ভিডিওঃ ভিয়েতনামের প্রাইড সমাবেশ ২০১৩

ভিয়েতনামের হ্যানয়ে ‘গর্বের সঙ্গে সংগ্রাম’ এই থিমযুক্ত দ্বিতীয় প্রাইড র‍্যালি অনুষ্ঠিত হয়েছে, যা দেশের ক্রমবর্ধমান এল জি বি টি সম্প্রদায়কে প্রতিফলিত করে এবং আরো সমান অধিকার রক্ষায় সংকল্পবদ্ধ হয়। তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানটিতে ছিল চলচ্চিত্র স্ক্রিনিং, বৃত্তি চালু করা, এমপ্লয়মেন্ট সমতা গাইড বইয়ের উন্মুক্তকরণ এবং একটি সাইকেল শোভাযাত্রা করা। শোভাযাত্রাটিতে ৩০০ এরও বেশি মানুষ অংশ নেয়।

বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ এবং এল জি বি টি’র অধিকার উন্নীত করার লক্ষ্যে ভিয়েতনাম প্রাইড ২০১৩ কাজ করেঃ

২০১২ সালটি ভিয়েতনামের প্রথম প্রাইড উৎসব চিহ্নিত করা হয়েছে। দেশটিতে সমকামিতা এখনও নিষিদ্ধ। প্রথমবারের মতো ভিয়েতনাম দেখল এর রাজধানীর রাস্তায় রামধনু পতাকা অবাধে উড়ছে, যা অনেক ভিয়েতনামি সমকামীর চোখে আনন্দ অশ্রু আনয়ন করে। বিশ্বের অন্যান্য প্রাইডদের মতো ভিয়েতনামি প্রাইডরা যৌন এবং লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে কুসংস্কার, বৈষম্য, অপমান, এবং অদর্শনের সমাপ্তি ঘটাতে আন্তর্জাতিক আহ্বানে যোগ দিল। প্রাইডের সাথে, ভিয়েতনামের এল জি বি টি আন্দোলন কখনও শক্তিশালি হয়নি।

যাইহোক, এল জি বি টি’দের জন্য সমতা ও মর্যাদা প্রদান করা এখন বাস্তবতা। ভুল বোঝাবুঝি ও সামাজিক কলঙ্কের এখনও ব্যাপক প্রসারতা রয়েছে। পরোক্ষ বক্রোক্তি, উপহাস, পিতামাতার অমত এবং অপমান অনেক এল জি বি টি’রই পরিচিত অভিজ্ঞতা। স্কুল, পরিবার, অফিস, এবং কারখানায় তাদের মর্যাদা ও নিরাপত্তা এখনও সংকটাপন্ন। অনেক এল জি বি টি’র বিশেষ করে তরুণদের, সামাজিক বর্জন, লাঞ্ছনা অথবা ভিন্ন আচরণ পাবার ভয় নিয়ে বাস করতে হচ্ছে।

এই ছোট ভিডিও প্রচার অনুষ্ঠানটির একটি আভাস দেওয়া:

এই ভিডিওটি অনুষ্ঠান শুরুর প্রস্তুতি দেখিয়েছে:

এই ভিডিও প্রতিবেদনে দেখানো হয়েছে ভিয়েতনাম প্রাইড মার্চ তার সাইকেলের মিছিল জন্য অনন্য:

Pride March bicycle rally. Photo from Facebook of Tinh Yeu Trai Viet

প্রাইড মার্চে বাইসাইকেল র‍্যালি। ছবিঃ তিনহু ইয়েউ ত্রাই ভিয়েট এর ফেসবুক থেকে নেওয়া 

Photo from @viettan

@ভিয়েতান থেকে ছবিটি নেওয়া 

ট্রান দুং ভু (সো) এই শয্যাত্যাগের জন্য খুশিঃ

এছাড়াও উৎসবে উপস্থিত সবাই সম্প্রদায় এবং মিডিয়ায় “সমান অফিস” প্রচারণায় ছিল – এপ্রিল থেকে একটি প্রচারণা যেখানে ১০৫ এর অধিক বিদেশী ও অভ্যন্তরীণ এন্টারপ্রাইজ যোগদান করে। এর উদ্দেশ্য ছিল এল জি বি টি’দের প্রতি দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন আনা।

সামগ্রিকভাবে এটা সম্প্রদায়, বন্ধু এবং সুহৃদদের দ্বারা বেষ্টিত এক মহান সপ্তাহ ছিল এবং আমি ভিয়েতনাম প্রাইড ২০১৪ এর দিকে উন্মুখ হয়ে চেয়ে রয়েছি। আমি আশা করব পরের বছর আপনি আসবেন এবং নিজের জন্য এটি খুঁজে নিবেন।

থান নাইন খবরের প্রতিভা মেহতা ভিয়েতনামের এল জি বি টি’দের সম্মুখীন হওয়া চ্যালেঞ্জ সম্পর্কে লিখেছেন:

যেহেতু আইন সমকামিতাকে অপরাধ হিসেবে গণ্য করে না, তাই যখন তাদের অধিকার লঙ্ঘিত হয় তখন এল জি বি টি’রা সুরক্ষিত নয়।

নেতিবাচক একঘেয়েমি এবং বিষাক্ত পুরাকথাকে অপসারণ করতে আমাদের সবাইকে একসাথে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। সমকাম ভীতি এবং সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে কেন দাঁড়াতে হবে তা মানুষকে বুঝতে সাহায্য করতে হবে।

ভিয়েতনামের জাতীয় সংসদ দেশে সমলিঙ্গের বিয়ের বৈধতা দেবার প্রস্তাবে সম্মতি প্রদানের জন্য প্রস্তুত। কিন্তু ভিয়েতনাম এখনো কেন সমলিঙ্গের বিবাহ প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত নয় তা ভ্যালেন্টাইন ভু ব্যাখ্যা করেছেন:

…অধিকাংশ জনগণ এখনও সমকামিতাকে একটি রোগ হিসেবে এর বিরুদ্ধে পক্ষপাত করে। ভয় পায় যে, এটা কি সংক্রামিত হচ্ছে ? এবং বন্ধু / পরিবার সদস্যরা সমকামি হলে সম্মান হারানোর ভয়ে থাকে।

দেশের রক্ষণশীল গোষ্ঠী এখনো সমকামিতাকে ব্যক্তিগত পরিচয় হিসেবে স্বীকৃতি দান নয় বরং একটি নিষিদ্ধ আইন হিসেবে গণ্য করে। মানুষের মধ্যে আরো বৈষম্য ঘটবে যদি সমকামী বিবাহ ঠিকমতো সমর্থনের কোনো ভিত্তি ছাড়াই স্বীকৃত হয়। এর ফলে সমকামী পরিবারগুলো আরও একলা হয়ে পড়বে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .