২৬ অক্টোবরঃ নারীদের গাড়ি চালনার ওপর সৌদি নিষেধাজ্ঞার একটি দিন

"Women are now allowed to drive bicycles in Saudi. "Not Forbidden" reads caption on caricature by @MohammadRSharaf pic.twitter.com/c4nJDxD95T" tweets @moniraism

সৌদি নারীরা সম্প্রতি বাই সাইকেল চালানোর অনুমতি পেয়েছেন। “নারীরা এখন সৌদি আরবে বাই সাইকেল চালাতে পারবে। “নিষেধাজ্ঞা নেই” শিরনামের ক্যারিকেচারটি এঁকেছেন, @মোহাম্মদআরশারাফ ছবিঃ @মুনিরআসিম এর টুইট থেকে। 

সৌদি নারী সক্রিয় কর্মীদের একটি গ্রুপ গত ২৬ অক্টোবর, ২০১৩ তারিখটিকে নারীদের গাড়ি চালনার ওপর রাষ্ট্রীয় নিষেধাজ্ঞার দিন হিসেবে চিহ্নিত করেছে। অতীতের কিছু প্রচারাভিযানের ধারাবাহিকতায় এই প্রচারাভিযানটির আয়োজন করা হয়েছে। এগুলোর মধ্যে ১৭ জুন, ২০১১ তারিখের প্রচারাভিযানটি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ছিল।

প্রচারাভিযানটির ওয়েবসাইটে এর উদ্দেশ্য ব্যাখ্যা করে একটি ছয়-দফা দাবিতে [আরবি] স্বাক্ষর চেয়ে আবেদন করা হয়েছেঃ

نرى وبما انه لا يوجد مبرر واضح يقتضي منع الدولة المواطنات البالغات اللواتي يتقنّ قيادة السيارة من القيادة، ضرورة توفير السبل المناسبة لإجراء اختبارات قيادة للمواطنات الراغبات و إصدار تصاريح و رخص للواتي يتجاوزن هذا الاختبار. و في حال عدم تجاوز أي مواطنة لاختبار القيادة فلا يتم إصدار رخصة قيادة لها، بحيث تكون متساوية مع الرجل في هذا الشأن، فيكون المعيار القدرة على القيادة فحسب، بغض النظر عن جنس المواطن او المواطنة

যেহেতু প্রাপ্তবয়স্ক, সক্ষম নারীদের গাড়ি চালানোর ওপর রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা আরোপ করার কোন স্পষ্ট যৌক্তিকতা নেই, তাই আমরা অক্ষম নারীদের গাড়ি চালনা পরীক্ষা দিতে ডেকেছি। এবং আমরা চাই যারা এতে উত্তীর্ণ হবে তাঁদেরকে লাইসেন্স দেয়া হবে। এ বিষয়ে সমতা থাকতে হবে। নাগরিকের লিঙ্গ ভিত্তিক নয়, বরং সক্ষমতাই একমাত্র বিবেচ্য বিষয় হওয়া উচিৎ।

শীর্ষ সৌদি কর্মকর্তাদের একটি সাধারণ প্রতিক্রিয়া হচ্ছে “এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ভার সমাজের ওপর”, যার উত্তরে দাবিটিতে বলা হয়েছেঃ

إرجاء أمر كهذا لحين “اتفاق المجتمع” عليه ليس إلا زيادة في الفرقة وليس من المعقول والمنطق إجبار الناس بالإتفاق على رأي واحد، و نحن مجتمع كغيرنا يجب عليه الرضى باختلاف وجهات النظر، خاصة في أمر لم يحرمه نص صريح من القرآن أو السنة

এমন একটি ইস্যু “সামাজিক সম্মতি” না পাওয়া পর্যন্ত পিছিয়ে দেয়ার কারনে আরো দ্বন্দ্বের সৃষ্টি হবে। মানুষকে একটি মাত্র মতামত প্রকাশের জন্য জোর করা সত্যিই অবিশ্বাস্য। অন্যান্য সমাজের মতো আমরাও নানা মত গ্রহণ করি। বিশেষকরে যখন কোরান বা হাদিসে এ নিয়ে স্পষ্টভাবে কোন কিছু না বলা থাকে।

তিন দিন আগে এই আবেদন করার পর এ পর্যন্ত ৮ হাজার ৬ শতেরও বেশি স্বাক্ষর পাওয়া গেছে।

সৎগুণাবলীর উন্নয়ন এবং অসৎগুণাবলীর (ধর্মীয় পুলিশ নামেও পরিচিত) প্রতিরোধের জন্য সৌদি কমিটির প্রধান আব্দুল লতিফ আল-শেখ বিতর্কের সৃষ্টি করেছেন। কারন তিনি বলেছেন [আরবি], নারীদের গাড়ি চালনার ওপর নিষেধাজ্ঞা আরোপের কোন ধর্মীয় যৌক্তিকতা তিনি দেখতে পান না। তথাপি তিনি অস্বীকারও করেছেন যে, যেসব নারী গাড়ি চালাবে তাঁদেরকে তাঁর কমিটি শাস্তি প্রদান করবে নাঃ

وأكد آل الشيخ في حديثه أمس لرويترز، أنه لا يملك أي سلطة لتغيير السياسة السعودية بشأن قيادة المرأة للسيارات […] لكنه نفى صدور تعليمات في الآونة الأخيرة لأعضاء الهيئة بعدم تعقب أو إيقاف نساء لقيادتهن السيارات في المستقبل.

রয়টার্সকে আল-শেখ আরো নিশ্চিত করেছেন, নারীদের গাড়ি চালনা […] বিষয়ে সৌদি নীতি পরিবর্তন করার কোন ক্ষমতা তাঁর নেই। কিন্তু ভবিষ্যতে এই কমিটির সদস্যরা গাড়ি চালনার জন্য নারীদের আটক এবং শাস্তি প্রদান করবে না, তিনি তাঁর নিশ্চয়তা দেন নি।

২৬ অক্টোবর প্রচারাভিযান সাইটটি পাঠকদের নিম্নোলিখিতভাবে সাহায্য করতে আবেদন জানিয়েছেঃ 

একজন নারীকে গাড়ি চালাতে শেখান

২৬ অক্টোবর – এর লোগোটি প্রিন্ট করুন এবং আপনার গাড়িতে লাগান

সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদি নারীদের অবস্থা সম্পর্কিত শব্দগুলো বের করুন

আপনার সমর্থন জানিয়ে বিভিন্ন ভিডিও এবং অডিও ক্লিপ আপলোড করুন

নারীদের গাড়ি চালনা সম্পর্কে ব্যাখ্যা করতে অতীতের প্রচারাভিযানের জন্য তৈরি করা ভিডিওগুলো আবারও প্রচারিত হচ্ছে। সেগুলোর মধ্যে একটি ভিডিও [আরবি] দুই বছর আগে ইউটিউবে আপলোড করার সময় থেকে এই পর্যন্ত লোকজন ৪ লক্ষ ৫০ হাজার বারেরও বেশি বার দেখা হয়েছেঃ

ভিডিওটিতে একজন মহিলাকে নিয়ে তৈরি করা হয়েছে। আমাকে শেখান কীভাবে গাড়ি চালাতে হয়, নামক প্রচারাভিযান থেকে দর্শনার্থীদের দেখানো হচ্ছে, কীভাবে গাড়ি চালাতে হয়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .