স্লোভেনিয়া: ভলকানের নতুন পুরাতন অপরূপ সৌন্দর্যের পর্যটন ক্ষেত্র

অনেক আকর্ষণীয় অবকাশ বৈশিষ্ট্যের কারণে সাম্প্রতিক বছরগুলোতে স্লোভেনিয়া আরও জনপ্রিয় গন্তব্য হয়ে উঠছে, বিশেষ করে ইউরোপের নাগরিকদের জন্য। স্বাস্থ্য পর্যটন বিকাশে স্লোভেনিয়ার ধারণা উদীয়মান সাফল্য পেয়েছে। এই ছোট দেশটিতে এখন বেশ কিছু প্রাকৃতিক খনিজ জলের উৎস এবং স্বাস্থ্য রিসোর্ট রয়েছে।

অবস্থান ও জলবায়ুগত ভৌগলিক সুবিধা ব্যবহার করে স্লোভেনিয়া এর উন্নয়ন পরিকল্পনায় “স্বাস্থ্য প্রকৃতির মাধ্যমে” ট্যাগলাইনের অধীনে ১৫ টি আধুনিক স্বাস্থ্য রিসোর্ট তৈরী করেছে। এই স্পা পর্যটন প্রচারাভিযান স্লোভেনিয়ায় ক্রমবর্ধমান পর্যটক এনে দিয়েছে, যারা সবুজ ভূমধ্য উপকূল পছন্দ করে।

One of Slovenia's man natural wonders - Skocjan Caves; used under Creative Commons license.

স্লোভানিয়ার একটি মানুশ্য-প্রাকৃতিক বিস্ময়- স্কসজান গুহা; ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে ব্যবহৃত।  

স্লোভেনিয়ান তটরেখা মাত্র ৪৬.৬ কিলোমিটার দীর্ঘ, যেখানে পিরান, ইজিলা এবং কোপার উপকূলীয় শহরগুলি তাদের আসল মধ্যযুগীয় কাঠামো এবং অনুভব দ্বারা পর্যটকদের আকর্ষণ করে। এই গ্রীষ্মে সামাজিক মিডিয়া সাইটগুলো ইউরোপ এবং বাকী বিশ্ব থেকে আসা ব্যবহারকারীদের স্লোভেনিয়ায় তাদের অবকাশের সময় উষ্ণ সম্ভাষণের সাথে লোড হয়, যাদের অধিকাংশ দেশটির প্রাকৃতিক বিস্ময়ের দ্বারা প্রভাবিত বলে মনে হয়। গুহা অনুসন্ধানে উত্সাহীদের জন্য একটি ফেসবুক পাতা এক পর্যটকের তোলা আশ্চর্যজনক স্কসজান গুহার ছবি শেয়ার করেছে। স্লোভেনিয়ায় গ্রীষ্ম নিবেদিত আরেকটি ফেসবুক পাতা, ব্যবহারকারীদের রাফটিং এর মতো গ্রীষ্মকালীন ক্রিয়াকলাপের ছবি শেয়ার করেছে।

Kayaking lessons in Soča Valley; photo courtesy of Soča Rafting, used with permission.

সোঁকা ভ্যালিতে কায়াকিং পাঠ; ছবিঃ সোঁকা রাফটিং, অনুমতিক্রমে ব্যবহৃত 

Soča Valley offers many activities and adventures; photo courtesy of Soča Rafting, used with permission.

সোঁকা ভ্যালি অনেক কার্যক্রম এবং দুঃসাহসিক অভিযান আহবান করে; ছবিঃ সোঁকা রাফতিং, অনুমতি নিয়ে ব্যবহৃত 

সবচেয়ে জনপ্রিয় গন্তব্য তবে, রক্ত পাতের শহর বলে মনে করা হয়:

লন্ডনের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র আলাস্টেইর মাভোর রক্তপাতের এই বিষয়ে বলেছেন:

ব্লেড হ্রদ – প্রশংসনীয় অপরাজেয়! #স্লোভেনিয়া #ইন্টারেইল

আরেকজন টুইটার ব্যবহারকারী, মিডিয়া পেশাদারী এবং স্লোভেনিয়ার স্থানীয় বক্তা, @লেঞ্জাএফপাপ বলেছেন:

আপনার রবিবারের শেষ ঐন্দ্রজালিক উপায়!

অস্ট্রিয়ার পরিদর্শক @স্টেফদো_ ব্লেড হ্রদের এই চিত্রানুগ ছবি পোস্ট করেছেন:

#ব্লেডে একটি সুন্দর দিন #গ্রীষ্ম২০১৩ #স্লোভেনিয়া #নীল #হ্রদ #বিস্ময়কর

স্লোভেনিয়ান হ্রদগুলো এখনও দর্শকদের সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করে, কিন্তু সম্ভবত স্লোভেনিয়া অন্যান্য ক্ষেত্রগুলোতে পর্যটকদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে এবং এ ক্ষেত্রে তাঁদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবিসি নিউজ দেশটিকে অবকাশ যাপনের ক্ষেত্রে ইউরোপের প্রাণকেন্দ্র বলে অভিহিত করেছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .