লেবাননের নতুন পারিবারগুলো কি যথেষ্ট আইন ভঙ্গ করেছে ?

Portrait of Roula with her mother sitting at the protest in Akkar on Sunday the 21st of July,2013.  Taken by Joey Ayoub

গত রবিবার ২১ জুলাই, ২০১৩ তারিখে আক্কারায় প্রতিবাদের সময় রাউলার ছবির সামনে তাঁর মা। ছবিঃ জয় আইয়ুব

পারিবারিক সহিংসতার বিরুদ্ধে মহিলাদের রক্ষার্থে সমস্ত পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করার জন্য গতকাল [২৩,জুলাই ২০১৩] যৌথ সংসদীয় কমিটি দ্বারা একটি আইন লেবাননে অনুমোদিত ও সংশোধিত হয়। রউলা ইয়াকুবের শহর হালবা, আক্কারে একটি প্রতিবাদ অনুষ্ঠিত হওয়ার এক দিন পরে আইনটি তৈরি হল। ​​৩১ বছর বয়সী রউলা ইয়াকুব কয়েক সপ্তাহ আগে তার স্বামীর পেটানোর ফলে মৃত্যুবরণ করেন। এই প্রতিবাদ ২০০৮ সাল থেকে ঘটে চলা অনেকগুলো প্রতিবাদের একটি যারা সব ধরনের ঘরোয়া নির্যাতনের বিরুদ্ধে নারীদের রক্ষায় একটি সম্পূর্ণ আইন চালুর দাবি জানিয়ে আসছে।

এই আইনটি সংশোধন করতে কোনটির উপর মূল দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে যেমন, বৈবাহিক ধর্ষণ, লিঙ্গ ফোকাসের অভাব, শিশুদের সহগমনকারী এবং জাতিগত সংঘাতের আইন –লেবাননের নেটিজেনরা দ্রুত তাঁদের সেই সংশয়ের কথা জানতে চেয়েছেন।

এরকম অনেকের মতো একজন সুপরিচিত লেবাননের নারীবাদী কর্মী নাদিন ময়াদ, এই আইন সংক্রান্ত ত্রুটিগুলি নির্দেশ করেছেন:

যাইহোক, লেবাননে মহিলাদের সম্পূর্ণরূপে রক্ষা করার একটি ভাল আইনের প্রথম পদক্ষেপ হিসাবে এটিকে দেখা হয়। লেবানন.কম এর ব্লগার আহমাদ ইয়াসিন বলেছেন:

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .