কম্বোডিয়ার নমপেনে গ্লোবাল ভয়েসেসের আড্ডা

gv-meetup-logo-gvmeetup-400

করাচী, কায়রো এবং কাম্পালায় গ্লোবাল ভয়েসেসের সফল আড্ডা অনুষ্ঠানের পর আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, পরবর্তী বৈঠকটি ১ ডিসেম্বর, ২০১৩ তারিখে দক্ষিণ পূর্ব এশিয়াতে অনুষ্ঠিত হবে।  

কম্বোডিয়ার নম পেনের সাক্ষাৎটি পরিচালনা করবেন গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়ের সদস্য সোপহীপ চাক (@জুসমিনএসোফিয়া) এবং রামানা সরন (@রামানাসরন) এবং অপরাহ্ন ১ থেকে ৯ টা পর্যন্ত সিথি হাব, #৬, ২৬৪ নম্বর রাস্তা, সাংকাত চাতুমুকে বৈঠকটি অনুষ্ঠিত হবে।  

এছাড়াও বৈঠকটি জিভি সম্প্রদায়ের কিছু লেখক ও অনুবাদককে একত্র করবে। তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করতে ও বৈঠকে অংশগ্রহণকারীদের কাছ থেকে প্রকল্পের ধারনা সম্পর্কে শুনতে আগ্রহী। এছাড়াও সেখানে আরও যেসব বিষয়গুলোতে দৃষ্টিপাত করা হবেঃ

• রাইজিং ভয়েসেস, আডভোকেসি এবং লিঙ্গুয়া সহ গ্লোবাল ভয়েসেসে আমরা যেসব কাজ করি তাঁর একটি সারসংক্ষেপ প্রদান

• বৃহৎ সম্প্রদায় গ্লোবাল ভয়েসেসের সাথে কিভাবে জড়িত হতে পারে তাঁর উপায় শেয়ার করা

• অংশগ্রহণকারীরা যাতে তাদের নিজেদের ডিজিটাল প্রকল্প বা প্রকল্পের জন্য ধারনা সম্পর্কে তথ্য শেয়ার করতে পারেন সেজন্য কার্যক্রম নেটওয়ার্কের ব্যবস্থা করা

• নাগরিক মিডিয়ার ব্যবহার করে ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাজের মধ্যে স্থানীয় নেটওয়ার্কের ব্যবহার বাড়াতে পরবর্তী পদক্ষেপসমূহ আলোচনা

আপনি অংশ নিতে আগ্রহী হলে অনুগ্রহ করে সোপহীপ এবং রামানার সাথে যোগাযোগ করুন। কারণ আসন সংখ্যা সীমিত। আরো তথ্যের জন্য রাইজিং [@] গ্লোবালভয়েসেসঅনলাইন.অরগ এ আপনি ইমেল বার্তাও পাঠাতে পারেন। এই বৈঠকটি এবং সারা বিশ্বের অন্যান্য সাক্ষাতের জন্য দয়া করে #জিভিমিটআপ হ্যাশট্যাগটি অনুসরণ করুন।  

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .