সিরিয়া যুদ্ধের এই ভিডিওতে কি যুদ্ধরত ইরানিদের দেখা যাবে ?

ইরান সিরিয়ার বর্তমান শাসন ব্যবস্থাকে সমর্থন করে, এটা সবার জানা থাকলেও সিরিয়ার মাটিতে ইরানের সরাসরি জড়িত থাকার প্রমাণ খুব সামান্যই। এখন একটি ভিডিও সিরিজে সামরিক ইউনিফর্ম পরিহিত ফার্সি ভাষী একজনকে দেখার অর্থ হচ্ছে, সিরিয়ার ভিতরে তাঁরা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং বিপথে চলে যাওয়া সরকারি বাহিনীর সঙ্গেও কাজ করছে।

স্পষ্টত, সিরিয়ার বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সৈন্যদের দমন করেছে এবং সিরিয়ানদের সঙ্গে কাজ করা ইরানী সামরিক উপদেষ্টা কি ধরণের কাজ করতে পারেন তাঁর একটা ভিডিও ফুটেজও তাঁরা পেয়েছে। উপরে ভিডিওর মানুষটিকে ফার্সিতে কথা বলতে শোনা যাচ্ছে এবং তেহরানের একটি ফোন নম্বরের জন্য তিনি কেউকে জিজ্ঞেস করছেন।

নিউ ইয়র্ক টাইমসের মতে, ভিডিওটি ব্যাপকভাবে আন্তর্জাতিক মিডিয়াতে শেয়ার করা হয়েছে। যদিও স্বাধীনভাবে তাদের দাবি যাচাই করা কঠিন। ইরান থেকে রিপোর্ট অনুযায়ী, দ্যা লেজ ব্লগ ধারণা করছে, ফুটেজটি​​ সম্ভবত একজন ইরানী তথ্যচিত্র চলচ্চিত্রকার দ্বারা রেকর্ড করা হয়ে থাকতে পারে। জনশ্রুতি আছে, তাঁকে সিরিয়ায় হত্যা করা হয়।

রাস্তায় ইরানিরা 

আরেকটি চলচ্চিত্র কথোপকথনে গাড়িতে দু জন ইরানি বলছেন, নির্দেশনা দিতে সক্ষম এবং নেতৃত্বের জন্য তাঁদের বিশেষ মানুষের প্রয়োজন। ড্রাইভার বলেছেন, “এই অংশ থেকে তাঁরা [বিদ্রোহীদের] অনেক কষ্টে নির্মূল হয়েছে “।

বহুবার তারা সামরিক বাহিনীকে অতিক্রম করেছে এবং ড্রাইভার একবার বলেছেন, এরা হচ্ছে রাষ্ট্রপতির রক্ষীবাহিনী। ইরানী ড্রাইভার এবং সিরিয়ার সৈন্যদের মধ্যে আরবিতে একটি কথোপকথনও সেখানে আছে।

সামরিক বাহিনীর ইরানীদের বিশ্রাম 

ইরানী “কমান্ডার”

একজন ইরানী কমান্ডার বলেছেন, “আমরা মাঠের বাম অংশে সৈন্য পাঠিয়েছি”।

1 টি মন্তব্য

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .