রাশিয়ার অণ্ডকোষ বিপ্লব কি কারাগারে পুসি রায়ট এর সাথে যোগ দিবে ?

Photo from Petr Pavlensky's May 2013 protest, "Carcass," YouTube screenshot.

পিটার পাভলেনস্কির ২০১৩ সালের মে মাসের “কারকাস” প্রতিবাদের ছবি। ইউটিউব থেকে নেওয়া। 

রাশিয়ার রাজনৈতিক শিল্পী পেত্র পাভলেনস্কি সাম্প্রতিক সময়ে রেড স্কয়ারের ফুটপাথে তাঁর অণ্ডকোষ পেরেক দিয়ে আটকে দিয়েছেন, যা ছিল ২০১২ সালে অনুষ্ঠিত কুখ্যাত পুশি রায়ট ব্যান্ড এর বিচারের মূল কেন্দ্র। তিনি এখন “রাহাজানি”র মতো একই ধরণের অভিযোগের [রুশ] মুখোমুখি। রাশিয়ার অপরাধী আইনের [রুশ] ২১৩ ধারা লঙ্ঘন করায়, তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। “রাজনৈতিক, ভাবাদর্শিক, সাম্প্রদায়িক, নৃতাত্ত্বিক অথবা ধর্মীয় ঘৃণার ক্ষেত্রে শান্তি বিঘ্নিত করায়” পাভলেনস্কিকে হয়তোবা পরবর্তী সাত বছর জেল খাটতে হতে পারে।

স্নব ডট আরইউ নামক জার্নালের প্রতি মন্তব্য [রুশ] করে পাভলেনস্কি বলেছেন, তিনি জেল খাটতে তৈরী আছেন। যদিও তিনি বিশ্বাস করেন কর্মকর্তারা হয়তোবা এখনো তাদের মনস্থির করেননি। পুসি রায়টকে সহজেই কারাদন্ডে দন্ডিত করার সাথে এলেক্সি নাভালনির বিলম্বিত রায়টি বিপরীত বলে প্রতীয়মান হয়। পাভলেনস্কি ভিন্নমত পোষণ করে বলেছেন, রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থা সম্পর্কে ভবিষ্যৎবাণী করা যায় নাঃ

Я был готов к этому. Наша власть – аппарат насилия, другой она быть не может, и поэтому ожидать от нее можно чего угодно. Может быть и такое, что меня посадят. А может, через три часа МВД вынесет опровержение, что это утка. Мы видели, как закрывали Pussy Riot, и как выпускали Навального из зала суда. В любой момент может случиться поворот на 180 градусов.

আমি যেকোন কিছুর জন্য প্রস্তুত আছি। আমাদের কর্তৃপক্ষ হিংস্র আচরণের একটি যন্ত্র বিশেষ। তারা এটা পরিবর্তন করতে পারবে না। সেই কারণে আপনি একমাত্র তাদের কাছ থেকে যেকোন আচরণই আশা করতে পারেন। তারা আমাকে জেলে পুরতে পারে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিন ঘন্টা পর এই সিদ্ধান্তটি আবার খন্ডন করে বলবে, এটি শুধুমাত্র রটনা ছিল। আমরা দেখেছি, কীভাবে তারা পুসি রিওটকে তালাবদ্ধ করে রেখেছে এবং কীভাবে নাভালনিকে মুক্তি দিয়েছে। যেকোন মুহুর্তে তারা ১৮০ ডিগ্রী কোনে ঘুরে যেতে পারে।

পুসি রিওটের নেত্রী নাদেঝদা তোলকোনিকভার স্বামী পেত্র ভেরজিলভ টুইটারে লিখেছেন, পাভলেনস্কির বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ আনার বিষয়টি একটি নতুন কিছুকে চিহ্নিত করছেঃ

রেড স্কয়ারে নিজেরই বলকে পেরেক দিয়ে আটকে দেয়ায় অপরাধী অভিযোগে অভিযুক্ত – দেশটিতে এটি একেবারেই নতুন মাত্রার এক বিচারিক নরক। অবিশ্বাস্য।   

A scene from Pussy Riot's infamous "punk prayer" in February 2012, YouTube screenshot.

২০১২ সালের পুসি রিওটের কুখ্যাত “বাজে প্রারথনা”র একটি দৃশ্য। ইউটিউব থেকে নেওয়া।  

যখন পাভেলনস্কির অবস্থা রাহাজানির বিরুদ্ধে একটি কঠোর আইন প্রয়োগের ব্যবস্থাকে প্রতিনিধিত্ব করেছে, তখন তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগটিকে ভেরজিলভোর চেয়ে যেন আরো বেশী পরিচিত মনে হচ্ছে। পুসি রায়টের মতো করে পাভলেনস্কি জনসম্মুখে তাঁর অশালীনতাকে রাশিয়ার সামাজিক সমস্যাগুলোর দিকে মনোযোগ আকর্ষণের একটি রাজনৈতিক-শৈল্পিক প্রচেষ্টা হিসেবে প্রতিপাদন [রুশ] করেছেন। যখন রাষ্ট্রপক্ষের আইনজীবী ২১৩ ধারার উদ্ধৃতি দিয়েছেন, তখন যেভাবেই হোক, তারা যুক্তি দেখিয়েছে যে কিছু ঘৃণা প্রদর্শনের রূপ অশালীনতাকে প্রণোদিত করেছে। নিঃসন্দেহে এটা ঘৃণার বিষয়, কেন এ ধরনের অপরাধে এমন কঠোর শাস্তি দেয়া হবে ?   

কিন্তু নিজের বলকে পাথরের সাথে পেরেক দিয়ে আটকে দেয়া একজন লোকের প্রতি কীভাবে ঘৃণা কাজ করতে পারে ?

২০১২ সালের বিচারে পুসি রিওটের সদস্যদের পক্ষে লড়েছিলেন এমন অন্যতম একজন আইনজীবী হচ্ছেন নিকোলাই পলজোভ । তিনি পাভলেনস্কির রেড স্কয়ার বিক্ষোভ প্রদর্শনে ঘৃণা কর্মকাণ্ডের সম্পর্কে অনুমান করেছেনঃ

নিজের অণ্ডকোষের থলে ফুটপাথে পেরেক দিয়ে আটকে দেয়ায় শিল্পীকে রাহাজানির অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে। অনুমান করছি, ঘৃণাই তাঁকে নিজের যৌনাঙ্গের প্রতি প্রণোদিত করেছে।   

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .