৬ জন সাইবার একটিভিস্টকে গ্রেফতার করা হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে জাতীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে কাজ করা এবং বিদেশী নেটওয়ার্ককে সহযোগিতা করা, প্রতি–বিপ্লবী সাইট সমূহের জন্য লেখা প্রদান করা।

টুইটারে নারিমান ঘারিব তথ্য প্রদান করেছে যে গ্রেফতারকৃত ওই সমস্ত ব্যাক্তিদের মধ্যে অন্তত একজন ব্লগার রয়েছে।

তিনি টুইট করেছেন:

আমির সাদেঘপোর, ইরানের এক জনপ্রিয় ব্লগার- দুদিন আগে ইরানের বিপ্লবী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে।

ডিজিটাল স্বাধীনতাকে দমন করার ক্ষেত্রে ইরানের বিপ্লবী বাহিনীর এক দীর্ঘ রেকর্ড রয়েছে, তবে গ্যাজেট এবং প্রযুক্তি বিষয়ক লেখার জন্য গণ গ্রেফতারকে এক নতুন অধ্যায় হিসেবে বিবেচনা করা যেতে পারে।

নারেনজির গ্রেফতারকৃত কর্মীদের সমর্থনে ফেসবুকে একটি প্রচারণা শুরু হয়েছে এবং নেট নাগরিকরা নতুন করে গ্রেফতার শুরু করার বিরুদ্ধে টুইট করেছে।

আলী নেইমাতি সাহাব টুইট করেছেন [ফার্সী ভাষায়] :

নারেনজির কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করছে…কিছু বলার নেই, কেবল প্রার্থনা করা ছাড়া।

অরিনা টুইট করেছে [ফার্সী ভাষায়]:

অভিযোগ এতটাই অদ্ভুত যে আমরা হাসব না কাঁদব, বুঝতে পারছি না।

আমিরহোসাইন টুইট করেছে [ফার্সী ভাষায়]:

নারেনজি তার পোস্টে লিখেছে যে বিপ্লবী গার্ড বাহিনী তাদের কর্মীদের গ্রেফতার করেছে আর এর জন্য তাদের বড় ধরনের মূল্য প্রদান করতে হতে পারে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .